অবিজ্ঞাত
অশোকের বনে হারিয়ে গিয়েছি
ধূসর বিম্বিসার অন্ধকার।
মেষে ঢাকা জোৎস্না
আর বিনম্র স্তব্ধতা।
আমার সাথে আছে একগুচ্ছ কাশফুল
আর একটি নামহীন কবিতার বই।
পড়নে রংচটা আলখাল্লা
সাথে হাটু গোটানো মোচড়ানো পাজামা।
আমি হেটে চলেছি অজানা পথে
কোথায় চলেছি আমি জানি না।
চেনা অচেনা সব এক কাতারে এসে থামে
এই বিম্বিসার অন্ধকারে।
মেঘ কেটে যায় ধীরে ধীরে
সামনে আসে চন্দ্রধর।
ঝলকে পড়ে শীতল... বাকিটুকু পড়ুন