আমার একলা আকাশ
আমার একলা আকাশ থমকে গেছে
তোমার কাছে এসে
আমার জ্বলন্ত প্রদীপ নিভে গেছে
তোমার কাছে এসে
আমার স্বপ্নগুলো হারিয়ে গেছে
তোমার কাছে এসে ।
আমি চেয়েছি তোমায় পেতে
শূন্য তারার মাঝে
আঁখি না বুজে ।
তুমি হারালে কোন পথে
আজও খুঁজি শূন্য রথে,
ভাসানো হলোনা আর তরী
অভিমানে ভাঙ্গলো কাচের চুড়ি ,
তবুও রই পথও চেয়ে
আসবে... বাকিটুকু পড়ুন