somewhere in... blog

আমার পরিচয়

রাওয়াহা (রাঃ) কবিতার/আবৃত্তি শুনতে চাই কন্ঠে আপনার/খানসা (রাঃ) এর মতন / চাই শোনাতে / হে প্রিয় রাসূল পেতে চাই স্হান/সেই আসরে জান্নাতে।

আমার পরিসংখ্যান

আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

# মূল্য

লিখেছেন Salina Alam, ১৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৫

ফ্রী তে কিছু বিকোয় কি
তোমার একটা মূল্য আছে
ফ্রীর জিনিস দামী হলেও
নিম্ন মানে তুল্য গেছে।

ভালোবাসা পাওয়াও যায়না ফ্রী
বাচ্চাও বোঝে ,ওয়ান, টু, থ্রি।
নিতে হলে দিতে হবে
এই কথাটা কে বোঝাবে?
মূল্যহীনে করেনা কদর
দেখিয়ে দেবে রাস্তা সদর।

নিজেকে মূল্য দিতে শেখো
বাসবে ভালো তখন দেখো।
মূল্য দিয়ে কেনা জিনিস
করবে না আর ইনিস পিনিস।

কর্ম বলো,... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬ বার পঠিত     like!

# মনের অভিলাষ

লিখেছেন Salina Alam, ১৪ ই নভেম্বর, ২০২৪ সকাল ৯:২৯

আমি চাই যেতে
কুদুসের দেশে
বুক ভরে চাই নিতে
শেষ নিশ্বাসটুকু
সেখানের বাতাসে।।

মা হয়ে, বাবা হয়ে,
ভাই-বোন, বন্ধু হয়ে
চাই দাঁড়াতে
সেই সে মাটিতে
তাদের কাছে গিয়ে।
এতিম সেই সব শিশুদের পাশে
ভালোবেসে।।

মনে অভিলাষ জাগে
যাই সেথা চলে
তুলে নিতে কোলে
হাতখানি মাথে রেখে
বলি, নাই ভয়,
শীঘ্রই আসছে বিজয়;
শহীদেরা করছে দোয়া
জান্নাত থেকে।।

আমিও রবো
তোমাদের পাশে;
প্রিয়জন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২ বার পঠিত     like!

# প্রত্যাশা

লিখেছেন Salina Alam, ০৫ ই নভেম্বর, ২০২৪ রাত ১০:০০

এক বিধ্বস্ত জীবন জাহাজের নাবিক
ভাংগা মাস্তলে চলেছে দাড় টেনে একাকী
খুঁজে ফেরে হারানো সংগী- সাথী।
জীবনের এই ঝন্ঝা বিক্ষুব্ধ সাগর
বিপদ- সংকুল পথ পাড়ি দিয়ে
ভীত চিন্তিত সে
কিভাবে পৌছাবে গন্তব্যে
জান্নাতে।
তবে মনে আশা জাগে
এই কথাতে;
আশা ও ভয়ের মাঝে
রয়েছে ঈমান।
যদিও এক নাম তোমার
আছে আল কাহহার
তবুও গফুরুর রহিম তুমি
রব্বুল আ'লামীন,অন্তর্যামী
নাম... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪ বার পঠিত     like!

# তিলাওয়াতে কোরআন

লিখেছেন Salina Alam, ০৪ ঠা নভেম্বর, ২০২৪ রাত ১:৩১

তোমাদের একটি গল্প শোনায়
বানানো কোন ঘটনা নয়।

এক সাহাবী রাদিআল্লাহু আনহুর
জীবনের সত্যিকারের গল্প;
হয়তোবা শুনেছো তোমরাও এটি
মনে আছে অল্প-সল্প।

আমাদের প্রাণ প্রিয় নবীজী
হযরত মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ;
তাঁর একজন সাহাবী ছিলেন,
উসায়দ ইবনে হুজাইর (রাঃ) যার নাম।
বলেন তিনি তার নিজের ভাষায়,
হাদিসে কমবেশি যেমনটি পাই বর্ণনায়।

একদিন তিনি তাঁর ঘোড়ার
আস্তাবলে বসে ;
কোরআন তিলাওয়াত... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

# নিখাঁদ

লিখেছেন Salina Alam, ০২ রা নভেম্বর, ২০২৪ রাত ১১:১০

কেউ কেউ অনেক পড়াশোনা
করে গবেষনা
তবে মা*স্টার মা*ই*ন্ড হয়;
আর কত কত জন পরি*কল্পনা,
কোন চিন্তা ভাবনা
ছাড়ায় ব*ন্দু*কের সামনে বুক পেতে দিতে
করেনা কোন ভয়।
আরো কত অশিক্ষিত দু- কলম
জানে কিনা কে জানে
র*ক্তা*র্ত হয়ে রা*জপথে
ঘুমিয়ে পড়ে আনমনে।

ভেবে-চিন্তে নয়; কিন্তু মাটির টানে
স্ব*দেশের প্রতি ভালোবাসা
আর দেশ*প্রেমের জন্যে।

-----RabAh ✍️
---অক্টোবর -- ২০২৪ইং বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪ বার পঠিত     like!

# সালাম

লিখেছেন Salina Alam, ৩১ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৫২

**সালাম দেওয়াতে এখনই সতর্ক হন

১.স্লামালাইকুম ❌
অর্থ : উটের নাড়িভুঁড়ি আপনার জন্য (আস্তাগফিরুল্লহ )

২.আসসালামালাইকুম ❌
অর্থ : আপনার মৃত্যু হোক ( আস্তাগফিরুল্লহ )

৩.স্লামালিকুম ❌
অর্থ :আপনার উপর গজব হোক (আস্তাগফিরুল্লহ )

সেলামালাইকুম ❌
•আসলা মালিকুম ❌
•> যার অর্থ শান্তির পরিবর্তে গজব, অশান্তি কিংবা শাস্তি কামনা করা হয় ।

আবার উত্তর দেয়ার সময়ও শোনা যায় ভুল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

# পরিচিতি

লিখেছেন Salina Alam, ৩০ শে অক্টোবর, ২০২৪ রাত ১:২৫

ইসলাম কে আমরা চিনি
পাশের ফ্লাটের আপা হিসাবে।

তার দেশের বাড়ি,ঠিকানা,
পরিচয় আধাআধা জানি।
মাঝে মাঝে বিকেলে বা সন্ধ্যায়
কখনো চায়ের আড্ডায়;
দু-চারটে এদিক- সেদিকের
গল্প করার মতো;
কোরআন থেকে
কিছু কিছু তেলোওয়াত করা।

বেশিরভাগ মুসলমানদের
কমই হয়ে থাকে সম্পর্ক কোরআনের
সাথে প্রগাঢ় ভালোবাসার।
নবিজী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর
জীবনী সম্পর্কেও নই ওয়াকেবহাল;
ইসলামের অন্যান্য বিষয় তো বহুত দূর,কাল।

ইসলাম কি ও কেন,এর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯ বার পঠিত     like!

# রবের কাছে

লিখেছেন Salina Alam, ২৯ শে অক্টোবর, ২০২৪ রাত ২:১৯

আমি আমার রবের কাছে
হেদায়েত চাই আমার জন্য।
আমার পরিবার,আমার সন্তানের জন্য।
আমি হেদায়েত চাই আমার আহাল,মহল,নছলের জন্য।
আমার প্রতিবেশী জন্য,
আমার আত্মীয়, বন্ধু, দেশবাসীর জন্য ।
আমি হেদায়েত চাই সমস্ত মুসলিম উম্মাহর জন্য।
আমি হেদায়েত চাই সমগ্র বিশ্বের মানুষের জন্য
এবং জিনজাতির জন্যও।
কারন কেউ- ই জাহান্নামের আগুন
সহ্য করতে পারবেনা।
আর ইবলিশ তো অহংকার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৮ বার পঠিত     like!

# হও অনুগত

লিখেছেন Salina Alam, ২৮ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৫১

হও যদি তুমি তোমার রবের
ও মা-বাবার অনুগত
তবে তোমার সন্তানও হবে
তোমারো বাধ্যগত।।

বাধ্যগত তুমি কেন হবে?
তোমার রবের নির্দেশ
না যদি হও তুমি; তবে
দুনিয়া আখেরাত সবশেষ।।

মাতাপিতার মত দুনিয়াতে
কেউ দরদী হয়না
মেকি দরদ দেখাতে গেলেও
বেশিদিন তা রয়না।।

রবের পরে তিনিই তাদের
স্হান দিয়েছেন
শুকরিয়া স্বরুপ তাইতো তিনি
এই দোয়া শিখিয়েছেন।।

সদা সর্বদা এই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪ বার পঠিত     like!

# কালের সাক্ষী

লিখেছেন Salina Alam, ২৫ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:১২

মহেঞ্জোদারো! নাম শুনেছো,
সোনারগাঁও, পানামাও ঘুরে এসেছো।
বুড়ি গঙ্গার তীরে আহাসান মন্জিল
লালবাগের কেল্লা;বেশি দিনের কথা না;
ইতিহাসের পাতা, শিহরিত হয়ে ওঠে গা।

রংপুরের রাজবাড়ীতে ঘুরতে ঘুরতে
পৌঁছে যায় পেচানো সিঁড়ি ধরে
চিলেকোঠার ঘরে,
কল্পনায় ছায়ারা ঘোরাফেরা করে।

দীঘাপতিয়া,বগুড়ার মহাস্হান গড়
কত কত শান,শওকত,প্রতিপত্তি
একদার সৌর্য,বীর্য, অহংকার।
একদিন একদল মানুষের,
আমার মত,তোমার মত।

কতশত স্মৃতি বুকে ধারন করে
দাঁড়িয়ে আছে,
ইট,সুরকীর দেয়ালে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬ বার পঠিত     like!

ভালোবাসার সবুজ বিস্তৃতি

লিখেছেন Salina Alam, ২৩ শে অক্টোবর, ২০২৪ রাত ১:১০



গতকাল দেখলাম তোমাকে
হঠাৎ স্বপ্নের ভিতর
অস্পষ্ট ভাবে শুধু মনে পড়ে
মায়াবী চোখের চাহনী টুকু।
কি ছিল সেই চাহনীতে
বিদ্ধ করার মতো কি কিছু।

অনন্তর নিঃসঙ্গ আমাকে
পূর্ণ করে দিলে।
স্বপ্নীল আবেশে মু'দে এসেছিল আঁখি।
সন্ধ্যার গাঢ় অন্ধকারে পাশাপাশি
তুমি আমি।

চঞ্চল প্রজাতির মতো নেচে উঠেছিল হৃদয়।
বুঝি পারোনি বুঝতে সেই হৃদয়ের গান।
সেতো শুধু বোধহীন স্বপ্ন ছিল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

#হৃদয় অনাবিষ্কৃত ভূমি

লিখেছেন Salina Alam, ২১ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০০

হৃদয় এখনো অনাবিষ্কৃত ভূমি,
উদভ্রান্ত দৃষ্টির সীমাহীন শুন্যতায়
অনন্ত জিজ্ঞাসা।

মধ্য রাত্রির মরা জোছনায় টহলরত প্রহরীর
বাঁশি আর পদশব্দে জেগে ওঠা,
মনে জাগরিত প্রশ্ন!
কে তুমি? তুমি কোথায়?

সুচেতা!সুদূর প্রবাসে অবস্থান রত
এখনো কবি মন তোমার স্মৃতিতে মগ্ন।
স্মৃতিচারনায় ব্যস্ত কোন অসতর্ক মুহূর্তে
উঠে আসে হয়তো-বা দীর্ঘশ্বাস।

মনুষ্য মনের ক্ষুদ্র ক্ষুদ্র চাওয়া-পাওয়া
সুখ - দুঃখ, হাসি-কান্নার... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২ বার পঠিত     like!

"রাহাবার"

লিখেছেন Salina Alam, ২০ শে অক্টোবর, ২০২৪ ভোর ৬:১২

ইস*মাইল, ইয়া*হিয়া সিনাও* য়ার
শতকোটি শ্রদ্ধা ও ভালবাসা তব তরে
হে প্রিয় রাহাবার।

সকাল, দুপুর গড়িয়ে বিকেল হয়
ফের সন্ধ্যা নামে;
সারাদিনের ক্লান্ত শরীরে বিছানায়
আশ্রয় নেয় নিশ্চিন্ত ঘুমে।

প্রকৃত নিশ্চিন্ত ঘুম হবে
একদিন নিশ্চিত , সেদিন তবে --
মৃত্যু তো নির্ধারিতই, জন্মেছি যবে!

সকাল সন্ধ্যা অন্তরে এই তামান্না
যদি জাগরুক থাকে, তবে ভয় নেই ;
মুমিনের একমাত্র আকাংখা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৩ বার পঠিত     like!

# দোয়া "মা"তোমার জন্য

লিখেছেন Salina Alam, ১৮ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২০

চব্বিশের সেই দিনগুলিতে
অনুভব উপলব্ধি নিজেকে।

আমার একটা অসুখ হয়েছিলো
খুব খারাপ একটা অসুখ;
অসুখের নাম ছেলে।
আজকে এই সময়ে এসে
অসুখ টা সেরে গেলো;
মনটাও গেলো বদলে।

ছেলে কি সকলেই হয়?
এখন তো কতো ছেলে
নিজেরে মেয়ে কয়!

সেজে গুজে শাড়ী চুড়ি পড়ে
ঠোঁট লাল করে ঘন্টা ধরে
আয়নায় দাঁড়িয়ে রয়।

কিছুতো গাজা সিগারেটের
ব্যস্ত পয়সা যোগানের।

এমন ছেলের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪ বার পঠিত     like!

# অসুখের নাম "ছেলে"

লিখেছেন Salina Alam, ১৭ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১২



অসুখ হয়েছে আমার!
ভীষন অসুখ!
মনের!

যাদের ছেলে সন্তান নেই,তাদের অনেকের ছেলে সন্তানের জন্য আক্ষেপ থাকে।

আমার আগে কখনো আক্ষেপ হয়নি।
বরং অন্যদের দেখে শান্তি পেয়েছি
স্বস্হির নিঃশ্বাস ফেলে,
আলহামদুলিল্লাহ! পাঠ করেছি;
আমার ছেলে নেই বলে।

তবে ইদানিং একটা ছেলের
খুব প্রয়োজন বোধ করি;
একজন দ্বীনদার মাহরাম পুরুষের।

দেখাশুনার জন্য নয় মাকে।

রিজিক তো আল্লাহ তায়ালায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৬৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ