আপনি একটা লেখা পোস্ট করলেন। স্বাভাবিকভাবেই আপনি চান ওটা অধিক সংখ্যক ব্লগার ভিজিট করুন ও কমেন্ট করুন। আর, লেখাটা পোস্ট করার সাথে সাথেই দেখলেন ওখানে একটা কমেন্ট পড়ে গেছে। কিন্তু পোস্ট ওপেন করে দেখেন আপনার লেখার সাথে প্রদত্ত কমেন্টের কোনো সাদৃশ্যই নেই; ওটা কোনো এক ব্লগারের তাঁর স্বার্থসংশ্লিষ্ট কোনো এক বিষয়ের উপর ঘোষণা; অথবা কথা নেই বার্তা নেই, আপনার লেখার উপর কোনো মতামত নেই, শুধু লেখা Click This Link, যেখানে উক্ত ব্লগার তাঁর নিজের পোস্টের একটা লিংক জুড়ে দিয়েছেন।
এ ব্যাপারটা কেমন লাগে আপনাদের কাছে?
ব্যক্তিগত ভাবে এটা আমি প্রচণ্ড অপছন্দ করি। বর্ণিত পোস্টের উপর নিজস্ব মতামত, এমনকি কোনো একটা ভাবপ্রকাশক ইমো দেবার পর নিজের ব্লগ বা পোস্ট পড়ার জন্য লিংক দেয়াতে দোষ দেখি না, কিন্তু ঢালাও ভাবে সবার ব্লগে যেয়ে যেয়ে কোনোরূপ মন্তব্য না করেই নিজের লেখার লিংক দেয়াটা বড্ড লজ্জাকর মনে হয় আমার কাছে। তবে ধরুন, আমি একটা বিশেষ বিষয়ের উপর পোস্ট করেছি, আপনিও একই বিষয়ের উপর লিখেছেন, বা অনুরূপ বিষয়ের উপর অন্যত্র কোনো লেখা আপনি পড়েছেন, সে ক্ষেত্রে কোনোরূপ মন্তব্য ছাড়া ঐ লেখার লিংক দেয়া যেতে পারে বলে মনে করি।