।। অরণ্য জঙ্গলার মাঝে আমার একখান ঘর ।।
১.
রবীন্দ্রনাথ বাস্তব জীবনে কতোটা কী সুখী ছিলেন জানি না। রবীন্দ্র-গবেষকেরাও হয়তো বলতে পারবেন না, কারণ রবীন্দ্রনাথ এতো বহুমাত্রিক দৃষ্টিভঙ্গি থেকে মানষের অনুভূতিগুলোকে স্পর্শ করে গেছেন যে, সবকিছু মিলিয়ে তাঁকে বুঝে ওঠা মুশকিল বলেই মনে হয়।
আমার ছেলেবেলায় কখনো তেমন করে গান শোনা হয় নি। আসলে শোনার সুযোগ ছিল না। গান শোনার... বাকিটুকু পড়ুন
০ টি
মন্তব্য ৭১ বার পঠিত ৩