নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।
১৬ বছরের অধিক সময় ধরে এই বাংলা ব্লগে আছি, সমার্থ্য অনুসারে যা পারি লিখি, অন্যের পোষ্ট দেখি, কমেন্ট করার আগে ১০০বার ভাবি বা কখনো কমেন্ট করি না! এভাবে আবার পরের দিন আসি। এই দীর্ঘদিনের উপস্থিততে খুব একটা কারো সাথে বিবাদে জড়াই নাই, অহেতুক কাউকে খোছা দিয়ে কিছু বলি নাই (১/২ জনের সাথে ছাড়া)!
কিন্তু আজকাল ব্লগ খুলতেই ভয় পাই, লিখতেও ভয়। যা লিখি তাতেই কয়েকহারামজাদা বিশ্রী কমেন্ট করে ফেলে, রিলেটেড কমেন্ট সহ্য করা যায়, উত্তর দেয়া যায়, বিতর্ক বা সমালোচনা করা চলে কিন্তু এই ননরিলেটেড বিশ্রী কমেন্টের উত্তর কি দেয়া যায়! আবার এই বিশ্রী কমেন্টের উত্তর দিলে সেইশুয়োরেরপাল দল বেঁধে মাঠে নামে, কাল্পনিক কথা লিখে দিয়ে যায়! ভয় লাগে এদের!
শুয়োরদের লজ্জা থাকে না জানি, মানুষ হিসাবে আমার লজ্জা হয়, এই অসভ্যদের দিকে তাকাতেও ইচ্ছা হয় না!
২| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১২
কিরকুট বলেছেন: আপনি লিখবেন কেনো, আপনি ছড়াবেন। বরিশালের ভাষায় যাকে বলে ছেইর!!
৩| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১২
কিরকুট বলেছেন: রাসেল@ একটা লিস্ট দেন দালালের।
৪| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:১৯
রাসেল বলেছেন: কিরকুট বলেছেন: রাসেল@ একটা লিস্ট দেন দালালের।
সবাই নিজেকে সর্বোচ্চ স্তরে জানে। তাই, অন্যদের থেকে জানার প্রয়োজন নেই।
৫| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ২:২৭
মোহামমদ কামরুজজামান বলেছেন: লিখতে থাকুন হাত খুলে প্রাণ ভরে।
কে কি বলল , তাতে কিবা যায় বা আসে-------------
৬| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:২২
সোনাগাজী বলেছেন:
১৬ বছরে আপনি যা লিখেছেন, প্রায় প্রতিটা পোষ্টে ভুল ধারণা প্রচার করেছেন; কোন বিষয়ে লেখার মতো জ্ঞান ও দক্ষতা আপনার ছিলো না ও এখনো নেই।
৭| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫০
ফেনা বলেছেন: বেশ কিছু দিন থেকেই এই কথাটা বলতে চাইছিলাম। তাও ভয়ে বলতে পারিনি। আপনি ভাই মনের কথা বলে দিয়েছেন। আপন পন্ডিত কিছু লোক আছে যারা সব জানে, ব্লগের পরিবেশটা দেশের রাজনীতির মত বানাইফেলছে।
৮| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৫৭
জুল ভার্ন বলেছেন: ওদের নেতাই যেখানে পেটিকোট ফেলে পেছনের দরজা দিয়ে জ্ঞাতিগুষ্টি নিয়ে পালিয়েছে, সেখানে এইসব আবর্জনা ABL ছাল গোনার টাইম নাই।
৯| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: ন্যায়ের কথা বলবেন, উচিত কথা বলবেন হারামীদের সহ্য হইবো কেমনে। তাই বলে লিখা বন্ধ করলে হবে না। এদের পাত্তা দেয়ার টাইম নাই মনে করবেন।
১০| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৩
সোনাগাজী বলেছেন:
@কাজী ফাতেমা ছবি ,
কবি মানুষ আপনি, ব্লগারদের কিভাবে "হারামী" ডাকেন?
১১| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৪৪
কামাল১৮ বলেছেন: আপনার ছবির সাথে লেখার মিল নাই।
১২| ১৮ ই অক্টোবর, ২০২৪ রাত ১:১২
চারাগাছ বলেছেন:
অনেকেই লেখা, মন্তব্য করা বাদ দিচ্ছে।
১৩| ১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩০
অনিকেত বৈরাগী তূর্য্য বলেছেন: নিজেই এই পোস্টে খারাপ শব্দ লিখলেন। এ জন্যই বলে চোরের মার বড় গলা। বিম্পি-জামাতিরা এই দুই মাসে যেসব খারাপ শব্দ ব্যবহার করেছে ব্লগে, আর কেউ করেনি।
১৪| ১৮ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:০২
ক্লোন রাফা বলেছেন: আপনি বলতে চান তাহলে আপনি এত দীর্ঘ সময় বরাহদের সাথে ব্লগিং করেছেন⁉️ এক সময় কাঁঠাল পাতা ভক্ষনকারি ও তাদের দোষরদের ঠিক আপনার মত একই অভিযোগ ছিলো। অথচ এই ব্লগ বিগত সরকারের সাথে লড়াই করে টিকে আছে আজ পর্যন্ত!
©somewhere in net ltd.
১| ১৭ ই অক্টোবর, ২০২৪ দুপুর ১:৫২
রাসেল বলেছেন: যদিও আমি লেখক নই, শুধুমাত্র মন্তব্যকারী। এই ব্লগে দালালের সংখ্যাধিক্য দেখে আমি হতাশ।
অত্র ব্লগের লেখকদের অনেক ক্ষেত্রে একপাক্ষিক সমালোচনা করতে দেখতে পাই। কিছু ক্ষেত্রে আমার মনে হয় লেখকগণ জেনে শুনে মিথ্যা প্রচার করছে। কেউ যদি জেনে শুনে মিথ্যা প্রচার করে, তবে সে অবশ্যই উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা প্রচার করবে। এই দালালির উদ্দেশ্য কি, দুই পয়সা আয় করা। আমরা পতিতাদেরকে সমাজে নিকৃষ্ট বলে বিবেচনা করি (ক্ষমা প্রার্থী, এমন মন্তব্যের জন্য)। আমি মনে করি, এটা পরিবর্তন হওয়া দরকার । দালালদেরকে সমাজে সর্বনিকৃষ্ট বলে বিবেচনা করা যেতে পারে ।