নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান মামলা করার আগে বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রির চেষ্টা করে। সেক্ষেত্রে অনেক সময় মূল্যবান সম্পত্তি কম দামে বিক্রি হয়ে অপূরণীয় ক্ষতির সম্মুকীন হওয়ার সম্ভাবনা থাকে। বিশেষ করে কিছু কিছু অসাধু চক্র এমন সুযোগ নিয়ে কম দামে সম্পত্তিটি হাতিয়ে নেয়। বািঋণের টাকা পরিশোধের ইচ্ছে থাকা সত্ত্বেও যেক্ষেত্রে ব্যাংক আপনাকে সহযোগিতা করছে না বা সুযোগ দিচ্ছে না সেক্ষেত্রে আপনার করণীয় কী হতে পারে?
প্রথমত, ব্যাংক এমনটি করতে পারে কিনা?
হ্যাঁ। আইন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে আইন এই সুযোগ প্রদান করেছে। বিষয়টি বর্ণিত রয়েছে অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২ ধারায়। উক্ত ধারার ভাষ্য মতে ব্যাংক বা আর্থক প্রতিষ্ঠান খেলাপি ঋণ আদায়ের জন্য আগে সম্পত্তিটি নিলামে বিক্রির চেষ্টা করতে হবে, নিলাম ব্যর্থতায় মামলা দায়ের করতে হবে। তার, মানে নিলাম শুধু মামলার রায় হলে নং বরং খেলাপি ঋণের ক্ষেত্রে টাকা আদায়ের পূর্বশর্তই হলো সম্পত্তির নিলাম করা। মামলা হলো পরের ধাপ। অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২ (৩) ধারায় সুষ্পষ্টভাবে বলা হয়েছে,
কোন আর্থিক প্রতিষ্ঠান, বিবাদীর নিকট হইতে কোন স্থাবর সম্পত্তি (Immovable Property) বন্ধক (Mortgage) রাখিয়া অথবা অস্থাবর সম্পত্তি (Movable Property) দায়বদ্ধ রাখিয়া (Hypothecated) ঋণ প্রদান করিলে এবং বন্ধক প্রদান বা দায়বদ্ধ রাখার সময় বন্ধকী বা দায়বদ্ধ সম্পত্তি বিক্রয়ের ক্ষমতা আর্থিক প্রতিষ্ঠানকে প্রদান করা হইয়া থাকিলে, উহা বিক্রয় না করিয়া এবং বিক্রয়লব্ধ অর্থ ঋণ পরিশোধ বাবদ সমন্বয় না করিয়া, অথবা বিক্রয়ের চেষ্টা করিয়া ব্যর্থ না হইয়া, অর্থ ঋণ আদালতে কোন মামলা দায়ের করিবে না।
তাহলে, বিষয়টি পরিষ্কার। আর বন্ধকী সম্পত্তিটি কম দামে ব্যাংক যাতে বিক্রি করতে না পারে সেজন্য সর্তক থাকতে হবে। এমনকি, অর্থঋণ আদালত আইন, ২০০৩ এর ১২ (৩) ধারার বিধান মোতাবেক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ হলে দ্রুত পদক্ষেপ নিতে হয়।
ব্যাংক মামলা করার আগেই সম্পত্তি নিলামের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি দিলে করণীয়
প্রথমে এমন বিজ্ঞপ্তি দেখলে ব্যাংকের সহিত যোগাযোগ করে পুনঃতফসিল করার জন্য আবেদন করুন। বা যোগাযোগ করে ব্যাংকের মোটিভ জানার চেষ্টা করুন। ব্যাংক সহযোগিতা না করলে হাইকোর্টে রীট দায়ের করে ক্ষেত্রভেদে প্রতিকার পাওয়া সম্ভব। যেমন, বন্ধকী সম্পত্তিটি যদি আপনার বসত বাড়ী হয়ে থাকে সেক্ষেত্রে আপনার মৌলিক অধিকার সুরক্ষায় রীট চলতে পারে। আবার আপনি যদি টাকা প্রদানে আগ্রহী হন তাতে মহামান্য হাইকোর্ট আপনাকে নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধের নির্দেশনা দিতে পারে।
তাই এই ধরনের বিজ্ঞপ্তি দেখার সাথে সাথে আইনজীবীর শরণাপন্ন হওয়াই উত্তম প্রন্থা।
-- মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)
লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।
০৬ ই জুন, ২০২৩ রাত ১১:৩৯
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ
২| ০৬ ই জুন, ২০২৩ রাত ১:১৮
জ্যাক স্মিথ বলেছেন: আমি ব্যাংক থেকে যেদিন ঋণ নেবো তারপর সে টাকা পরিশোধ করতে যখন ব্যর্থ হবো সেদিন এই পোস্ট পড়বো।
০৬ ই জুন, ২০২৩ রাত ১১:৩৮
এম টি উল্লাহ বলেছেন: প্রাসঙ্গিক। ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২৩ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: জানলাম।