somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

'জঙ্গি দমন কমিটি' (জদক) এ যোগ দিন। B-) জবাবি পোস্ট

০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সবাই দলে দলে 'জঙ্গি দমন কমিটি' (জদক) এ যোগ দিন। view this link


বিজ্ঞ মডারেটরগণদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি যদি ফ্লাডিং করেই থাকি, ( উনারা ফতওয়া দিচ্ছেন এটা নাকি রাষ্ট্রের জন্য অনেক ক্ষতিকারক। ) তাহলে আমাকে পরোপুরি ব্যান করলেও আমার আপত্তি নেই। জোড় করে কারও ঘারের উপর বসে থাকতে চাই না। :)
আমি মনে করি দেশ ও জাতির জন্য ক্ষতিকারক তারাই যারা মানুষকে গভীর অন্ধকারের দিকে আহ্বান করে ও অলীক বিশ্বাস নামক ভ্রান্তবাদে মানুষকে আকৃষ্ট করে ও বিভ্রান্ত করে।


---------------------------------------------------------------------------------------------------------------------------------------
আমার এই পোস্টটি তো কেউ দেখবেই না, আমার লেখা প্রথম পাতায়ই প্রকাশ হয় না। :( তবুও লিখলাম।

আমাকে নিয়ে একটি পোস্ট করা হয়েছে :( view this link
আমার হয়ত কোথাও ভুল হয়েছে ভেবে ওখানে কমেন্ট করে ভুল বুঝাবুঝির অবসান করার উদ্দ্যেশে বড় একটা কমেন্ট করে পোস্ট করলাম আর আমার লেখা হরিয়ে গেল :( উক্ত পোস্ট আমার উদ্দ্যেশ্যেই করা হয়েছে অথচ আবার আমাকেই ব্লক করে রাখা হয়েছে আমার কোন মতামত নেয়া হচ্ছে না। B:-) তাহলে আমি মতামত কিভাবে জানাব ? |-) তাই এখানেই লিখছি। :)

যে পোস্টটি নিয়ে ভুলবুঝাবুঝির সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে এটি view this link এই পোস্টের লেখক উদাসী স্বপ্ন ভাই, উনি আমার অন্যতম একজন প্রিয় ব্লগার ভালই লাগে উনাকে আমার। :D যদিও বিশ্বাসের দিক দিয়ে আমরা দুজনে দুই প্রান্তে অবস্থান করছি, এ এক অলংঘনীয় ব্যাবধন।
আমি ফেসবুকে উদাসী ভাইয়ের কাছ থেকে অনুমুতি নিয়েই ওই পোস্টে একজন ধর্মান্ধ হয়ে কিছু কমেন্ট করেছি। একজন সাধারণ মুসলিম হিসবে নয়, পুরোপুরি ধর্মান্ধের মুখোশ পরেই উক্ত কমেন্টগুলো করেছি। কিন্তু পরে ফেসবুকে দেখলাম উদাসী ভাই আমার উপর ( প্রকৃত পক্ষে আমার ওই ধর্মান্ধের চরিত্রটির উপর ) ভয়ানক বিরক্ত। :| তাই আমাকে মুক্তমনা হয়েই কমেন্ট করতে বললেন। উনি না করার পর আমি আর একটি কমেন্টও করিনি। পরে মুক্তমনা হয়ে নিচে কিছু কমেন্ট করেছি। এবং আমি উদাসী ভাইয়ের কাছ থেকে অনেক কিছু জানার চেষ্টায় আছি। :)
আমার দুঃখ হচ্ছে যার পোস্টে কমেন্ট করলাম তার কোন মাথা ব্যাথা নেই অথচ আরেকজন আমাকে নিয়ে পোস্ট করে বসে আছে !! :-< view this link এটা কেমন কথা হল?
আমার ওই কমেন্টগুলো যদি উদাসী ভইয়ের কাছে অসঙ্গতিপূর্ণ মনে হয় ( অবশ্যই অসঙ্গতিপূর্ণ, ধর্মান্ধরা ধর্মীয় ব্যাপারে কখনও কোন পোস্টের সাথে সঙ্গতি রেখে কমেন্ট করতে পারে না ইহা হাজার বার প্রমাণিত ;) ) তাহলে উদাসী ভাই তা ডিলিট করে দিতে পারেন এ ব্যাপারে আমার কোনই্ আপত্তি নেই। :)
কিন্তু এই মেটাফেজ ব্লগার আমাকে নিয়ে পোস্ট কেন করল বুঝলাম না। সে উদাসী ভাইকে বললেই তো সব কমেন্ট ডিলিট করে দিতে পারত। :)

একটা ব্যাপারে আমি নিশ্চিত- আর তা হচ্ছে ধর্মের ওই কালো মুখোশ পরে আমার অভিনয়টি চমৎকার হয়েছে B-) আমি যে এত সুন্দর অভিনয় পারি আগে জনতাম নাতু :P ধর্মান্ধের দুই চারটি কমেন্টেই মানুষ ত্যাক্ত বিরক্ত হয়ে গেছে :-P
ধর্মান্ধের প্রকৃত রুপটিই আমি তুলে ধরতে পেরেছি তাদের চিন্তা ভাবনা সবসময় একটি নিদ্রিষ্ট গন্ডিতে সীমাবদ্ধ। সমাজ,দেশ,রাজনীতি তথা পুরো পৃথিবীটাকেই তারা তাদের ধর্মীয় বিশ্বাস দ্বার ব্যাখ্যা করে। আর অন্যন্য মতবাদ বা গোষ্ঠিকে তারা সবসময় বাঁকা চোখে দেখে তাদের শত্রু ভাবে। নিজেদের যে কোন বঞ্চনা,অসাহয়ত্বের জন্য তারা সবসময় বিধর্মীদেরই দোষারোপ করে। এমন কোন জটিলতা,এমন কোন একটি সমস্যা নেই যা তারা সঠিক ব্যাখ্যা করতে পেরেছে।
তাদের যাবতীয় ব্যাখার মূলে থাকে অলীক বিশ্বাস আর ইহুদী নাসাড়া, তথা বিধর্মী। তাদের যাবতীয় হতাশা,অসফলতার জন্য দায়ী করে প্রথমত নিজেদের এবাদতের দূর্বলতা তারপর বিধর্মীদের। তারা কখনও দেখতে পায় না তাদের বঞ্চনা জন্য তাদের দূর্দশার জন্য দায়ী ঐশ্বরিক কিছু নয় আর নয় কোন ইহুদি নাসাড়াদের ষরযন্ত্রও। তাদের দুর্দশা তাদের বঞ্চনার জন্য দায়ী আমাদের সমাজ, এই সমাজেরই কিছু মানুষ, রজনীতিবিদ ইত্যাদি। তারা তাদের অধিকার আদায়ের জন্য মূল যায়গায় আঘাত না করে বেশি বেশি ইবাদ বন্দেগী আর সহীহ ইসলাম চর্চায় ব্যাস্ত থাকে আর বিধর্মীদের উপর দোষ চাপাতে থাকে। আর এই সুযোগটাই গ্রহণ করে সামাজের উচ্চ শ্রেণীর কিছু লোক আর রাজনীতিবিদেরা। এইসব ধর্মন্ধদের যদি একবার বুঝানো যায় তোমাদের সমস্যার জন্য ঐশ্বরিক কোন কিছু বা বিধর্মীরা দায়ী নয় তাহলে কিন্তু রাজনীতিবিদদের দিন শেষ :P যা হোক ধর্মন্ধদের নিয়ে লিখলে অনেক কিছুই লিখা যায় এখানে আর সময় নষ্ট করতে চাচ্ছি না। যার যার পথ সেই সেই দেখে নিবে এটাই হচ্ছে আসল কথা। কিন্তু এই আসল কথাটাও আর আসল কথা থাকে না যখন একজনের বিশ্বাস অন্যের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করা হয় তখনই বাঁধে গোল। বিশ্বাসের এই ব্যাপারটা যখন ব্যাক্তি পর্যায়ে থাকে তখন তা শ্বান্তি পূর্ণ মনে হয় যদিও তা নিজের জন্যই ক্ষতিকর তবুও সে তাতে শ্বান্তি পায় আর এই পুরো ব্যাপারটাই হচ্ছে মনোস্তাত্বিক।


ঐশ্বরিক মতবাদ মনেই ভ্রান্তবাদ,ঐশ্বরিক মতবাদ মনেই অন্ধকারবাদ এর কোনই বাস্তবতা নেই এর কোন সত্যতাতাও নেই, অজ্ঞতা,আবেগ আর মনগড়া চিন্তুার সমষ্টি হচ্ছে ঐশ্বরিক মতবাদ যদিও লক্ষ কোটি জ্ঞানী,গুনী,কবি,সাহিত্যাকি, ডাক্তার,ইঞ্জিনিয়ার,বিজ্ঞানী তা বিশ্বাস করে তাতে শ্বান্তি খুঁজে বেড়ায়। অন্ধকার যুগে এসকল ঐশ্বরিক মতবাদের ক্ষমতা ছিল সীমাহীন সময় যত গড়াচ্ছে মানুষ যুক্তিবাদি হচ্ছে ধর্মের কালো পর্দা তাদের চোখের সামনে থেকে সরতে শরু করেছে। সময়ের পরিক্রমায় একসময় তা এমনিতেই নিশ্চিহ্ন হয়ে যাবে আর সে পথেই এগিয়ে চলছে বিশ্ব। B-)
সবগুলো ধর্ম গ্রন্থই বাঁচার শেষ চেষ্টা হিসেবে বিজ্ঞানের কোলে আশ্রয় নেয়ার চেষ্টা করছে। আর অলীক বিশ্বাসে বিশ্বাসী কিছু বিজ্ঞানী তাদের পক্ষে ধুঁয়া তুলছে। একজন অন্ধকারী বিজ্ঞানী হাজার মানুষকে অন্ধকারের দিকে ধ্বাবিত করে, সভ্যতার অগ্রগোতিতে এ এক ভারী সমস্যা । :(
-----------------------------------------------------
প্রিয় উদাসী ভাইকে বলছি, আমার কমেন্টগুলো অসঙ্গতি মনে হলে মুছে দিতে পারেন। আপনি আমার প্রিয় একজন ব্লগার যদিও আমরা দুজন দই প্রান্তের মানুষ :-P কি আর করা এভাবে এগিয়ে চলবে সবকিছু। :)
আর আপনার পোস্টে আমি এখন থেকে মুক্তমনা হয়েই পোস্ট করব ঠিক আছে? :D তয় একটা কথা কয়ে রাখি রাগারাগি করন যাইবো না কিন্তু। ;)
আল্লাহ তায়ালা আমাদের সকলকে সঠিক পথ দান করুন- আমিন

সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:৪২
৮০৪ বার পঠিত
১১টি মন্তব্য ১০টি উত্তর

১. ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:১২

জেন রসি বলেছেন: এইসব ব্যাপার না। আপনি বরং উদাসী ভাইয়ের সাথে যেসব ব্যাপার নিয়ে দ্বন্দ্ব হয়েছে তা নিয়ে একটা পোস্ট দেন। :)

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

লেখক বলেছেন: উদাসী ভাইয়ের সাথে আমার কোন দন্দই হয় নাই, মাঝে মাঝে উনার সাথে একটু মশকরা করি এর বেশিকিছু না। আর উদাসী ভাইয়ের পোস্টে আমি যা করছি সব ওনার সাথে কথা বলেই করেছি।
আর ওটা তো আমি অভিনয় করছি এই অভিনয়টুকুই অনেকেই সহ্য করতে পারল না। ওটা আমার নিজের মত না ওটা আমার অভিনয় আমি জাস্ট ধর্মান্ধের চরিত্রটাই ফুঁটিয়ে তুলেছি মাত্র। :( ( বাস্তব লাইফে আমার এমন হাজার ধর্মন্ধদের হেন্ডেলিং করতে হয় অথচ ব্লগে ধর্মান্ধের আমার ছোট চরিত্রটুকু কেউ সহ্য করতে পারল না )
আমাকে মনে হয় ব্যান করে দিবে উদাসী ভাই তো তাই বলল। :(

ব্যান করার আগে বিজ্ঞ মডারেটরগণ যদি উদাসী ভাইয়ের পোস্টে আমার কমেন্টগুলো একটু পড়তেন তাহলে খুশি হতাম।
যার পোস্টে কমেন্ট করলাম সেই উদাসী ভাইয়ের কোন প্রবলেম নেই অথচ অন্য পাবলিক তা নিয়ে লাফলাফি করছে।
বিজ্ঞ মডারেটর ভাইদের অনুরোধ আমাকে ব্যান করার আগে যার পোস্ট নিয়ে এত সমস্যা সেই উদাসী ভাইয়ের সাথে যেন একটু আলাপ করে নেয়।
:)
ধন্যবাদ।

২. ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩৮

জেন রসি বলেছেন: ব্যান কেন করবে?

০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

লেখক বলেছেন: সকালের দিকে জঙ্গিবাদের বিরুদ্ধে ছবি সহ কয়েকটি কমেন্ট করছিলাম, একই ছবি একই কমেন্ট টনা ১০/১২ টা পোস্টে করছিলাম। যদিও সবগুলো পোস্টই জঙ্গিবাদ রিলেটেড। ( একই কমেন্ট অনেকগুলো পোস্টে করা সামুর নীতি বহির্ভুত যদিও আমি তা জানতাম না) এবং যাদের পোস্টে কমেন্ট করছি তারা আমার কমেন্টের বিরুদ্ধে কোন কথা বলেননি।
যত আঘাত লাগছে মেটেফেজ ভাইয়ের। তিনি আমাকে নিয়ে গবেষণায় মত্ত, গুগল সার্স করে ফেসবুক, ব্লগের কোথায় কি করছি তার খুঁজে খুঁজে বের করতেছেন।
হে হে জেন রসি ভাই ভয় নেই নেই, B-) সারা দুনিয়া খুঁজেও সে আমার একটা গালির স্ক্রিনশট দেখাতে পারবে না। যদিও সে দাবী করছে আমি নাকি তাকে গালি দিয়ে ফেসবুকে পোস্ট করছি। যা সম্পুর্ণ মিথ্যা এবং উদ্দেশ্যপ্রোণীত X((

৩. ০২ রা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৫৫

মহা সমন্বয় বলেছেন: @ মেটাফেজ ভাইকে বলছি, আমার মন্তব্য আপনার ভাল না লাগলে উক্ত পোস্টেই বলতে পারতেন ব্লগে এমন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার তো কোন মানে হয় না। আর আপনি বলছেন আমি ফেসবুকে আপনাকে গালি দিয়ে পোস্ট করছি?? :-< যা সম্পূর্ণ মিথ্যা আমি যদি আপনাকে গালি দিয়ে থাকি তাহলে তার স্ক্রীনশট পেশ করুন।
আপনার জ্ঞাতার্থে জানিয়ে রাখি মুক্তমনরা গালি দেয় না আর গালি সমর্থন করেও না। ফেসবুকে মুক্তমনাদের পোস্টে গিয়ে একটু দেখুন গালির বন্যা করা ছুটাচ্ছে ? ধর্মন্ধদের গালির ভিডিও কি আমি প্রকাশ করব? আমি জানি ধর্মান্ধদের গালির ওই সব ভিডিও প্রকাশ করলে উল্টো আমাকেউ ব্যান করা হবে।
মেটাফেজ ভাই, আপনি আমাকে নিয়ে পোস্ট করছেন অথচ আমাকেই ব্লক করে রাখছেন? |-) আমাকে মতামত ব্যাক্ত না করতে দিলে গলা টিপে ধরে রাখলে কি মত প্রকাশ করতে পারব?
যেহেতু আপনার পোস্টে আমাকে ব্লক করে রাখছেন, নিজে নিজে চেঁচামেছি করছেন। যদি সত্যবাদী হয়ে থাকেন,অন্ধকারের অনুসারী না হয়ে থাকেন, মানুষকে বিভ্রান্তকারী না হয়ে থাকেন, ভ্রান্তবাদে বিশ্বসী না হয়ে থাকেন, জঙ্গীবাদের সমর্থক গোষ্ঠি না হয়ে থাকেন, প্রকৃতই যদি শ্বান্তিকামী হয়ে থাকেন তা হলে আমার পোস্টে কমেন্ট করুন। আপনার জন্য আমার পোস্ট সব সময় খোলা থাকবে। আমি ভুল পথে আছি আপনার তুখোর যুক্তি দ্বারা, বুদ্ধি দ্বারা আমাকে ভুল প্রমাণ করুন আমি মাথা পেতে নেব। সত্যের কাছে,যুক্তির কাছে, মাথা নত করতে মুক্তমনারা লজ্জিত নয়। আমার যদি ভুল হয়ে থাকে আমি সকলের সামনে আপনার কাছে ভুল স্বীকার করে নেব। :)
আপনার মন্তব্যের অপেক্ষায় রইলাম। :)
ধন্যবাদ।

৪. ০৪ ঠা জুলাই, ২০১৬ ভোর ৪:৩৫

মহা সমন্বয় বলেছেন: দীর্ঘ অপেক্ষার পরেও জঙ্গীবাদের সমর্থক @ মেটাফেজ এখানে কমেন্ট করলেন না!! :-< কেন এই ভীরুতা? কেন এই কাপুরুষতা? আপনি যে একজন জঙ্গীবাদের একনিষ্ঠ সমর্থক তা স্পষ্ট প্রমাণ করে দিলেন। মারহাবা মারহাবা আপনাকেই খুঁজছে আফগানিস্তান। এবং আমি যা সন্দেহ পোষণ করছিলাম তাই সত্য বলে প্রতিয়মাণ হল। (উপরের কমেন্টটি দেখুন)

তিনি আমার পোস্টে এসে আমার মন্তব্যগুলোর স্ক্রীনশট নিয়ে নিচ্ছেন আর তার পোস্টে আমার সমন্ধে মনগড়া ব্যাখ্যা করছেন। সেই সাথে নূরাণী বাণী পেশ করছেন। যদিও তিনি আমাকে ব্লক করে রেখেছেন তবুও আমার পোস্ট তার জন্য সবসমই খোলা। তাকে এত করে বলার পরেও তিনি এখানে কমেন্ট করলেন না। তিনি আমাকে যে নূরাণী বাণীগুলো পেশ করছেন আমার বিরুদ্ধে যে অভিযোগ করছেন তার সবই তো চলে যাচ্ছে আমার ওই ধর্মান্ধের চরিত্রটির উপর। =p~ ধর্মান্ধরা যে কি বিরক্তিকর তা কি আমি হাড়ে হাড়ে বুঝাতে পরেছি আপনাকে? আর আপনি তাদের পক্ষেই সফাই গান।

কোন সুস্থ মানুষই সকল মুসলিমকে জঙ্গি বলে মনে করেন না। এই আজগুবি কথা কি কেউ বিশ্বাস করবে? আপনার আর আমার বাবা, মা ও তো মুসলিম তারা কি জঙ্গি? আমিও তো মুসলিম, আমি কি জঙ্গি? পৃথিবীর কোন জাতির সবাই কি খারাপ বা সবাই কি ভাল হতে পারে? আপনার মত মুসলিমরাই কেবল জঙ্গিবাদকে সমর্থন করে তা আপনি নিজেই প্রমাণ করে দিলেন। আপনার মত মুসলিমদের জন্যই আজকে ইসলামের এ অবস্থা। আপনারা না পরছেন ইসলামকে সঠিকভাবে পালন করতে না পারছেন ইসলামকে ধরে রাখতে। ইসলামের অঃধপতনের জন্য আপনার মত মুসলিমরাই দায়ী। শুধু শুধু নাস্তিক,বিধর্মীদের দোষ দিয়ে লাভ নেই। যদিও সব ধর্মান্ধরাই সবকিছুতেই নাস্তিক,বিধর্মীদের ষড়যন্ত্র দেখতে পায়, এর পুরোটাই হচ্ছে সামাজিক এবং মনোস্তাত্বিক ব্যপার।
( আমি তাদের মানসিক রোগী বলতে চাই না, তাহলে আপনি আবার আমার দিকে অভিযোগের আঙুল তুলবেন )
ধর্মান্ধরা কেন বিধর্মীদের শত্রু মনে করেন? কেনই বা সবকিছুতেই নাস্তিক,বিধর্মীদের ষরযন্ত্রের গন্ধ পায়? এ ব্যপারে বিস্তরিত জানতে কোন সমাজ বিজ্ঞানী অথবা মনস্তাত্বিকবিদের স্মরাণপন্ন হোন, উনারা এর সঠিক ব্যাখা করতে পারবেন।

অথবা আপনি নিজে ট্রাই করে দেখতে পারেন, ( এ জন্য করো কোন ক্ষতি হলে লেখক দায়ী না, জাস্ট শিক্ষার উদ্দেশ্যে এটা করা) আপনি গভীর ভাবে ইসলামের অনুরাগী হোন সহীহভাবে ইসলামকে জানতে থাকুন। জেহাদের তৎপর্য এবং গুরুত্ব নিয়ে গভীর ভাবে জ্ঞান অর্জন করতে থাকুন। ইসলামের সবকয়টি যুদ্ধ নিয়ে যত ওয়াজ নসহীত আছে সেগুলো শুনতে থাকুন এবং বই পড়তে থাকুন। কিভাবে সরা বিশ্বে আল্লার আইন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে শ্বান্তি প্রিয় ইসলামি খেলাফত রাষ্ট্র কায়েম করা যায় তা নিয়ে ফিকির করতে থাকুন। আল্লাহ পাককে রাজি খুশি করানোর উদ্দেশ্যে,আল্লার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে গভীর রাতে তাহাজ্জুদ নামাজ পড়ুন। আর বেহেশতো লাভের আশায় বেশি বেশি দোয়া করতে থাকুন এবং কিভাবেই বা আল্লার একনিষ্ঠ বান্দা হওয়া যায় তা নিয়ে বেশি বেশি এবাদত বন্দেগী ও আল্লাহর কাছে কান্না কাঁটি করতে থুকন। মানুষের মাঝে বেশি বেশি ইসলামের দাওয়াত দিতে থাকুন এবং দাওয়াতের ফজীলত সম্বলীত বই,হাদিস পড়তে থাকুন। সোজা কথা ইসলামি সবগুলো অনুসাশন যাথাযথ ভাবে পালন করাতে থাকুন।

মাশআল্লাহ, আল্লাহ পাক আপনার উপর রাজি খুশি হয়ে গেছেন =p~ আশা করা যায় ৬ মাসের মধ্যে আপনি হয়ে উঠবেন একজন জলজ্ব্যন্ত জঙ্গি। বিধর্মী দেখলেই আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে। সবকিছুতেই আপনার মনে হবে এই রে!! দেশ বুঝি ভারত নিয়ে গেল। এই বুঝি আম্রিকা মুসলিম রাষ্ট্রে হামলা চালাইল। রেডিও,টিভি, বাদ্যযন্ত্র এগুলো দেখলেই ভেঙ্গে দুমরে মুচরে ফেলতে ইচ্ছে করবে। মুসলিমদের মধ্যে যারা ঠিকমত পর্দা করে না,ধর্মীয় অনুশাসন পালন করে না তাদেরকেই আপনার পশু নরকের কিট মনে হবে। সবসময় আপনার মনে হবে সারা বিশ্বে মুসলিমরা না জানি কত কষ্টে আছে আর এ জন্য দায়ী ইহুদী নাসড়ারা। মুসলীম ভাইদের এই কষ্ট দূর করার জন্য যে কোন মূল্যে ইহুদী নাসারাদের কতল করতেই হবে এই মনোভাব আপনার মনে সবসময় বিরাজ করবে। যে কোন মূল্যে আল্লাহর আইন প্রতিষ্ঠা করে মানব জাতিকে বিপদ থেকে রক্ষা করতে হবে প্লাস নিজের বেহেশতের পরম সুখের কনফার্মেশন তো আছেই যার নিচে নদী বইবে। সে হবে এক পরম সুখ্যের উদ্যান, যে সুখ,যে আরাম আয়েশ কখনও শেষ হবার নয়। :) সুন্দুরী হুরের কথা আর কিই বা বলব ভাই তারা এতটাই সুন্দর হবে যে, তাদের হাড্ডির মগজ পর্যন্ত দেখা যাবে। প্রতিটি মিলনে কেটে যাবে ৭০ হাজার বছর অথচ মনে হবে যেন এক সেকেন্ড বা তারও কম। সে এক পরম সুখ রে ভাই চরম সুখ। আমার নিজেরই তো এখন বেহেশতে যেতে ইচ্ছে করছে ... ওই নাস্তিক কই তুই? সামনে আয়, তোকে কতল করে আমি বেহেশতের টিকিটটা কনফার্ম করে লই। :) আর এভাবেই ধাপে ধাপে আপনি হয়ে উঠবেন একজন জঙ্গি বা আল্লাহর একনিষ্ঠ বান্দা। :)

আশা করি এবার বুঝতে পরেছেন আপনার আমার মত মানুষ কিভবে জঙ্গি হয়। তারপরেও যদি না বুঝতে পারেন, জঙ্গিবাদ নিয়ে আপনার যদি বিভ্রান্তি থেকেই থাকে। আমার এই কমেন্টটি প্রিন্ট করে নিয়ে বিজ্ঞ কোন সাইকোলজিস্টের স্মরাণাপন্ন হোন। ইসলাম সমন্ধে গভীর জ্ঞান আছে অথচ ধর্মীয় প্রভাব মুক্ত এমন কোন সাইকোলজিস্ট অথবা কোন সমাজ বিজ্ঞানী যদি বলে যে আমি জঙ্গিবাদের ভুল ব্যখ্যা করেছি। তাহলে আমি এই কমেন্টটি ডিলিট করে দিতে বাধ্য থাকিব। আর আমার এই ভুল ব্যাখ্যার দায়ে সামু কর্তৃপক্ষ যদি আমার বিরুদ্ধে কোন আইনগত ব্যবস্থা নেয় তাহলে আমার কোন অভিযোগ থাকিবে না।
-------------------------------------------------
পরিশেষে আপনার কাছে একটাই অনুরোধ দয়া করে মানুষকে জঙ্গিবাদে আকৃষ্ট করবেন না বাংলার সহজ সরল এই মানুষগুলোকে ধর্মের নামে ব্রেইন ওয়াশ করবেন না।
আল্লাহ তায়ালা আপনাকে বুঝ দান করুন- আমিন। ওয়াখেরী দেওয়ানা ওয়া লিল্লাহিল হামদ।

মহা জ্ঞানী জাকির নায়েকের একটি ভিডু দেখেন কমে দিবো। ;)

৫. ০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০০

মহা সমন্বয় বলেছেন: মেটাফেজ এর কাছে আরও কিছু সত্য উদ্ভাসিত করি। যাচাই বাঁচাই কারার দায়িত্ব আপনার এবং সিন্ধান্ত নেবার অধিকারও একান্তুই আপনার নিজের।

আমার ওই ধর্মান্ধ চরিত্রটির কমেন্টগুলো প্রিন্ট করুন, তারপর বাংলাদেশের রাজনীতির প্রভাব মুক্ত এমন অন্তত ১০০ বা তারও বেশি কিছু আলেম,মসজিদের ঈমাম, মাদ্রাসার হুজুর, মাদ্রাসার ছাত্র, ওলামায়ে কেরামগণের কাছে নিয়ে পড়তে দিন। তারপর তাদের মতামত নিন, তাদের বলুন এই লেখাগুলোর কি ঠিক? এর সত্যতাই বা কতটুকু?
আমি আপনাকে এখানে লিখিত দিচ্ছি ৯৯% পার্সেন্ট আলেমগণই আমার বক্তব্য সঠিক বলে স্বীকার করবে। শুধু স্বীকার করেই ক্ষান্ত হবেন না, তারা তদানুযায়ী আমল করারও উপদেশ হুনিয়ে দিবে আপনাকে। আর বেশি বেশি সহীহ ইসলাম চর্চা করার পরমর্শ দিবে। এভবে আমার ধর্মান্ধের ও চরিত্রটি সঠিক কি না ভুল তা নিজেই যাচাই করে নিন, যদি যুক্তিবাদী হয়ে থাকেন, যদি সত্য জানার আগ্রহ থাকে, যদি পরকালের ও মিথ্যা ভয়ে ভীতু না হয়ে থাকেন।

বিভিন্ন জায়াগায় আপনার কমেন্টগুলো দেখে আপনার সমন্ধে আমার যা ধারণা হয়েছে তা বলছি একটু নিজের সাথে মিলিয়ে নিন ইজ আ্যাম রাইট অর রং?
আপনি একজন সাধারণ মানের মুসলিম এবং আপনি প্র্যাক্টিক্যাল মুসলিম নন। ধর্মীয় পরিবেশ,ধর্মীয় ভাবধারা, ধর্মান্ধদের সাইকোলজী সমন্ধে আপনার নূন্যতমও ধারণাও নেই। ( নূন্যতম ধারণা নেই এটা ভুল বললাম কিছু না কিছু ধারণ কি আর না থেকে পারে? ) ধার্মিকদের সাথে আপনার উঠাবসা খুই কম। আপনি হয়ত বই পুস্ত ঘেঁটে ইসলাম সমন্ধে সবেমাত্র স্ট্যাডি শুরু করছেন। টুকটাক ধর্ম পালন করাও শুরু করছেন হয়ত। সহীহ ইসলাম সমন্ধে আপনার ধারণা অত্যন্ত কম। ধর্মের ওই আবেগীয়, শ্বান্তিপূর্ণ বাণী পড়ে আপনার মধ্যে ধীরে ধীরে ইসলামি জোশ আসা শরু করছে। ধর্ম গ্রন্ধের মধ্যে আপনি শুধু শ্বান্তিই দেখতে পান আর তাতে শ্বান্তির বাণী খুঁজে বেড়ান।
উক্ত বিষয়গুলো একটু আপনার সাথে মিলিয়ে নিন এবং দেখুন আমি কতটকু ভুল বললাম?

এখন কথা হচ্ছে জঙ্গিবাদ কি ইসলামে সাপোর্ট করে?
এর উত্তর হচ্ছে না। কোরানের কোথাও লেখা নেই যে ইসলাম জঙ্গিবাদ সপোর্ট করে অথবা মানুষ হত্যা করা সাপোর্ট করে।
( কিছু কিছু জায়গায় শুধু কাফের, বিধর্মী এবং ইসলামের শত্রুদের হত্যা করার কথা বলা হয়েছে। আবার কিছু কিছু জায়গার বিধর্মীদের সাধে সদ্ব্যব্যবহার করার কথাও বলা হয়েছে। অথচ নাস্তিকরা, ইহুদী নাসাড়াদের টাকা খেয়ে এসবের ভুল ব্যাখা করছে। তারা কোরানকে গভীর ভাবে অনুধাবন করতে পারে নি? এজন্য আমাদের বেশি বেশি শানে নূজল পড়তে হবে আর তা গভীর ভাবে অনুধাবন করতে হবে। কোন ঘটনার প্রেক্ষিতে উক্ত আয়াত নাজিল হয়েছিল তা নিয়ে ভাবতে হবে.... ইত্যাদি )
জ্ঞানী সম্প্রদায়ের জন্য এখানে নিদর্শন রয়েছে। ;)

মুসলিমরা কি জঙ্গিবাদ সাপোর্ট করে? (
এর উত্তর হচ্ছে না। কোন সাধারণ মুসলিম বা যাদের সহীহ ইসলাম সমন্ধে ধারণা কম তারা কখনোই জঙ্গিবাদ সপোর্ট করে না। সংখ্যা গরিষ্ঠতার দিক থেকে এই সংখ্যাটই বেশি। ( বেশিরভাগ মুসলিমই সহীহ ইসলাম পালন করে না বা সঠিক ইসলাম জানে না। দুনিয়ার সমস্ত ইসলামি চিন্তাবিদদের এটাই অভিমত। ) ;)
যারা সহীহ ইসলাম জানে আলেমরা বা ধর্মান্ধরা কি জঙ্গিবাদ সপোর্ট করে?
এর উত্তরও হচ্ছে না? আপনি তাদের পেটের মধ্যে বোম মারলেও তারা কখনও স্বীকার করবে না যে তারা জঙ্গিবাদ সাপোর্ট করে। উল্টো তারা আপনাকে জঙ্গিবাদের সংজ্ঞা শিখাবে। বর্তমান এই পৃথিবীর কোন জাতিই সরাসরি জঙ্গিবাদ সাপোর্টের কথা স্বীকার করে না। প্রকৃতই সহীহ ইসলামবাজরা জঙ্গিবাদ সাপোর্ট করে কি না? এজন্য আপনি তাদের সাথে ঘনিষ্ঠ হয়ে উঠাবসা শরু করুন, তাদেরকে বন্ধুরুপে গ্রহণ করুন। তাহলেই তাদের মনোভাব বুঝতে পারবেন। আর পার্থ্যক্যটা নিজ চোখেই দেখে নিন। :D
মূল কথা: যারা সহীহ ইসলাম বুঝে না তরা কখনোই জঙ্গিবাদ সাপোর্ট করে না। আপনি যত বেশি সহীহ ইসলাম চর্চা করবেন তত বেশি জঙ্গিবাদ বৃদ্ধি পাবে, দ্যাটস ইট


বোধ সম্পন্ন ব্যক্তিবর্গের জন্য আমার এই কমেন্টিতে রয়েছে স্পষ্ট কিছু নিদর্শন। ;)

পরিবেশে আপনাকে একটা জিহাদী গান শুনিয়ে দেই। গানটি শুনে আপনার শরীরে পশম যদি না দাাঁড়ায় আপনার রক্ত যদি টগবগ না করে তাহলে বুঝতে হবে ইসলামের প্রতি আপনার কোন ভালবাসাই নেই। আপনি একটা নাস্তেক!! X(( ইহুদী নাসাড়াদের দালাল :P

০৪ ঠা জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:২৩

লেখক বলেছেন: কোথায় রে সেই বীর মুসলমান?
যদি মুসলমান হয়ে থাকেন তাহলে এই গানের কথা অনুযায়ী আমল করুন।

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:৩৫

লেখক বলেছেন: খাইসেরে!!! :-< বিশিষ্ট ইসামি বিশেষজ্ঞ মহামান্য @মোটাপেট, থুক্কু মেটাফেজ :`> আমাকে নিয়ে সিরিজ পোস্ট শুরু করেছেন। এইবার আর আমার রাক্ষা নাই নাস্তানাবুদ করেই ছাড়বে। =p~ তিনি আমার বিরুদ্ধে ফেরেশতা লেলিয়ে দিছেন মনে হচ্ছে। আমি কোথায় কি কমেন্ট করব আমার যাবতীয় অনলাইন কার্যক্রমের হিসেবের খাতায় তুলে রাখবেন ফেরেশতারা। B:-)

@মোটাপেট, থুক্কু মেটাফেজ কে বলছি, আমার বিরুদ্ধে সিরিজ পোস্ট করুন আর যাই করুন। বাংলার মানুষ আমার পক্ষেই থাকবে- এনশাআল্লাহ। এই বাংলার মানুষ শ্বান্তি চায়, বাংলার মানুষ জঙ্গিবাদের নস্যাৎ চায়। জঙ্গিবাদের বিরুদ্ধে ঘরে ঘরে দূর্গ গড়ে তোলো। B-) বাংলার শ্বান্তিপ্রিয় মানুষ সত্য জানতে চায়, তারা অন্ধকার থেকে মুক্তি পেতে চায়। বাংলার মানুষ আমার পক্ষেই আছেন তার প্রমাণ আমার কাছে রহিয়াছে। আপনার মত বিভ্রান্ত কিছু মানুষের জন্য তারা হয়ত সরাসরি আমার পোস্ট লাইক দিতে পারে না আমার পক্ষে মতামত ব্যক্ত করতে পারে না। আমাকে বন্দি করে রখার পারেও আমার প্রতিটি পোস্টে তাদের নিরব সমর্থণ জানান দিয়ে যাচ্ছেন। :D এ জন্য বাংলার জনগণের কছে আমার কৃতজ্ঞতার অন্ত নাই। !:#P
বাংলার মানুষ যে আমার পক্ষেই আছেন তার প্রমাণ হচ্ছে এই নিচের এই ছবিটি।


হে হে B-) আমার সবগুলো পোস্ট নিজ চোখেই দেখে নিন। তারা সরাসরি আমার পোস্টে লাইক দিতে না পারলেও ফেসবুকে লাইক,শেয়ার করে আমার পক্ষে নিরব সর্থন জানান দিয়ে যাচ্ছে। :)
হে সামু কর্তৃপক্ষ আমাকে একবার মুক্ত করেই দেখুন না ( আমার লেখা প্রথম পাতায় প্রকাশের অনুমুতি :) ) আমি ধ্বংস করিব যাবতীয় মিথ্যা আর অন্ধকার। আর তা যৌক্তিক উপায়েই, মুক্তমনারা,উগ্রতা পছন্দ করেন না।
ইতিমধ্যে আমাকে 'জঙ্গি দমন কমিটি' ( জদক) এর প্রধান করা হয়েছে। :)
সবাই দলে দলে 'জঙ্গি দমন কমিটি' (জদক) তে যোগ দিন। view this link
জয় বাংলা।

৬. ০৫ ই জুলাই, ২০১৬ রাত ২:৪৩

সবুজ আমস্ট্রং বলেছেন:


-


আপনে ব্যানড কেন? নাস্তিকতার জন্য ব্যানড হৈসেন বৈলেন না আবার, এই কারণে সামুতে কেউ আজপর্যন্ত ব্যান খায় নাই।

মেটাফেজের কাহিনী কি বুঝলাম না, আর আপনের কমেন্ট আরও বিভ্রান্তিকর হের ব্যাপারে। পয়লা হেরে ডাক্নেন জঙ্গির সমর্থক পরের কমেন্টে কৈলেন হে প্রাকটিসিং মুসলমান না, দুইটা একসাথে কেমনে সম্ভব? উদাসীরে খুব ভাল কৈরা চিনি আমি, আজাইড়া ফাল পারনের লোক সে না। আপনের সাথে উদাসীরই বা লাগল কেন?

০৫ ই জুলাই, ২০১৬ ভোর ৪:৫৪

লেখক বলেছেন: আমার উপরের কমেন্টগুলো একটু ভাল করে পড়লেই বুঝতে পারতেন কেন তাকে জঙ্গির সমর্থক বলা হয়েছে আর তা সে নিজেই প্রমাণ করছে যে সে জঙ্গির সমর্থক। নিচে দেখুন

যদি সত্যবাদী হয়ে থাকেন,অন্ধকারের অনুসারী না হয়ে থাকেন, মানুষকে বিভ্রান্তকারী না হয়ে থাকেন, ভ্রান্তবাদে বিশ্বসী না হয়ে থাকেন, জঙ্গীবাদের সমর্থক গোষ্ঠি না হয়ে থাকেন, প্রকৃতই যদি শ্বান্তিকামী হয়ে থাকেন তা হলে আমার এখানে কমেন্ট করে আমাকে বুঝ দান করুণ
প্রাকটিসিং মুসলমান না, অথচ জঙ্গির সমর্থক - এটা কিন্তু আসলেই যায় না। :D কিন্তু সে তার আচরণ দ্বারা প্রামাণ করছে। আর তার প্রমাণ উপরের কমেন্টগুলোতেই রয়েছে।

আপনার মন্তব্যে বাধিত হইলাম :)
কিন্তু আপনি তালগোল পাঁকিয়ে ফেলসেন. পূর্ব পরিকল্পিত মন্তব্য দেখেই বুঝা যাচ্ছে =p~ পোস্টটি আবার ভাল করে পাঠ করুন উদাসী ভাইয়ের সাথে আমার লাগতে যাবে কেন?
মেটাফজ, ওই যে পেটমোটা মেটাফজ তার সাথে আমার লাগছে।

৭. ০৫ ই জুলাই, ২০১৬ দুপুর ১২:১১

সবুজ আমস্ট্রং বলেছেন:


-


আপনার রিপ্লাই পৈড়া না হাইসা পার্লাম না। আপনে যে আসলেই নতুন ব্লগার আর ব্লগের পুরান কিচ্ছা কিছুই জানেন না ভালই বুঝা যায়। মেটাফেজের পোস্টেও কমেন্ট কর্সিলাম, এখনও রিপ্লাই দেয় নাই। ঐ নিকের সব কাজকাম ফলোআপ কর্লে সহজেই বুঝা যায় নিকটা কাদের। আপনে বোকার মত অন্তত পঞ্চাশভাগ সেইমসাইড কর্তাসেন আর সেইটারে কভার দেওয়ার জন্য আরও হাস্যকর বানাইতাসেন নিজেরে। আমার আর কিছু বলার নাই আপনারে।

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:০৩

লেখক বলেছেন: হয়!! হায় !!!! :-< বলেন কি এসব!! |-) সত্যি নাকি?
আমি তো আরও আমার আইডি ব্যন থেকে রাক্ষার জন্য উদাসী কে দায়িত্ব দিসি। তাহলে এখন উপায়? :(
যাই হোক উদসাী ভাই একজন ভদ্র লোক, এবং তাকে আপনিও ভাল করে চিনেন। ;) আর তাই এ ব্যাপারে আমি আর ঘাঁটাঘাটি করতে চাচ্ছি না। আল্লাহ পাক বলেছেন, তোমরা অন্যের দোষ ক্রুটি ঢেকে রাখ তাহলি আমিও তোমার ছোট ছোট গুনাহ মাফ করিয়া দিবো।
আর উদাসী ভাই যদি যদি এ কাজ করেও থাকেন তাহলেও দোষের কিছু দেখি না। একজন মানুষের দুই,তিনটা আইডি থাকতেই পারে।
আমি এ পোস্টে শুধু মেটাফজেরই জবাব দিব।
কষ্ট করে এত তথ্য জোগাড় করে দেয়ার জন্য ধইন্যা :)

৮. ০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮

রূপক বিধৌত সাধু বলেছেন: জামাত কিংবা ধর্মান্ধদের ছদ্মবেশ না ধরে নিজে যা বিশ্বাস করেন, সে অনুসারেই মন্তব্য করুন, পোস্ট দিন ।

০৫ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

লেখক বলেছেন: অভিনয় করতে গিয়ে বিপদে পইরা গেসিলাম ভাই :-P
তবে একট ব্যাপারে আমি নিশ্চিত- আর তা হচ্ছে ধর্মের ওই কালো মুখোশ পরে আমার অভিনয়টি চমৎকার হয়েছে B-) আমি যে এত সুন্দর অভিনয় পারি আগে জনতাম নাতু :P
ধর্মন্ধরা কেমন বিরক্তিকর তা আমি ওই চরিত্রটির মধ্যে দারুণ ভাবে ফুঁটিয়ে তুলেছি। ( যদিও ধর্মীয় অনুসারে তা সঠিক )
আশা করি মানুষ পার্থক্যটা নিজ চোখেই দেখত পাবে।
জঙ্গি ধরার কৌশল নিয়ে এইমাত্র একটা পোস্ট দিসি, সময় হলে একটু দেখবেন। শিঘ্রই আসছে পরবর্তী জঙ্গি হামলা!!! :-< এবং তার প্রতিরোধ ব্যবস্থা।

আমার কথা একটাই- যে যেত বেশী সহীহ ইসলাম চর্চা করবে সে ততবেশী জঙ্গি হবে। আমার উপরের কমেন্টগুলোতে রয়েছে তার স্পষ্ট নিদর্শন। ;)

৯. ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:২৬

উদাসী স্বপ্ন বলেছেন: মুস্কিলে পড়লাম দেখি। মেটাফেজ আমার নিক হইতে যাইবো কুন দুঃখে। আমার আরেকটা নিক আছে নাম ব্লাডি ডে, যার পাসওয়ার্ডও আমি ভুইলা গেছি। আর মি গত ২ দিনের বেশি সামুতে ঢুকিই নাই। এই গরম ২০-২১ ঘন্টা রোজা রাইখা দুই তিনটা নিক বানাইয়া বোলগানির এনার্জী আর টাইম কুনো টাই নাই। আর যেই টপিকে লেখি আমার মনে হয় না কেউ এইসব টপিকে লেখে। তাইলেই তো বুঝন যায় ঐটা আমার নিক না।

ধুরু ক্যাচাল!!!

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:০৭

লেখক বলেছেন: অনেকদিন পড় আপনাকে দেখলাম, কেমন আছেন আগে তাই কন? ঈদ মোবারক। !:#P



আর এসব দুষ্টু লোকের কথায় কান দিতে নেই। ওই আইডি যদি আপনার হয়েও থাকে তাতে দোষের কিছুই দেখি না।
আমার কাথ হচ্ছে যে আইডির সাথে ঝগড়া লাগবে শুধু সেই আইডির সাথে ঝগড়া করব, কোন ব্যক্তির সাথে না। আর আপনার এই আইডির সাথে যদি কোনদিন ঝগড়া লাগেই যায় তাহলে ঝগড়া করব সমস্যা কি? ঝগড়া থেকেই তো ভালা কিছু উঠে আসে। :D
আজকে নতুন কোন পোস্ট দিবেন নাকি? না ঈদ নিয়ে ব্যাস্থ?
আমি আজকে একটা নতুন পোস্ট দিসি, শিঘ্রই আসছে পরবর্তী জঙ্গি হামলা!!! :-< এবং তার প্রতিরোধ ব্যবস্থা। সবাই তো ঈদ নিয়ে ব্যস্ত কি আর করা ওই পোস্টে আহেন আমি আর আপনি একটু ঝগড়া করি। :P

১০. ০৫ ই জুলাই, ২০১৬ রাত ১০:৫৪

কুব্বত আলী বলেছেন: আস্তে আস্তে উদাসী সপ্ন ভাই,, নিচের ছবিটা দেখলেই বুঝতে পারবেন , যে কার ব্রেন উয়াশ কে কখন কিভাবে করছে নিচের ছবিটাই এই মিডিয়ার জগতে সবচেয়ে বড় প্রমান,, এইসব ধাপ্পাবাজ মুক্তমনা লেখক হুদাই উস্কাই, অযথা ক্যাচাল লইয়া আহে,,

০৫ ই জুলাই, ২০১৬ রাত ১১:২৪

লেখক বলেছেন: বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ মি: কুব্বত আলী আমাদের মাঝে চলে এসেছেন। এবার তিনি তার হাবা হাবা বক্তব্য দ্বারা আমাকে কুপকাত করেই ছাড়বেন। :-B আর অমি ভীতু হইলাম B:-)


আল্লাহ তায়ালা কুব্বত আলীকে অশেষ নেকী দান করুন- আমিন।
কুব্বত আলীর কাজের কিছু তরজমা করি- কুব্বত আলীর কাজ হচ্ছে আমার দেয়া ছবি নিয়ে সেই ছবিকে বহুত কষ্টে এডিট কইরা তারপর আবার আমাকেই ফেরৎ দেয়া। পূর্বেও সে এই কাম করসে। নতুন কিছু করার জ্ঞান আল্লাহ পাক উনাকে দান করেন নাই। =p~
কিছুদিন আগে মি: কুব্বত আলী উনার পোস্টে আমাকে আসিফের শিষ্য বানাইয়া দিল। পড়ে আমি যখন আসিফকে থাবড়ায় চাপা টাল করে দিলাম। এখন আবার আমাকে অভিজিত রায়ের শিষ্য বানাইয়া ছাড়ছে। :P
এই গুরু শিষ্যের ধান্দা যে এদের মাথা থেকে যায়ই না!! :-/ এদের কখনোই বুঝানো যায় না যে মুক্তমনাদের কোন গুরু নেই তারা কোন গুরুর স্তুতি করেও না। মুক্তমনাদের গুরু হচ্ছে তিনটি আর তা হল: প্রকৃতি,সত্য,এবং বাস্তবতা। এই তিনটির বাইরে মুক্তমনাদের কোন গুরু নেই ইহা তাকে কোন মতেই বুঝানো যাবে না। কারণ তিনি পেয়ারা গুরুজীর নেশায় বিভোর।
আল্লাহ তায়ালা: কুব্বত আলীকে সত্য বুঝার তৌফিক দান করুন-আমিন।

১১. ০৬ ই জুলাই, ২০১৬ রাত ২:২৩

কালনী ছাগু বলেছেন: খুবই ভাল উদ্যোগ নিয়েছেন ভাই আমার। জামায়াতে এসলাম জঙ্গির রাজনীতিতে বিস্বাস করে না। জাঝাকাল্লাহ খায়ের।

১৬ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:৪৮

লেখক বলেছেন: জাঝাকাল্লাহর- আল্লাহ পাক আপনাকে উত্তম সহকারে ঝাঝা দান করুন- আমিন :)

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শয়তান ও রাজনীতিবিদ !

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৫৬


এক মন্ত্রী মৃত্যুর পর পরজগতে গেলো। দুনিয়ায় তাঁর কিছু ভালো কাজ থাকার কারনে সৃষ্টিকর্তা তাকে ক্ষমা করে জান্নাতে জায়গা দিলেন।সে যখন জান্নাতে ঢুকবে, তখন ফেরেশতারা তাকে বলল,"জান্নাতে তো কিছু সৌন্দর্যবর্ধনের... ...বাকিটুকু পড়ুন

শাহ সাহেবের ডায়রি ।। সিথী

লিখেছেন শাহ আজিজ, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫০



এই মহিলা পুরা ফেসবুকের রিল খাইয়া... ...বাকিটুকু পড়ুন

'কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ বিকাল ৪:৫৫

বই রিভিউ
‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’
রুপক বিধৌত সাধু

বরাবরের মতোই এবারের একুশে বই মেলা থেকে অনেক বই কিনেছি। ইচ্ছে ছিল ব্লগার বন্ধুদের বইগুলো পড়ে ছোট করে হলেও পাঠপ্রতিক্রিয়া শেয়ার করবো।... ...বাকিটুকু পড়ুন

জাতীয় নাগরিক পার্টি গুছিয়ে কথা বলে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ৯:২৯



আজ আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির নেতারা গুছিয়ে কথা বলে। তারা বলছে তারা ভারত পন্থী ও পাকিস্তান পন্থী রাজনীতি করতে দেবে না।এসময়ে ভারত বিরোধী ও পাকিস্তান বিরোধী রাজনীতিও... ...বাকিটুকু পড়ুন

ভারত- পাকিস্তানপন্থী রাজনীতির ঠাঁই নাই বাংলাদেশে.....

লিখেছেন সৈয়দ কুতুব, ২৮ শে ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১০:৫০


এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম। ইহা তো বাঙালির প্রাণের কথা ! ভারত ও পাকিস্তান আমাদের কে ছোট ভাই মনে করে কুবুদ্ধি দিয়ে বিপথগামী করতে চায়।... ...বাকিটুকু পড়ুন

×