নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সংসদ নির্বাচনের আগে মনোনয়ন পত্রের সাথে যে সকল ডকুমেন্টস দিতে হয়

১৭ ই জুন, ২০২৩ দুপুর ১২:৩৬


গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী সংসদ নির্বাচনের ক্ষেত্রে দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে কিছু তথ্য ও ডকুমেন্টস্ বাধ্যতামূলকভাবে দিতে হয় ফরমের সাথে।

মনোনয়নপত্রের সাথে সংযুক্তিসমূহ:
মনোনয়নপত্র দাখিলের সময় হিসেবে নিম্নলিখিত দলিলাদি পুরণকৃত মনোনয়ন ফরমের সাথে সংযুক্ত করতে হয়:

(১) দলীয় প্রার্থীর ক্ষেত্রে দলের মনোনয়ন:
নিবন্ধিত রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীর ক্ষেত্রে সংশ্লিষ্ট দলের পক্ষে সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী স্বাক্ষরিত দলের মনোনয়ন সংক্রান্ত প্রত্যয়ন পত্র ।

(২) স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে-

(ক) ইতিপূর্বে জাতীয় সংসদের কোন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত না হয়ে থাকলে তাঁর নির্বাচনি এলাকার এক শতাংশ ভোটারের সমর্থনসূচক স্বাক্ষর সম্বলিত তালিকা প্রদান করতে হবে;

অথবা

(খ) ইতিপূর্বে জাতীয় সংসদের কোন নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়ে থাকলে তার সপক্ষে কাগজাদি/দলিলাদি ।

(৩) যথাযথভাবে পূরণকৃত ও স্বাক্ষরিত মনোনয়নপত্র (ফরম-১, নিরআবাচন কমিশন থেকে দেওয়া হয়;

(৪) জামানত বাবদ নির্ধারিত অর্থ জমাদানের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার/ট্রেজারি চালান/রশিদের কপি;

(৫) হলফনামায় ৮টি তথ্যের বিপরীতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দলিলাদি; ( ****আটটি তক কি তথ্য তা নিচে নোট আকারে দেওয়া হলো)


(৬) নির্বাচনি ব্যয় নির্বাহ করার জন্য অর্থ প্রাপ্তির সম্ভব্য উৎসের বিবরণী (ফরম-২০);

(৭) প্রার্থীর সম্পদ ও দায় এবং বার্ষিক আয় ও ব্যয়ের বিবরণী (ফরম-২১);

(৮) আয়কর রিটার্নের কপি ও সম্পদের বিবরণী (আইটি- 10B);

(৯) আয়কর পরিশোধের প্রমাণপত্র (আয়কর বিভাগ প্রদত্ত রশিদ-আয়কর দিয়ে থাকলে);

(১০) নতুন ব্যাংক একাউন্ট খোলা সম্পর্কিত কাগজপত্র (হিসাবের নাম ও নম্বরসহ)।

***হলফনামায় ৮টি তথ্যের বিপরীতে সংশ্লিষ্ট ক্ষেত্রে প্রাসঙ্গিক দলিলাদি

(১) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী (প্রমাণ স্বরূপ সার্টিফিকেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হবে);
(২) বর্তমানে কোন ফৌজদারী মামলায় অভিযুক্ত আছে কিনা;
(৩) অতীতে তার বিরুদ্ধে দায়েরকৃত কোন ফৌজদারী মামলার রেকর্ড আছে কিনা থাকলে মামলার রায় কি ছিল;
(৪) ব্যবসা/পেশার বিবরণী;
(৫) সম্ভাব্য আয়ের উৎসসমূহ;
(৬) তার নিজের ও তার উপর নির্ভরশীলদের পরিসম্পদ ও দায়ের বিবরণী; (৭) অতীতে তিনি জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে থাকলে নির্বাচনের পূর্বে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কি পরিমাণ অর্জন করা সম্ভব হয়েছিল তার বিবরণী;
(৮) কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে তদকর্তৃক একক বা যৌথভাবে বা তার উপর নির্ভরশীল সদস্য কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ অথবা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হবার সুবাদে ঐ সকল প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের পরিমাণ (যদি থাকে)।

-মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুন, ২০২৩ বিকাল ৫:১৮

সাহাদাত উদরাজী বলেছেন: বাহ।

২| ১৭ ই জুন, ২০২৩ রাত ৯:০১

রাজীব নুর বলেছেন: ওকে।

৩| ১৭ ই জুন, ২০২৩ রাত ১০:৩৯

জ্যাক স্মিথ বলেছেন: আমি যেদিন মনোয়ন পত্র নিবো সেদিন এই পোস্টে আবার আসবো।

১৯ শে জুন, ২০২৩ বিকাল ৪:১৫

এম টি উল্লাহ বলেছেন: সেই প্রত্যাশায় রইলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.