কুয়াশার দিন
কোন রীতিগত ছন্দে,
আমায় ডাকো নিরানন্দে,
আছি ভাল কি মন্দে,
তার আর জানবে কী!
আমি যাচ্ছি সরে দূরে,
তুমি শুনছো ঘুম ঘোরে,
যে অভিমান গেছে ফুরিয়ে,
সে আর জমবে কী!
বোবা তর্ক নিজের সাথে,
চোখ ব্যস্ত জল লুকাতে,
যে কথা ফুটেছিল প্রভাতে,
সে আর বলবে কী!
একা নয় আমার ঘড়ি,
তার সঙ্গী চাঁদের বুড়ি,
গল্প লিখছে যে ডুবুরি,
সে আর ডুববে কী!
ভাল থেকো,... বাকিটুকু পড়ুন