নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

udraji@gmail.com ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

এই সময়ের কিঞ্চিৎ ভাবনা!

১৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৩:১৭

বাক স্বাধীনতা কিংবা যা মনে আসছে তাই লিখে বা বলে ফেলছেন, খুব একটা ব্যাক স্পেস চাপতে হচ্ছে না এখন, তবে নির্বাচন যত ঘনিয়ে আসছে এবং যে কোন দল নির্বাচিত হয়ে গেলেই এই স্বাধীনতা আর থাকবে বলে মনে হয় না, অবস্থা এখনই তেমন মনে হচ্ছে, বরঞ্চ এখন যারা যা লিখছেন সেটাও মুছে ফেলতে হবে বলেই মনে হয়! প্রফেসর ইউনূস সাহেবের সময়েই আমরা এই স্বাধীনতা ভোগ করে গেলাম!

দেশে আরেকটা ব্যাপার লক্ষ করলাম, মানুষ এখন প্রাণ খুলে গান গায়, সন্ধ্যা নামলেই ঢাকার অনেক স্থানেই দেখি মানুষ জড় হয়ে নানান বাদ্যযন্ত্র এবং তালি দিয়ে গান গায়। বিষয়টা আমার কাছে ভাল লাগে। যে কোন স্থানে ফুটপাতে এমন জড় হয়ে গান গাইতে কোন পুলিশের পারমিশনের দরকার হয় না কিংবা কেহ এসে বাঁধাও দেয় না বা বলেও না এখানে গান গাওয়া যাবে না। গত লীগের আমলে এমন কাজ করতেও পুলিশের পারমিশন লাগত, আর পুলিশে যেতে হবে বলে মানুষ এই আনন্দ করতে ইচ্ছাই প্রকাশ করত না! সাধারন মানুষের এই স্বাধীনতাও ভোটের পরে শেষ হবে বলে মনে হয়!

দেশের নাটক সিনেমাতেই বেশ পরিবর্তন খেয়াল করলাম, বাজার খুলে যাচ্ছে, অনেকেই আবার সিনেমা হলে যাচ্ছেন, নাটক দেখছেন, ষ্টেজ শো হচ্ছে, মেলা হচ্ছে, বিভাগীয় ও জেলা শহরে সিনেমা দেখার একটা ধুম লক্ষ করছি। এই ঈদে শুনেছি ৬টা সিনেমা মুক্তি পেয়েছে, অবাক করার মত ব্যাপার। ্ভোটের পরে দলের লোকেরা এই খাতে এগিয়ে আসলেই আবারো সব শুন্য হবে।

ভোটের পরে সরকারী অফিস আদালতে ঘুষ বানিজ্য কমিশন ইত্যাদি পুনরায় চালু হবে বলেই আভা দেখা যায়, করিতকর্মা সেই চাকুরীজীবিদের মুচকি হাসি দেখেই বুঝতে পারি!

ভোটে জিতে কে সরকার গঠন করবে তাও অনুমান করা যায়, তবে দুঃখ লাগে এই দলের অনেকেই নিজেদের হানাহানিতে প্রাণ দিবে, যা মেনে নেয়া কষ্টকর, কোন মায়ের বুকের ধন অকালে মৃত্যু মুখে পড়ুক তা চাই না, কষ্টকর।

পরাজিত পলায়িত দল যদি কখনো চাড়া দিয়ে উঠতে পারে তবে কাদের বুকে উঠে প্রথমেই মাথা আলাদা করবে তাও অনুমান করা যায়, তবে যারা এই ঘটনায় পড়বে তাদের কোন বোধের উদয় আছে বলে মনে হয় না!

যে সব সাংবাদিক মিডিয়া হাউজ এই সময়ে নিজদের স্বাধীন মনে করছেন না, তারা মুলত গোলামের পুত গোলাম! তারাও অপেক্ষা করছেন ভোটের, ভোটের পরেই প্রতিপক্ষকে ঘায়েল করতে বসে আছে বলেই মনে হয়। :D

মন্তব্য ৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২৫ বিকাল ৪:৫৪

ঢাবিয়ান বলেছেন: অবস্থা যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে আরেকটা গনঅভ্যূত্থান আসন্ন ডক্টর ইউনুসকে ধরে রাখতে এবং বিএনপিকে ঝেটিয়ে রাজনীতি থেকে বিদায় করতে। এক বিএনপি ছাড়া আর কোণ রাজনৈতিক দল নির্বাচন নির্বাচন করছে না।বিগত জুলাই মাসে ছাত্রদের আন্দোলনকে অস্বীকার করা বিএনপির বর্তমান অবস্থান খুবই সন্দেহজনক। এরা ডক্টর ইউনুসের উপড় যেভাবে চাপ প্রয়োগ করছে তাতে বোঝা যাচ্ছে তাদের অবস্থান এখন বাংলাদেশের জনগনের বিপক্ষে। এদের প্রতিহত না করা গেলে ব্যার্থ হয়ে যাবে হাজারো শহীদের আত্মত্যাগ।

২| ১৫ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৩

এস.এম.সাগর বলেছেন: ঢাবিয়ান বলেছেন: অবস্থা যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে আরেকটা গনঅভ্যূত্থান আসন্ন ডক্টর ইউনুসকে ধরে রাখতে এবং বিএনপিকে ঝেটিয়ে রাজনীতি থেকে বিদায় করতে। এক বিএনপি ছাড়া আর কোণ রাজনৈতিক দল নির্বাচন নির্বাচন করছে না।বিগত জুলাই মাসে ছাত্রদের আন্দোলনকে অস্বীকার করা বিএনপির বর্তমান অবস্থান খুবই সন্দেহজনক। এরা ডক্টর ইউনুসের উপড় যেভাবে চাপ প্রয়োগ করছে তাতে বোঝা যাচ্ছে তাদের অবস্থান এখন বাংলাদেশের জনগনের বিপক্ষে। এদের প্রতিহত না করা গেলে ব্যার্থ হয়ে যাবে হাজারো শহীদের আত্মত্যাগ।

আপনার দল জামাতও নির্বাচন নির্বাচন করে সেটাও একটু বলেন। কাঠের চমসা পরলে কি হবে? সকলেই তুলশী পাতা, সব দোষ বিএনপির!

৩| ১৫ ই এপ্রিল, ২০২৫ সন্ধ্যা ৬:৪৮

সপ্তম৮৪ বলেছেন: মহান ইউনুস সরকারের আমলে সবচেয়ে বেশি বাক স্বাধীনতা ভোগ করছে গফুর।

৪| ১৬ ই এপ্রিল, ২০২৫ সকাল ৯:৪২

রাজীব নুর বলেছেন: এরকম হলে তো ভালোই।
আমরা খুশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.