নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
'ঘরে জায়গা নাই, আর আব্বা বলল, সমস্যা নাই আমরা এক সঙ্গে থাকব, নাতিনের শারীরিক অবস্থাও ভাল না। এ বাড়ির লোকজন তেমন মিশুক ছিল না। রাতে আমাদের এক মহিলা ভাত এনে দিল। আর বলল ঘুমানোর সময় দরজা বন্ধ করে রাখতে। এটা বলার পর আমাদের মনে সন্দেহ জাগল। যাই হোক, ভাত খাওয়ার পর আমরা দরজা আটকিয়ে শুয়ে পড়লাম। এই ঘরে কোনো খাট নাই। পুরোটাই পাটি দিয়ে বিছানা নিয়ে রইলাম। আলা ঘুমানোর আগে ঘরের চারিপাশ দোয়া পড়ে বন্ধ করে এলেন। একটু পরেই বাঁশবাগানের দিক থেকে মানুষের কথা বলার আওয়াজ শুনা যাচ্ছিল। আব্বা বলতে ছিল মনে হচ্ছে মদ খাচ্ছে লোকগুলো। দুই-তিন জন হবে। একটা পক্ষও পাচ্ছি আমরা। আর সিগারেটের ধোঁয়ার গন্ধ আসছে। আমরা দোয়া- দরুদ পড়তে লাগলাম। চিন্তায় শেষ। আমার বিয়ের সময় যে ৬ ভরি স্বর্ণ আব্বা দিয়েছিল ওইগুলো আমার সঙ্গেই ছিল। তাদের টার্গেট ওই স্বর্ণ আর টাকা-পয়সা। স্বর্ণ আর টাকাগুলো কাপড়ের মধ্যে মা লুকাই নিল। আব্বা আর মারজানের বাপ দোয়া-দরূদ পড়তে লাগল। ভয়ে সবাই থরথর করতেছিলাম। এমন সময় দু'জন এসে দরজা খুলতে বলতেছে। দরজায় ধাক্কা দেয় আর বলে দরজা খোল। আব্বা জোরে বলল আমাদের কাছে কিছু নাই, আমরা ক্যাম্প থেকে পালিয়ে এসেছি। তারপরও দরজা ধাক্কা দিতে লাগল। এমন সময় ঘর থেকে মহিলারা এসে তাদেরকে টেনে নিয়ে গেল। বকাবকি করে। সারারাত চিন্তায় আমাদের ঘুম হয়নি। সকাল হতেই আমরা বের হয়ে গেলাম।'
- মায়ের মুখে মুক্তিযুদ্ধ, পৃ-৪৩
**মায়ের মুখে মুক্তিযুদ্ধ উপন্যাস টি ২০১৭ সালে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় জাগৃতি প্রকাশনী থেকে।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৩৮
রাজীব নুর বলেছেন: মুক্তি যুদ্ধের গল্প গুলো আমাদের সম্পদ।