নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

To call me \"awesome\" is an understatement.

ওয়ান টাইপ

To fight. To die. Enjoy the afterlife.

ওয়ান টাইপ › বিস্তারিত পোস্টঃ

১৯৫২ সালে বাঘ ছিলাম, এখন বিড়াল, ২০৫২ সালে আবার বাঘ হবো (টু বি অর নট টু বি)

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫২

৫২ সালে নাকি ভাষার জন্য আন্দোলন করে বাঙ্গালি জাতি প্রান দিয়েছে। বিশ্বাসই হয়না। এই কাপুরুষ জাতি আন্দোলন করে এক কালে জানও #দিয়েছে। এই অধম জাতিই নাকি ৭১ সালে নয় মাস জীবন দিয়ে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে। ৯০ সালেও নাকি সবাই এক হয়ে স্বৈরাচার এরশাদের গদিও ভেঙ্গে চুরমার করে দেয়।
#বিশ্বাস হয়না, আমার জাতিরা এক কালে এতও সচেতন ছিল? এতো মারমুখী ছিল আমার প্রিভিয়াস জেনারেশন?

#কৈ গেলো সেই সচেতনতা, সেই মারমুখীতা, নিপীড়িতের বিরুদ্ধে আন্দোলন, নিজের রক্ত দিয়ে, প্রান দিয়ে দেশের সম্মান রক্ষা করার সেই স্পৃহা সব কৈ গেলো?
#বিশ ত্রিশ বছর ধরে টয়লেট করতে করতে সেই বীরপনা সব বেরিয়ে গেছে?
স্বৈরাচারেরা চাবুক মারছে আর আমরা খচ্চরের মত আগে বাড়ছি। ভিক্টোরিয়া পার্ক থেকে গুলিস্তান এতোটুকুতেই আটকে আছে দেশ। যেটার খুসি সেটার দাম বাড়াক, যেখানে খুসি সেখানে কর আরোপ করুক, ওরা যা খুসি তা করুক, মুখে হাসি রাখায় আমরা বিশ্বের এক নাম্বার জাতি বলে কথা।

#দেশ চুলোয় যাক, আগুনে যাক, পানিতে যাক, আমিতো ভালো আছি নীতি।
ওয়াক, আই হেইট রাজনীতি নীতি।
স্মার্ট বয়রা রাজনীতি করে না, মেয়ে পটায় আর সীসা টানে নীতি।
ফেসবুকে ঢুকে ‘আমারে সবাই মাইরালা’ পোস্ট আর ‘শেয়ার করে লাখ মুসলমানকে জানার সুযোগ করে দিন’ পোস্ট শেয়ার করা আবালদের নীতি।
#অফিস থেকে বাসা, বাসা থেকে অফিস, ছুটির দিনে শপিং অ্যাট ঘোরা ইন বেইলি রোড নীতি।
সারাজীবন ভাদাইম্মা, এখন সরকারি দলের রাজনীতিক নীতি।
দলকানা নীতি।
দুর্নীতি নীতি।

#এভাবেই চলছে। চলতে থাকবে।
১৯৫২ থেকে শুরু হয়েছিল, এখন মরে গেছে, পচে গেছে।
আবার হয়ত ২০৫২ সালে এ জাতি জেগে উঠবে।
কাপুরুষ থেকে পুরুষ হবে।
#আন্দোলন করবে অন্যায়ের বিরুদ্ধে।
ফ্যামিলি, ফ্রেন্ডস, কলিগস, নেইবরস - দের নিয়ে মজা বেচে থাকার পাশাপাশি দেশটাকে নিয়েও ভাববে।
#গনতন্ত্র এনে নিজের অধিকার কড়ায় গণ্ডায় আদায় করে নেবে।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৫৮

জুবায়ের আহসান বলেছেন: এই আজগুবি ভবিষ্যবানী কই পাইলা ভাই?

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০২

ওয়ান টাইপ বলেছেন: ১৯৫২ সাল থিকা ৯০ পর্যন্ত বহুত আন্দোলন করসি। তারপর থিকা পইচা গেসি। ভাষণের ভীষণ ২০২১ হলে আমার ভীষণ না হয় ২০৫২, নয় ২০৭১, নয় ২০৯০। একটাতে না একটাতে লাগবই। কিন্তু জাতিরে দাঁড়াইতেই হইব।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:০৭

জুবায়ের আহসান বলেছেন: হ, জাতিরে তো দাড়াইতেই হবে, কিন্তু জাতি যে বুড়া হইয়া যাইতাসে মামু
কেমনে কি.

৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৫

মাঘের নীল আকাশ বলেছেন: দেখা যাক!

৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:১৯

আমি আবুলের বাপ বলেছেন: এই জাতির পাছায় বাশ দিয়াও দাড় করানো যাইবো না।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৯

ওয়ান টাইপ বলেছেন: ইউ আর অসাম। বাশ দিয়া খারা করান যাইব, তবে বাঁশে তেল মাখা যাইবনা, তেল মাখলে যে ঢুইকা যাইব।
ইন ফ্যাক্ট, এই দুর্বিষহ পরিস্থিতি যা এখন দেশে বিরাজ করছে, তা থেকে যে করেই হোক আমাদের বেরিয়ে আসতে হবে, নতুবা, অনেক পিছিয়ে পড়ব জাতি হিসেবে।

৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:১৪

মামু১৩ বলেছেন: স্হিতিশীলতা, ধারাবাহিকতা বজায় থাকলে ঠিকই দেশ এগিয়ে যাবে। কোন অন্যায় এখন চোখ এড়িয়ে যায় না, প্রতিবাদ হয়, কিছু কিছু প্রতিকারও হচ্ছে। এ অবস্হার আরও উন্নতি করতে আমাদের সবার সাধ্যমত অবদান রাখতে হবে, কোন অবস্হাতেই উগ্রতাকে প্রশ্রয় দেয়া যাবে না।

৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:৩৯

অ্যান্থোসেরোস বলেছেন: দাঁড়াবে হয়তো, মেরুদন্ড ভাঙ্গা বেশ কিছু বোঝা ঘাড়ে নিয়ে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.