নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

সংসদ নির্বাচন করতে হলফনামায় যে আটটি তথ্য ও ডকুমেন্টস্ দিতে হয় এবং ভুল তথ্য দেওয়ার শাস্তি

০৩ রা জুন, ২০২৩ দুপুর ২:০৩


গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২(৩বি) অনুচ্ছেদ অনুসারে জাতীয় সংসদ নির্বাচনে সকল প্রার্থীকে মনোনয়নপত্রের সাথে হলফনামার মাধ্যমে ৮টি তথ্য ও কোন কোন তথ্যের সপক্ষে কাগজপত্র দাখিল করতে হয়। হলফনামায় প্রার্থীর নিম্নে বর্ণিত তথ্যাদি প্রদান করতে হয়:

(১) শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত তথ্যাবলী (প্রমাণ স্বরূপ সার্টিফিকেটের সত্যায়িত কপি সংযুক্ত করতে হয়);
(২) বর্তমানে কোন ফৌজদারী মামলায় অভিযুক্ত আছে কিনা;
(৩) অতীতে তার বিরুদ্ধে দায়েরকৃত কোন ফৌজদারী মামলার রেকর্ড আছে কিনা থাকলে মামলার রায় কি ছিল;
(৪) ব্যবসা/পেশার বিবরণী;
(৫) সম্ভাব্য আয়ের উৎসসমূহ;
(৬) তার নিজের ও তার উপর নির্ভরশীলদের পরিসম্পদ ও দায়ের বিবরণী;
(৭) অতীতে তিনি জাতীয় সংসদের সদস্য হিসাবে নির্বাচিত হয়ে থাকলে নির্বাচনের পূর্বে কি কি প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং কি পরিমাণ অর্জন করা সম্ভব হয়েছিল তার বিবরণী;
(৮) কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে তদকর্তৃক একক বা যৌথভাবে বা তার উপর নির্ভরশীল সদস্য কর্তৃক গৃহীত ঋণের পরিমাণ অথবা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক বা পরিচালক হবার সুবাদে ঐ সকল প্রতিষ্ঠান হতে গৃহীত ঋণের পরিমাণ (যদি থাকে)।

** হলফনামায় ভুল তথ্য প্রদান:
গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুসারে হলফনামার মাধ্যমে কোন প্রার্থী তথ্য প্রদান না করলে অথবা দাখিলকৃত হলফনামায় কোন অসত্য তথ্য প্রদান করলে বা হলফনামায় উল্লিখিত কোন তথ্যের সমর্থনে যথাযথ সার্টিফিকেট, দলিল, ইত্যাদি দাখিল না করলে রিটার্নিং অফিসার স্বীয় উদ্যোগে, অথবা আদেশের ১৪ অনুচ্ছেদে উল্লিখিত কোন ব্যক্তি কর্তৃক উত্থাপিত আপত্তির প্রেক্ষিতে তৎবিবেচনায় সংক্ষিপ্ত পরিচালনা করতে পারবেন এবং কোন মনোনয়নপত্র বাতিল করতে পারবেন। অধিকন্তু হলফনামা দাখিল না করলে বা আদেশের বিধানাবলী যথাযথভাবে প্রতিপালন না করলে নির্বাচন কমিশন গণপ্রতিনিধিত্ব আদেশের ১৪(৩)(সি) অনুসারে বাছাই পর্যায়ে সংশ্লিষ্ট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর প্রার্থিতা বাতিল করতে পারবেন। তাছাড়া, হলফনামায় প্রদত্ত কোন তথ্য মিথ্যা বা ভুল বলে প্রমাণিত হলে তা ১৮৬০ সনের দণ্ডবিধির ১৮১ ধারা অনুযায়ী তা শাস্তিযোগ্য অপরাধ বলে বিবেচিত হবে।

- অ্যাডভোকেট মোহাম্মদ তরিক উল্যাহ
০১৭৩৩৫৯৪২৭০

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুন, ২০২৩ বিকাল ৩:৪৮

রাজীব নুর বলেছেন: সংসদে এক মহিলাকে দেখলাম বানান করে পড়ছে, সে কিভাবে সংসদ সদস্য হলো?

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ২:৩৫

এম টি উল্লাহ বলেছেন: সংরক্ষিত কোটায়

২| ০৩ রা জুন, ২০২৩ রাত ৮:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: অজ্ঞাত বিষয় জানানোর জন্য ধন্যবাদ।

০৪ ঠা জুন, ২০২৩ দুপুর ২:৩৬

এম টি উল্লাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.