তোমাদের কোলাহলে আজও কান পেতে শুনি
কত স্বরলিপি প্রেম সুর ।
কপোত কপোতীর ভালবাসার কফি নিয়মিত
রেস্তোরার টেবিলে নৃত্যরত মত্ত মাতাল চূর।
প্রতিটি কৃষ্ণচূড়ার গালের রক্তিম লালে
সজ্জিত ললনার ভিড়ে মুখরিত কোলাহল।
খুজে দেখি তোমার কাঁচের চুড়ি
এদিক সেদিক আলুথালু চুলো পাগল।
ভ্রমরজোড়া কালোচোখে রঙিন
স্বপ্ন প্রেম স্বর্গের আশা
মরীচিকার মত দেয়নি ধরা
হায়রে অবুঝ ভাষা।
গুনে গুনে ঘাসের পাতায়
ভোরের শিশির বিন্দু
একটু আশা তবুও যদি
ধরা দেয় মোর ইন্দু।
হারিয়ে যাওয়া তিনটি পদ্ম
স্রোতে ভেসে বহুদূর
তাই তোমাদের কোলাহলে খুজি
হারানো প্রেমের সুর ।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ বিকাল ৩:২৬