আনমনে হেঁটে চলেছি আমি, অন্ত বিহীন একটা পথে। এই পথের যে কোথায় অন্ত, আমার জানা নেই, আপাতত আমার কাছে অন্ত বিহীন ই মনে হয়। চলেছি আমি, অদৃশ্যমান একজন সঙ্গী নিয়ে "আমার আমি", এবং দৃশ্যমান একজন সঙ্গী নিয়ে "আমার ছায়া" এই পথ চলতে চলতে আমার একা মনে হয়নাই কখন ও, কারণ... বাকিটুকু পড়ুন
