কহেন কালপুরুষ
যে হৃদয় বিক্ষুব্ধ ছায়াপথ উর্ণনাভ জালে
বুনে গেছে জ্যোতিষ্ক পাপ লহরী...
আমার চোখে সে শীতলমস্তিক হন্তারক~
বঞ্চিত করেছে তোমায় চন্দ্রিমাকুমারী..
সে সূর্য নক্ষত্র নয় যে আলো উবলে যাবে
তোমার আঁচলে দিবারাত্রির পালা...
তবে কেন খুঁজেছ তাকে পূর্ণশশী যৌবতী বালা..
প্রেম কি ইন্দ্রধামে বংশী হাতে বৈষ্ণব কিশোর কালা?
প্রেম কি বিশ্বামিত্র উর্বাশা সখি, রুনুঝুনু ঘুংগুর..
প্রেম কি নক্ষত্র ডালিতে নীহারিকাসম আঙ্গুর?
ফিরে যাও চন্দ্রিমা..
ফিরে যাও তোমার নীহারিকাপুঞ্জে..
কাল স্বাক্ষ্য, এই নক্ষত্ররাজি মজে ছিল মদিরা কুঞ্জে...
প্রেমেজর্জর আকাশগঙ্গা বিলিন হবার কালে....
তাই এই আহুত কলির কালে অজস্র চন্দ্রশাবক ভালে..
মিথ্যে জোছনা খোঁজে নক্ষত্র প্রেমরোগ...
ওরা ভুলেছে অবিনশ্বর আলোক গতি..
আদিত্য রশ্মিরেখার সরলপথের নীতি...
ক্রমেই তাদের ছায়াহীন মেকি আলোর খেলায়
অভিশপ্ত এই গোলক নক্ষত্রে ধেয়ে আসে ধ্বংস ...
ও প্রেম নয়, তুমি ভুলে যেও.. মনে রেখো না...
মহাকাল স্বাক্ষ্য ওদের নক্ষত্র বিলীন..
আমি জানি, নক্ষত্র নারীজন্ম কত কঠিন..
তাই এই আকাশগঙ্গায়
উর্বশীদের খোঁপার ফুলে নক্ষত্র গুঁজে
আমিই কল্পিত প্রেম ভ্রমর...
মুখে মধু কিংবা বিষ
হাতে ধনুর্বাণ পামর..
রুখে দেব সকল পাপের গোলক নক্ষত্র ...
অস্তিত্ব রবে কি রবে না জানি না
শুধু জানি আমি নীহারিকা
কিংবা রংধনু ধূমকেতু ...
কালপুরুষ কালকেতু..
আমি, হ্যা আমিই আদিতম নক্ষত্রপুত্র
শুধু বিশ্বাসী নিঊটনের গতির তৃতীয় সূত্র..
সর্বস্বত্ব সংরক্ষিত
....
...
..
..
..
ফেবুতে লেখাটি কার্টেসীবিহীন কপি ও নিজেকে লেখক বলে দাবী করা হলে সেই আইডিকে রিপোর্ট করে ড্যামেজ করা হবে। উল্লেখ্য, লেখকের ফেবু আইডিতে লেখকের কোন কবিতাই শেয়ার করা হয়নি! শুধু একটি কবিতা শেয়ার করা হয়েছে! প্রায় দুবছর আগে!