এখনো অনেক বাকি
পাও নাই, এখনো অনেক বাকি।
এখনো অনেক পথে যেতে হবে তোমার।
এখনো রক্তপিপাসু পাষাণের দ্বারে বন্দী।
সুর্যের আলো কিংবা প্রস্ফুটিত ফুল এখনো দেখনাই।
আর তাতেই তোমার এতটুকু দেমাগ?
ভেবেছ পেয়েই গেছো, না এখনো অনেক বাকি। ... বাকিটুকু পড়ুন

পাখি তো উড়বেই নীলাকাশে
যখন তার ডানা গজিয়েছে উড়বার জন্যই,
মৃতশাবকের জিহব্বায় তো
দোলাগুচ্ছ সবুজের স্বাধ লেগে থাকবেই।
প্রকৃতি যখন যা চায়,
পৃথিবীর আর কটি মানুষের মত
আমিও দ্বিধাগ্রস্থ হয়ে থাকি, ... বাকিটুকু পড়ুন
কত নিকটবর্তী তুমি,সহস্র মানুষের ভীড়ে –
কত পরিচিত মুখ একখানা।
তবু কেন লোকমুখে এত সংশয়, তবু কেন দু হৃদয়
মিশে যেতে এতটাই মানা?
সহস্র বছর পরে সহসা কি হলো বল,
কেন তুমি এত চঞ্চল। ... বাকিটুকু পড়ুন