নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

বিদেশ যাওয়ার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্ট/এজেন্সি দ্বারা প্রতারণা এড়ানো এবং প্রতারণার শিকার হলে করণীয়

২১ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৪২


দালালদের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার প্রতিটি স্তরেই প্রতারণার শিকার হচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা। বৈধ বা অবৈধ যে প্রক্রিয়াই হোক, হয়রানি হওয়ার কথা মোনাই যায় এবং এমন হয়রানির ক্ষেত্রে বরাবরই রিক্রুটিং এজেন্ট/এজেন্সির নাম সামনে চলে আসে। এখন প্রশ্ন হলো রিক্রুটিং এজেন্ট/এজেন্সি দ্বারা প্রতারণা এড়াতে এবং প্রতারণার সম্মুখীন হলে আপনার করণীয় কি?


বিদেশ যাওয়ার ক্ষেত্রে রিক্রুটিং এজেন্ট/এজেন্সি দ্বারা প্রতারণা এড়াতে প্রথমেই খোঁজ নিতে হবে ওই প্রতিষ্ঠানের লাইসেন্সের বিষয়টা। দেশে বর্তমানে লাইসেন্স প্রাপ্ত ১৪৩৪ টি রিক্রুটিং এজেন্ট/এজেন্সি রয়েছে। এই তালিকাটা প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এর ওয়েব সাইটে গিয়ে দেখা যায়। লিংক-http://www.old.bmet.gov.bd/BMET/agentlistpreview.action?type=valid

সাধারণত অনুমোদিত এজেন্সির মাধ্যমে বিদেশ গেলে প্রতারণার সম্মুখীন হওয়ার সম্ভাবনা একটু কম থাকে। এমনকি আইনের বিধান মোতাবেক কোন রিক্রুটিং এজেন্ট/এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য কোন শাখা খুলতে পারে না। সেক্ষেত্রে কোনটা আসল কোনটা দালাল তা নির্ণয় করা যায়।

এখন কথা হলো, প্রতারণার সম্মুখীন হলে করণীয় কি?

রিক্রুটিং এজেন্ট/এজেন্সি দ্বারা কোনভাবে প্রতারণার সম্মুখীন হলে ফৌজদারি মামলার পাশাপাশি দেওয়ানি মামলা করেও ক্ষতিপূরণ আদায় করার বিধান রয়েছে। বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসী আইন, ২০১৩ এর ২৮ ধারার বিধান মোতাবেক কোন অপরাধের জন্য ফৌজদারী মামলা দায়েরের অধিকারকে ক্ষুণ্ণ না করিয়া, কোন অভিবাসী কর্মী এই আইনের কোন বিধান বা কর্মসংস্থান চুক্তি লঙ্ঘনের কারণে ক্ষতিগ্রস্ত হইলে, ক্ষতিপূরণের জন্য দেওয়ানী মামলা দায়ের করিতে পারিবে।

শুধু মামলা নয় ক্ষতিগ্রস্থ ব্যক্তি ইচ্ছা করিলে রিক্রুটিং এজেন্ট/এজেন্সির বিরুদ্ধে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে অভিযোগ দায়ের করা যায়। লিংক- Click This Link

আর আপনি যদি বিবেশে অবস্থান করেন সেক্ষেত্রে সংশ্লিষ্ট দেশে অবস্থিত বাংলাদেশের শ্রমিক উইং এর সাথে যোগোযোগ করতে পারেন। লিংক- Click This Link

তাছাড়া সরকারি যে কোন বিভাগ/মন্ত্রণালয় সম্পর্কে
অভিযোগ দাখিল করতে পারবেন এই লিংকে https://www.grs.gov.bd/complainWithoutLogin.do

-- মোহাম্মদ তরিক উল্যাহ
অ্যাডভোকেট
বাংলাদেশ সুপ্রীম কোর্ট
০১৭৩৩৫৯৪২৭০ ( কল করার পূর্বে হোয়াটস্অ্যাপে ম্যাসেজ দিন)

লেখক- আইন বিষয়ক উপন্যাস 'নিরু" এবং 'অসমাপ্ত জবানবন্দী', মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস 'মায়ের মুখে মুক্তিযুদ্ধ' এবং 'একাত্তরের অবুঝ বালক' ।





মন্তব্য ৩ টি রেটিং +১/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৫:২৪

বাকপ্রবাস বলেছেন: ভাল পোষ্ট ধন্যবাদ।

তবে আমাদের বড় সমস্যা হল মধ্যপ্রাচ্যে যাবার প্রকৃয়াটা ভাল নয়, এখানে সিস্টেমটাই দূর্নীতিপ্রবণ, এজেন্সিগুলো ইচ্ছেমাফিক কাজ করতে পারার মতো সুযোগ দেয়া আছে, তায় তারা ব্ল্যাকমেইল করে। অথচ পার্শবর্তী দেশগুলোতে এসব সমস্যা নেই।

০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:২৫

এম টি উল্লাহ বলেছেন: আপনাকেও ধন্যবাদ মতামতের জন্য

২| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:২০

রাজীব নুর বলেছেন: ওকে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.