নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
সবার জন্য বিচার প্রাপ্তির ধারণা থেকে নিঃস্ব বা আর্থিকভাবে অস্বচ্ছল মানুষকে বিনে পয়সায় আইনী সহায়তা দেওয়ার বিধান রয়েছে। তাই দরিদ্র ও অসহায় বিচারপ্রার্থী জনগণকে সরকারি খরচে আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে সরকার ২০০০ সালে আইনগত সহায়তা
প্রদান আইন, ২০০০ নামে একটি আইন প্রণয়ন করে।
আইনের আওতায় সরকার জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা প্রতিষ্ঠা করে এবং এ সংস্থার অধীনে প্রত্যেক জেলায় জেলা ও দায়রা
জজকে চেয়ারম্যান করে একটি করে জেলা কমিটি গঠন করেছে। এছাড়া উপজেলা পর্যায়ে উপজেলা লিগ্যাল এইড কমিটি এবং
ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি গঠন করা হয়েছে। সরকার এ আইনি সেবা কার্যক্রম বাস্তবায়নে বাস্তবায়নে সাংগঠনিক সাংগঠনিক কাঠামো কাঠামো হিসেবে বাংলাদেশের ৬৪ টি জেলায় “জেলা লিগ্যাল এইড অফিস” স্থাপন করেছে।
কি আইনী সহায়তা প্রদান করা হয়?
আর্থিকভাবে অসচ্ছল, সহায় সম্বলহীন এবং বিভিন্ন কারণে বিচার পাওয়ার ক্ষেত্রে অসমর্থ বিচারপ্রার্থীকে —
* সরকারী খরচে কোন আদালতে দায়ের যোগ্য মামলায় আইনি পরামর্শ
ও সহায়তা প্রদান;
* দায়ের হয়েছে বা বিচার চলছে এমন মামলায় আইনি পরামর্শ ও সহায়তা
প্রদান;
* আইনজীবীর ফিস বা মামলার প্রাসঙ্গিক খরচ প্রদান;
*নিযুক্ত সালিশকারীকে সম্মানী প্রদান করা হয়।
আইনগত সহায়তা পাবার যোগ্য যারাঃ
আইনগত সহায়তা প্রদান নীতিমালা, ২০১৪ এর ২ নং বিধান অনুসারে :
*সুপ্রীমকোর্টে আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে যে ব্যক্তির বাৎসরিক আয় ১,৫০,০০০/- টাকার কম এবং এবং অন্যান্য আদালতের ক্ষেত্রে ১,০০,০০০/— কম
* যে বীর মুক্তিযোদ্ধার আয় ১,৫০,০০০/- টাকার এবং শ্রমিকের ক্ষেত্রে ১,০০,০০০/-,
* কর্মে অক্ষম, আংশিক কর্মক্ষম, কর্মহীন কোন ব্যক্তি;
* যেকোন শিশু;
* মানব পাচারের শিকার যেকোনো ব্যক্তি;
*শারীরিক, মানসিক এবং যৌন নির্যাতনের শিকার যেকোনো নারী ও শিশু;
*নিরাশ্রয় ব্যক্তি বা ভবঘুরে;
*ক্ষুদ্র জাতিসত্তা নৃ—গোষ্ঠী সম্প্রদায়ের যেকোনো ব্যক্তি;
*বয়স্ক ভাতা পাচ্ছে এমন যেকোনো ব্যক্তি;
*পারিবারিক সহিংসতার শিকার বা এরূপ ঝুঁকিতে আছেন যেকোন সংক্ষুদ্ধ
ব্যক্তি;
*ভিজিডি কার্ডধারী দুঃস্থ মাতা;
*দুর্বত্ত দ্বারা এসিডদগ্ধ নারী বা শিশু;
*আদর্শগ্রামে গৃহ/ভূমি বরাদ্দ প্রাপক;
*অসচ্ছল বিধবা, স্বামী পরিত্যক্তা মহিলা এবং দুঃস্থ মহিলা;
* যেকোনো প্রতিবন্ধী ব্যক্তি;
* বিনা বিচারে আটককৃত অসচ্ছল ব্যক্তি;
*আদালত কতৃর্ক বিবেচিত আর্থিকভাবে অসহায় বা অসচ্ছল ব্যক্তি;
*জেল কতৃর্পক্ষ কতৃর্ক বিবেচিত বা সুপারিশকৃত অসহায় বা অসচ্ছল ব্যক্তি;
*আ্ইনগত সহায়তা প্রদান আইন, ২০০০ এর উদ্দেশ্য পূরণকল্পে সংস্থা
কতৃর্ক চিহ্নিত ব্যক্তি; বিনা পয়সায় তথা সরকারী খরচে আইনী সহায়তা পাবেন।
বিনে পয়সায় আইনী সহায়তা পেতে হলে যোগাযোগের ঠিকানা :
জেলা লিগ্যাল এইড অফিস, জেলা জজ আদালত ভবন (সকল)
সুপ্রীম কোর্ট লিগ্যাল এইড অফিস, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
শ্রমিক আইন সহায়তা সেল, শ্রম আদালত ভবন, ঢাকা ও চট্টগ্রাম।
এছাড়াও বেশ কিছু NGO নিরন্তর কাজ করে যাচ্ছে। আইন ও সালিশ কেন্দ্র (আসক), BLAST, BNWLA, মাদারীপুর লিগ্যাল এইড এসোসিয়েশন, ব্র্যাক প্রভৃতি এনজিও জনগণের ন্যায়বিচার প্রাপ্তি বাস্তবায়নের জন্য বিভিন্নভাবে ভূমিকা রাখছে।
-মোহাম্মদ তরিক উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০
১৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১০:৪৫
এম টি উল্লাহ বলেছেন: অনেক ক্ষেত্রে বাস্তবতা সেটাই!
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৩৪
রাজীব নুর বলেছেন: আদালতের চক্করে পড়লে জীবন শেষ।