যে কথাটা তোকে বলা যাবে না
কিছু কথা থাক্ না বলা,
কিছু অনুভূতি মরে যাক্ নিউরণে,,
তবু বেঁচে থাক 'বন্ধুতা'
অলিন্দে নিলয়েই।।
কাছে থাক্,
দূরে থাক্,,
তবু থাক্,,,,
তার হয়েই।।
