আবারও
ভ্রান্ত সময়, বিভ্রান্ত মন, ক্লান্ত রাত্রির নৃত্যের তালে
ডাকে পাখি ডাকে, অপার্থিব সুরে, বেদনার কারাগারে।
কারাগার ছিন্ন ভিন্ন করে অচেনা করুন সুর, আগুন বাতাসে!
অগ্নি-হাওয়ায় বুক পেতে রই, ফুলের মৃত্যু হয় হৃদয় খাঁচাতে।
আগুন ও এই বুকের রক্ত চুমু খায়, মিশে যায়, ছুটে যায় সেই পথে
যেই পথে তোমার পায়ের ছাপ, স্বর্ন রূপা হীরকের মত... বাকিটুকু পড়ুন