খারাপ দর্শন কোনো দর্শন না - ৬
‘কোনো কোনো আলিঙ্গন বাধ্যবাধকতা’
আমচুর, সিঁদুর, কৌটোর গন্ধমাখা ঘর,
ঘ্রাণশক্তির দারিদ্র ঘোচানোর দুঃসাহস।
শতবছর আগের চেনা কাথাটি জড়িয়ে বুঝে উঠা যায়
কীভাবে চেনা সময়ের সাথে অচেনা সময় মিলে যার যার মতোন ইতিহাসে মেতেছে মানুষ।
যদি কাঁথা মুড়িতে ঘুমিয়ে পড়ি চিরতরে আর জেগে না উঠি?
… আকছার এমন... বাকিটুকু পড়ুন