somewhere in... blog

আমার পরিচয়

বোধের গহীন জলে।

আমার পরিসংখ্যান

গেন্দু মিয়া
quote icon
প্রকাশিত কাব্য গ্রন্থ:
১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)।
২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)।
৩। ভালোবাসার পদাবলী (২০১২)।
৪। বোধের গহীন জলে (২০১২)।
৫। রাজনৈতিক কবিতা (২০১২)।
৬। জেসিকা (২০১২)।
৭। জেসিকার ভালোবাসা ও মধ্যবিত্তের ম্বরূপ (২০১২)।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

নাগরিক অধিকার ।। শাফিক আফতাব ।।

লিখেছেন গেন্দু মিয়া, ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩

আদিমতা আমাকেও ঘিরে ধরে ; নগরের ছিনতাইকারী বখাটের
মতোন আগলে ধরে পথ ; সঞ্চয়ে যাকিছু আছে নিয়ে পালাতে চায়,
তবু নিজকে কতবার সংবরণ করছি ; ছোট্ট একটি শব্দ : মনুষ্যত্ব ;
বিমূর্ত এই অস্তিত্বের জন্য সেই সৃষ্টির প্রত্যুষ থেকে চলেছি পথ,
নিজকে কতবার সংবরণ করেছি। কতরাত্রি জেগে জেগে উপপাদ্যের
সূত্রমালা করছি মুখস্থ্য।

রক্ত মাংসের মানুষ তো... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৭০ বার পঠিত     like!

এক ফালি চাঁদের বিচ্ছূরিত আলোয় তোমারই সুবাস __ ।। শাফিক আফতাব ।।

লিখেছেন গেন্দু মিয়া, ০৭ ই আগস্ট, ২০১৫ সকাল ১১:৪৭

চেনা চেনা মনে হয় যেন তোমাকে
রক্তের স্পন্দনে যেন তোমার সাড়া পাই
অন্তমিলে যেন পাশাপাশি বসে আছি তারাভরা রাতে।

চোখের তারায় দেখি বসন্ত পবনের গান
বুকের বিস্তারে বর্ষার প্লাবিত ভরাট নদী
দেখে যেন মনে হয় কালনিরবধি
তোমাকেই চিনি যেন গহীনে পরাণ।

পৃথিবীর পথে পথে হেঁটে হেঁটে চলে গেছি নিসর্গ জ্যোৎস্নায়
এক ফালি চাঁদের বিচ্ছূরিত আলোয় তোমারই সুবাস __
গহীনের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

তুমি যাই বলো __আমি তো জানি তোমাকে

লিখেছেন গেন্দু মিয়া, ০৫ ই আগস্ট, ২০১৫ সন্ধ্যা ৭:৫২

তুমি যাই বলো __আমি তো জানি তোমাকে
তোমার প্রতিটি শ্বাসের উত্তাপে আমার পরিমাপ
তোমার রক্ত-স্পন্দনে আমার থার্মোমিটার __
তোমার বুকের বিস্তারে হেমন্তের ফসলভরা মাঠ
আমি জানি তোমাকে__সবটুকু জানি।

তোমাকেই দেখেই বুঝে নিই __নির্বাহী আদেশে
আজ তুমি বয়ে আনবে আবহমান বাংলার রূপ __
বর্ষার রাত্রি ঘিরে ফোটাবে কদম ফুলের ঘ্রাণ
তোমাকে দেখেই আজ বুঝেছি __ভীষণ বর্ষণ হবে আজ।

শহরের গলিপথে... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১১২ বার পঠিত     like!

শাফিক আফতাব ।। নিরন্ন কৃষকের মতোন তোমার কাছে হাত পেতেছি

লিখেছেন গেন্দু মিয়া, ০৫ ই আগস্ট, ২০১৫ বিকাল ৩:২৬

তুমি বার বার আমাকে ফিরিয়ে দিয়েছিলে

তবু নিরন্ন কৃষকের মতোন তোমার কাছে হাত পেতেছি।



জানি অনাবাদী পতিত ভূমি এক সময় খাস মহল হয়ে যায়

শেয়াল আর শকুনের অবাধ ক্ষেত্র হয় এক সময় __

বাঁধনহীন ঘুড়ি কোনোদিন কি পায় আকাশের ঠিকানা

ভবঘুরে মানুষও একদিন স্থিতি হয়__

তুমি বার বার ফিরিয়ে দিয়েছিলে __হাভাতে মানুষের মতোন

তুব তোমার কাছে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

তোমাকে দেবার শাশ্বত সুন্দর // শাফিক আফতাব //

লিখেছেন গেন্দু মিয়া, ০৫ ই আগস্ট, ২০১৫ সকাল ৯:২০

বার বার পিছলে পড়ি__হোঁচট খাই
তবু বাঁচার বড় সাধ হয়__জীবনকে ভালোবাসি।

কতবার ফিরিয়ে দিয়েছিলে
শূন্যতার শব্দমালায় গেঁথে দিয়েছিলো কতবার 'না' সংক্ষিপ্ত ধ্বনিটির ব্যঞ্জনা
তবু মেরুদণ্ড সোজা করে পাঁজরের খুঁটিতে দাঁড়িয়ে তোমারই স্তুতি
তোমার চোখে চোখে তাকিয়ে তবু ফোঁটাতে চাই সুগন্ধি ফুলের কলি
জীবনকে ভালোবেসে তবু জ্বালিয়ে রাখি নীল লাল পদাবলি।

মেঘে ঢেকে যায় আকাশের নীল
গুমট হাওয়ার ভীড়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

বর্ষা মেঘের কাছে ভিজে ভিজে তুমি ফোটাতে চাও কদমের কলি

লিখেছেন গেন্দু মিয়া, ০৩ রা আগস্ট, ২০১৫ রাত ৯:০৪

নিজকে সমর্পণের জন্য কত উৎসূক হয়ে থাকি

অথচ নীরব আঁধারগুলো মুখ ফিরিয়ে থাকে।



অথচ তীব্র সুঘ্রাণের সেই উর্বর দিনগুলোতে তুমি কাছে ছিলে

কত সহজ ছিলো তোমার প্রাঞ্জল ভাষা__

অাজ কত দূরে চলে গেছো তুমি __

আমার চেতনা আর তোমাকে ছুঁইতে পারে না।

তুমি আজ কিংবদন্তির মতোন লোকালয়ে মিশে গেছো।





একটিবারও মুখ ফুটে বলতে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

পরিশুদ্ধ বর্ষার বর্ষণে আবার বড় কোমল হবে শাপলার বন

লিখেছেন গেন্দু মিয়া, ২৪ শে জুলাই, ২০১৫ রাত ১০:০৪

তুমি আমকে জানতে__ আমি কত আনাড়ি ছিলাম

ঝলমল শহরের গলিপথ খুঁজে পেতে আমাকে কেমন নাকাল হতে হয়েছিলো !

অথচ আজ আমার বিদ্যে ও বুদ্ধির তারিফ করছো।

বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন ছুঁড়ে মারছো মহাশূন্যে __কী উত্তর দেবে আকাশ ?

কত মেঘেই তো জমে কত বর্ষায়__

কতবারই তো আলো ঝলমলে করে শীতে, শরতে।



রাজপথ ধরে যে পথিক একদিন... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২০ বার পঠিত     like!

বেঁচে আছি, বেঁচে থাকি

লিখেছেন গেন্দু মিয়া, ০৯ ই জুলাই, ২০১৫ রাত ১১:২৬

হারিয়ে যাইনি কোথাও __বেঁচে আছি
ধুকে ধুকে বেঁচে আছি __
জীবনকে মনে হয় কানামাছি !!! বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১১৩ বার পঠিত     like!

শাফিক আফতাব ।। কতদিন অায়নায় দেখিনা মুখ

লিখেছেন গেন্দু মিয়া, ১৯ শে জুন, ২০১৫ রাত ৮:৫৯

কতদিন অায়নায় দেখিনা মুখ
নিজকে অচেনা লাগে
এই আমি কী করে এতটা পথ পাড়ি দিলাম।

যখন ঘুমে কেঁদে উঠতাম
সেই কাকডাকা কৈশোরে ঝাঁকড়া চুল মাথায় নিয়ে পাড়ি জমাই এই শহরে
তারপর কতদিন গেলো __নগরপিতারা কতবার বদলে দিলো শহরের রূপ
রাজনৈতিক নেতাদের সংলাপের পরিবর্তে কতবার কত সহিংসতা হলো রাজপথে
ঘুমে কেঁদে ওঠো সেই আমি তিলোত্তমা এই শহরের কোলো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৫ বার পঠিত     like!

ওরা আমাদেরই প্রিয় অ্গ্রজ পুরুষ

লিখেছেন গেন্দু মিয়া, ১৯ শে জুন, ২০১৫ বিকাল ৩:২২

আবেগ আর বেগ কিছুই নেই
পৃথিবীরও গতিবেগ কমে গেছে।

নদীগুলো আজ বন্ধ্যা রমণীর মতোন
অস্থির সময় আজ জন্ম দিচ্ছে জোড়া জোড়া জারজ সন্তান।

মানুষের ক্ষমতা আজ বড়ো বেশি ক্রিয়াশীল
পারে তো থেমে দেয় চাঁদের গতি__

চোর আর ঘুুষখোরে আর মাসতুতো ভাই
প্রতারক আর ঠগের মুল্লক আজ এই নদীবিধৌত ভূখণ্ড।

মুখের মধূবাণী কোমল সুরের মতোন আত্মা জুড়িয়ে দেয়
কাজ আর... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৯৪ বার পঠিত     like!

শাফিক আফতাব ।। অনন্তের পাঠক

লিখেছেন গেন্দু মিয়া, ১৯ শে জুন, ২০১৫ সকাল ৭:৫১

ভালো না বাসার শপথ কতবার করেছি
তবু ঘোরের মধ্যে পড়ে ভালোবেসে ফেলি
কী সে ঘোর হায় !!

স্কেলে মেপে মেপে কাটায় কাটায় চলি পথ
আবেগের সীমানায় বসাই কঠিন প্রহরা
তবু মেঘ গলে বৃষ্টি পড়ে।

নারীর দেহ ধুয়ে যে সুবাস মিশে যায় ভোরের শান্ত দিঘির জলে
জলীয় বাষ্প হয়ে সে সুবাস আবার বৃষ্টি ফোটা হয়ে পড়ে গোলাপের ডালে
নারী... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!

গাটুমামা : শাফিক আফতাব

লিখেছেন গেন্দু মিয়া, ০৩ রা জুন, ২০১৫ সন্ধ্যা ৬:৫৫

গাটু মামা চাটু মারে
দেনা কিছু টাকা
বিদেশ গিয়েই দেবো তোরে
একটি টাকার থোকা।

ধার দেয় আর এমনি দে
তবু দে ভাগ্ নে
না হয় তোরে সুদই দেবো
আর যা নেস নে।

গাটু মামা বিদেশ গেছে
খোঁজ খবর তো নাই
সাগর জলে মানব ভাসছে
মামার হদিস নাই।

মামাক না পাই দুঃখ তো নাই
যা হয়েছে হোক
আমার টাকার হাল হকিকত
এখন শুধু্ই শোক।

থাইলেন্ডের গভীর বনে
কবর... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১০৮ বার পঠিত     like!

ভূতকিশোরী========শাফিক আফতাব

লিখেছেন গেন্দু মিয়া, ০৩ রা জুন, ২০১৫ বিকাল ৪:২১

জোনাকীরা ঝোঁপের ঝাঁড়ে
নাচছে নিশিরাতে
তাই না দেখে ভূতকিশোরী
নাচছে একই সাথে।

ভূতকিশোরী ঝুমুর ঝুমুর
নাচছে আজি বেশ
জোনাকীরাও খুলছে আজি
তাহার দীর্ঘ কেশ।

ভূতকিশোরীর নাচের সাথে
নাচছে রাতের তারা
চাঁদমামা তাই দেখে রে ভাই
হচ্ছে দিশেহারা।

চাঁদমামা আজ মামির খোঁজে
যাচ্ছে শ্বশুরবাড়ি
জোনাক মেয়ে ভূতের সাথে
ধরছে তাই যে ভাই আড়ি।

মামি নাকি আসবে না আর
মামার কুঁড়ে ঘরে
মামা তাই গো মামির জন্য
রাত্রি দিনে মরে।

গোসা করে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৭ বার পঠিত     like!

গল্পভেলা : শাফিক আফতাব

লিখেছেন গেন্দু মিয়া, ০৩ রা জুন, ২০১৫ সকাল ৯:৪১

এই যে মামা একটু শোনো
আমার সাথে রাগছো কেনো __
একটু না হয় দুষ্টুমিতে
গল্প হবে এই নিশিতে।

লেখাপড়ার কাজটা না হয়
না হোক আজি রাত্রিবেলা
তোমার সঙ্গে নানা রঙ্গে
ভাসাই না হয় গল্পভেলা।

ভেলায় চড়ে না হয় আজি
রূপকথারি রাজ্যে যাবো
সেথায় গিয়ে তুমি আমি
রাণীর হাতের রান্না খাবো।

সেই রাণীটির অাছে নাকি
সাতটি রাজার ধন
আরোও আছে কয়েক হাজার
হিজল তমাল... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৯৬ বার পঠিত     like!

শব-ই-বরাতের ছড়া // শাফিক আফতাব //

লিখেছেন গেন্দু মিয়া, ০২ রা জুন, ২০১৫ রাত ১০:১২

আজকে রাতে ভাগ্য লেখা
হবে রে ভাই শোন
সোনায় রূপায় ভরছে যে দেখ
নীল আকাশের কোণ।

তাইতো দেখি খোকন বাবু
নামাজ পড়ছে আজ
মাথায় টুপি চোখে সুরমা
কেমন তাহার সাজ !

বছরের এই দিনটাতে সে
নামাজ পড়ে তাই
আর কোনোদিন মসজিদেতে
তার আর দেখি নাই।

খোকন বাবু শোন তোর শোন
একদিন শুধু না
শুদ্ধ সত্য হলেই তবে
হবেই তাকে জানা।

বরাত রাতের মতোন এসো
প্রত্যহ স্মরি তারে
এমনিতেই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৭৮২২৬ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ