ব্যাবচ্ছেদঃ ৩৮- এ সময় আমার নয়
এসময় গুলিস্তাঁদের নয়,
এসময় কড়া পারফিউম মোড়ানো রগরগে বিজ্ঞাপন
সারমেয় বুকে জিমনেশিয়াম
হলহল করে বেড়িয়ে আসা মাংসপিণ্ড দংগল..
কিংবা অপরিচিতার অনাবৃত নরম স্তনে।
প্রচন্ড রোদে পুড়ে যাওয়া রোমিওদের বুকপিঠে
ঘামের খুশবু যে প্রেমকাব্য,
জুলিয়েটের তীব্রতর রুদ্ধশ্বাসীয় নিশ্বাস, সে ইন্দ্রিয় কই?
এসময় আছে গালিবের শায়েরী ফিকে হয়ে
কিছু ওমাগলীয় স্পট... বাকিটুকু পড়ুন