এখন তোমাকে ভালোবাসার চেয়ে না বাসাই ভালো লাগে
শাফিক আফতাব...............
এখন, এই মধ্যবয়সে স্বপ্ন দেখার চেয়ে না দেখার স্বাদ মধুর __
এখন তোমাকে ভালোবাসার চেয়ে না বাসাই ভালো লাগে,
এখন তুমি কাছে থাকো__তবু যেন মনে হয় কতই সুদূর __
এখন মেজাজ খিটখিটে__ কীসের সে ক্ষোভে আর রাগে ?
সৎ সুন্দর মানুষ মরে ঝরে গেলো,
বেঁচে আছে কামুক ইতর আর দালাল টাইপের কিছু মানবসন্তান,
কলাকৌশলে তারা দেশ আর সমাজ শোষণ করে হাতিয়ে নিলো __
তাদের আবার সত্যের চেয়ে আছে সত্যের ভান।
আমি মানুষকে সুষ্টির শ্রেষ্ঠ মাখলুকাত ভেবে রেখেছি মাথার উপর __
দেখি ঠ্যাং উঁচিয়ে কুত্তার মতোন নির্গত করে ফুটন্তজল,
দেখি তারা পশুপাখিদের মতোন শষ্যের দানা ঢুকে দিচ্ছে পেটের ভিতর __
তাদের সত্য নেই, ন্যায় নেই, আছে মদের বোতল।
এইসব অপকর্মে জারিত হয়েছে আমাদের সাধের সমাজ,
স্বপ্নগুলো উঁবে গিয়ে খিটখিটে হয়েছে তাই আমারও মেজাজ।
০১.১১.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




