নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাহাদাত উদরাজী\'র আমন্ত্রণ! নানান বিষয়ে লিখি, নানান ব্লগে! নিজকে একজন প্রকৃত ব্লগার মনে করি! তবে রান্না ভালবাসি এবং প্রবাসে থাকার কারনে জীবনের অনেক বেশী অভিজ্ঞতা হয়েছে, যা প্রকাশ করেই ফেলি - \'গল্প ও রান্না\' সাইটে! https://udrajirannaghor.wordpress.com/

সাহাদাত উদরাজী

[email protected] ০১৯১১৩৮০৭২৮গল্প ও রান্না udrajirannaghor.wordpress.comপ্লে স্টোরে ‘গল্প ও রান্না’ এন্ড্রয়েড এপ্লিকেশন! আনন্দ সংবাদ! বাংলা রেসিপি নিয়ে এই প্রথম প্লে স্টোরে এন্ড্রয়েড এপ্লিকেশন! ‘গল্প ও রান্না’ এখন Play Store এ Apps হিসাবে আপনার হাতের কাছে। নেট কানেশন বা WiFi জোনে থেকে Play Store এ যেয়ে golpo o ranna বা “Golpo O Ranna” বা “com.udraji.rannaghor” লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। খুব সহজেই আপনি আপনার এন্ড্রয়েড মোবাইলে ‘গল্প ও রান্না’র আইকন ইন্সটল করে নিতে পারেন। ফলে আপনাকে আর মোবাইলে আমাদের সাইট দেখতে লিঙ্ক বা কোন ব্রাউজার ব্যবহার করতে হবে না। নেট কানেশন বা ওয়াইফাই জোনে থাকলেই আপনি ওয়ান ক্লিকেই গল্প ও রান্না দেখতে পাবেন।

সাহাদাত উদরাজী › বিস্তারিত পোস্টঃ

রাখে আল্লাহ, মারে কে?

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৪০

এটা পুরানো প্রবাদ, সেই ছোট বেলা থেকে শুনে আসছি। এই প্রবাদ নিজকে দিয়েও অনেকবার প্রমান পেয়েছি, নিজের সেই সব কথা পরে লেখা যাবে। আজ একটা তাজা ঘটনা এই প্রবাদের কথা লিখছি। নাম স্থান উল্লেখ করছি না এবং সংক্ষিপ্ত করেই।

আমাদের এক পরিচিত বড়ভাই শেখ হাসিনা সরকার গঠন করার পরে ফেঁসে যান, ফেঁসে যান বলতে সেই ১৯৮১/৮২ সালের এক ঘটনায় তাকে আসামী করা হয়েছিল, হাসিনা সরকার ২য় দফা সরকার গঠনের আগ পর্যন্ত কোন মামলা ছিলো না, সরকার গঠন করেই সেই পুরানো ঘটনা দিয়ে মামলা হয় অনেকের নামে এবং সেই ভাই সহ পুরো অনেকেই আসামী করে ধরে হয়। সেই ১৯৮১/৮২ সালে কলেজে পড়া ছাত্র হয়ত সেই দলে ছিল বা তার বন্ধুরা ছিলো, ঘটনা তেমন জটিল ছিলো না। মামলায় ধরা পড়ে আবার জামিনও হয়ে যায়, ফলে সে বড় ভাই বুঝতে পারলো, এই মামলার বিচার হলেও সে হয়ত মুক্তি পেয়ে যাবে বা কিছু সময় জেল হবে, কিন্তু না তার সব ধারনা ভুল হল, তার ও সেই মামলার অনেকেই যাবতজীবন জেল দেয়া হল। তার পর থেকেই জেল জীবন।

মামলা চলাকালীন সময়ে বা তার আগে দেখা হলে, তিনি নিজেই বলতেন কিছু হবে না। বুঝতে পারলে হয়ত বিদেশেও পালিয়ে/চলে যেতে পারতেন, তা করেন নাই। যাই হোক, যা হয় কপালে, হাসিনা সরকারের এমন প্রায় সব মামলার বিচার ফাইন্যাল ছিলো যাবতজীবন। সেই থেকেই বেচারা জেলে চলে গেল! শুনেছি পরে নাকি আরো আরো মামলায় তাকেও আসামী করা হয়েছিল। জেলে গিয়ে তিনি হতাশ হলেও নাকি বলতেন ভোটে আওয়ামী লীগ পরাজিত হলেই তিনি বের হয়ে যেতে পারবেন, এবং আমরাও ভেবে দেখেছি, একমাত্র ভোটে যদি অন্য কোন সরকার বা বিএনপি আসে তবেই তার মুক্তি, এমন রাজনৈতিক মামলা গুলোর ফলাফল এটাই নিশ্চিত হয়।

পরে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত তিনটে নির্বাচন হলেও তার মনের আশা পুরন হয় নাই, ২০২৪ নির্বাচনের পরে হয়ত জেলে বসেই ভাবছিলেন আমৃত্যু জেলেই কাটিয়ে দিতে হবে। তার মত এমন সারা বাংলাদেশে আরো অনেকেই নানান রাজনৈতিক কর্মীদের অবস্থা তেমনি ছিলো, যারা জেল ছাড়া পাবার চিন্তাই করতে পারে নাই।

যাই হোক, কয়েকদিন আগে হঠাত রাস্তায় উনার সাথে দেখা, কোলাকুলি করলেন, সেই আগের প্রানভরা হাসি, আমাকে বললেন, কেমন আছো? আমার কথা বাড়াতে বা তার অভিজ্ঞতার কথা জিজ্ঞেস করতে সাহস লাগছিলো না, তবুও অনেক কথা শুনলাম, আবারো দেখা হবে বলে জানালেন। জানালেন, সরকার পরিবর্তনের পরে জামিন পেয়েছেন, মামলাও শেষ হবে হয়ত, তিনি সহ এমন প্রায় মামলার আসামীরা এখন মুক্ত, এদের কাছে স্বাধীনতার আলো বাতাস এখন আনন্দময়।

বিদায় নেয়ার সময় শুধু বললেন, রাখে আল্লাহ মারে কে? আমি অবাক হয়ে উনার মুখের দিকে দেখছিলাম, প্রায় ১২ বছরের বেশি সময় তার জীবন থেকে হারিয়ে গেল, অথচ মুক্তির আনন্দে সেই মুখে কোন কষ্টের ছাপ নেই!

* বিএনপি সহ নানান রাজনৈতিক নেতা সমর্থকদের এভাবে বছরের পর বছর জেলে রাখা হয়েছিল, মামলায় মামলায় হয়ত এরা ঘুমাতে পারত না, এখন এই সব গণ আসামীর মামলার সবাই জামিন পেয়েছে, মামলাও হয়ত শেষ হবে। এদের সবাই নিশ্চয় এখন ভাবছে সেই একই কথা, রাখে আল্লাহ মারে কে?

* মামলা নিয়ে আমার জ্ঞান সীমিত, তবে এটা বুঝতে পারি, পরিবারের কেহ বা কারো কোন মামলা হলে তার সব কিছু শেষ, এক জীবনে একটা মামলাই যথেষ্ট, তবে রাজনীতিবিদেরা এই মামলা জেল জরিমানা সইতে পারেন বলেই তাদের রাজনীতিক বলা হয়, ফুল টাইম রাজনীতি সহজ বিষয় নয়।

* উনার সাথে আবারো দেখা হবার চান্স আছে, এই বিষয়ে আরো জেনে আবারো লিখবো। তথ্যে ভুল থাকলে নুতন করে জেনে লিখবো।

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:০৬

কামাল১৮ বলেছেন: চোরের সাক্ষী গাঁটকাটা।

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:১৪

সাহাদাত উদরাজী বলেছেন: যা খুশি লিখে যা!

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৩৯

প্রহররাজা বলেছেন: বানানো গল্প

২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৪৫

সাহাদাত উদরাজী বলেছেন: হাসিনা এখনো এই দেশে, এটা সত্য গল্প।

৩| ২৬ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১১:৫৬

ঈশান মাহমুদ বলেছেন: বিগত সরকারের আমলে রাজনৈতিক প্রতিপক্ষের মামলার ক্ষেত্রে 'লগু পাপে গুরু দন্ড দেয়া হতো'। 'শেখ হাসিনার গাড়ি বহরে হামলার' মামলায় সাতক্ষিরার বিএনপি নেতা সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে ৭০ বছরের কারাদন্ড দেওয়া হয়েছিল।

২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৪

সাহাদাত উদরাজী বলেছেন: আমার পরিচিত এই বড় ভাইয়ের দশাও এমন, সে নিজেও বুঝতে পারে নাই, নাইলে তার অন্য দেশে চলে যাওয়া তেমন কোন ব্যাপার ছিলো না। চিন্তা করো কলেজে পড়ার সময়ের ঘটনা ৮২/৮৩ সালের, মামলা হয়েছে ২০০৯ এর পরে, জামিনও পেয়েছিল। সে একা না এমন আরো অনেক আছে। এখন জামিন, গত ইলেকশনে ভুয়া জেতার পরে নাকি সে নিজেও আর মুক্তির আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু ভাগ্য দেখো।

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ রাত ৩:৩৪

ঋণাত্মক শূণ্য বলেছেন: আমার খালাতো ভাই ছিলের সাইকেল পার্টসের দোকানের মালিক। আঃলীগ তার নামে মিথ্যা মামলা দিয়ে তাকে গ্রেফতার করে একাধিকবার। পরে জামিনে বের হয়ে পালিয়ে ছিলেন। দোকান আঃলীগের একজন দখল করে নিয়েছিলো।

গত পরশুই উনি ঐ কেস থেকে ছাড়া পেয়েছেন। দোকানটাও আবার নিজের দখলে নিতে পেরেছেন।

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪০

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সবচেয়ে বড় কথা শেখ হাসিনা নির্বাসনে, ড. ইউনুস এখন ক্ষমতায় আর খালেদা জিয়া এখন মুক্ত। শেখ হাসিনার জন্য এটাই সবচেয়ে বড় শাস্তি...

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:০৪

অগ্নিবেশ বলেছেন: কিছু বান্দারে আল্লাহ রাখে আর ভগবানে মারে।
কিছু বান্দারে ভগবানে রাখে আর আল্লাহ মারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.