নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অর্থঋণ মামলা এক আদালত হইতে অন্য স্থানান্তরের নিয়ম

২৩ শে মে, ২০২২ বিকাল ৫:৫৩

আর্থিক প্রতিষ্ঠানের ঋণ আদায় সম্পর্কিত যাবতীয় মামলা আইনের অধীন প্রতিষ্ঠিত, ঘোষিত বা গণ্য হওয়া অর্থ ঋণ আদালতে দায়ের করিতে হইবে এবং উক্ত আদালতেই উহাদের নিষ্পত্তি হইবে। কিন্তু যুক্তি সঙ্গত কারণে অর্থঋণ মামলা এক আদালত হইতে অন্য স্থানান্তর করা যায়।
এক্ষেত্রে অর্থঋণ আদালত আইনের ৫(১) ধারায় বলা হয়েছে -জেলা জজ স্বেচ্ছায় বা মামলার কোন পক্ষের আবেদনের প্রেক্ষিতে, ন্যায় বিচারের স্বার্থে একান্ত প্রয়োজন মনে করিলে, কোন অর্থ ঋণ আদালতে বিচারাধীন কোন মামলা তাঁহার নিজ এখ্‌তিয়ারাধীন এলাকায় অবস্থিত অন্য কোন অর্থ ঋণ আদালতে, যদি থাকে, স্থানান্তর করিতে পারিবেন৷

এক জেলায় একাধিক অর্থঋণ আদালত থাকলে সেক্ষেত্রে জেলা জজ জেলা জজ স্বেচ্ছায় বা মামলার কোন পক্ষের আবেদনের প্রেক্ষিতে অপর কোন আদালতে স্থানান্তর করতে পারেন।

অর্থঋণ মামলা এক আদালত হইতে অন্য স্থানান্তরের ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির বিধান প্রযোজ্য হইবে। The Code of Civil Procedure, 1908 এর ২২, ২৩ ও ২৪ ধারায় দেওয়ানি মােকদ্দমা স্থানান্তরের বিধান বলা হয়েছে। ভিন্ন জেলার আদালতে মামলা স্থানান্তর করতে হলে হাইকোর্ট বিভাগে এবং একই জেলার মধ্যে মামলা এক দেওয়ানি আদালত থেকে অন্য দেওয়ানি আদালতে স্থানান্তর করতে হলে সংশ্লিষ্ট জেলার জেলা জজের নিকট আবেদন করতে হবে। কারণ ভিন্ন দুইটি জেলার দেওয়ানি আদালতসমূহ হাইকোর্ট বিভাগের আপিল এখতিয়ারভুক্ত।

মােকদ্দমার যে কোনাে পক্ষের আবেদনক্রমে সব পক্ষকে নােটিশ দিয়ে এবং তাদের কারাে বক্তব্য থাকলে তা শােনার পর অথবা কোনাে নােটিশ না দিয়ে স্বতঃপ্রবৃত্ত হয়ে হাইকোর্ট বিভাগ অথবা জেলা জজ আদালত যে কোনাে স্তরে তার সামনে বিচারাধীন কোনাে মােকদ্দমা, আপিল বা অন্যান্য কার্যক্রম তার অধীন কোনাে এখতিয়ারসম্পন্ন আদালতে বিচার বা নিষ্পত্তির জন্য স্থানান্তর করতে পারেন।
কিন্তু উপযুক্ত কারণ ছাড়া শুধু বাদীর ইচ্ছেমতাে মােকদ্দমা স্থানান্তর করা যায় না।

আবার জারি পর্যায়েও সম্পত্তি একাধিক জেলায় থাকলে সেক্ষেত্রে মামলা স্থানান্তর করা যায়। এ সংক্রান্তে অর্থঋণ আদালত আইন ২০০৩ এর ২৭(১) ধারার বিধান হলোঅর্থ ঋণ আদালত কর্তৃক প্রদত্ত কোন আদেশ বা ডিক্রী উক্ত আদালত কর্তৃক, অথবা উক্ত আদালত জারীর জন্য অন্য যে আদালতে প্রেরণ করে, সেই আদালত কর্তৃক জারী হইবে৷

(২) এই আইনের অধীনে দুই বা ততোধিক জেলার জন্য একটি মাত্র অর্থ ঋণ আদালত প্রতিষ্ঠিত হইয়া থাকিলে এবং উক্ত অর্থ ঋণ আদালত কর্তৃক প্রদত্ত রায় বা আদেশ হইতে উদ্ভূত জারী মামলার কার্যক্রম এমন কোন জেলায় প্রয়োগ করা আবশ্যক হয়, যাহা অর্থ ঋণ আদালত যে জেলায় অবস্থিত উক্ত জেলা হইতে ভিন্ন, তাহা হইলে আদালত, যে জেলায় অর্থ ঋণ আদালত অবস্থিত, সেই জেলার জেলা জজের মাধ্যমে, জারী মামলাটি কার্যকর করিবার জন্য উপরি-উল্লিখিত ভিন্ন জেলার জেলা জজের নিকট প্রেরণ করিবে৷

(৩) উপ-ধারা (২) এর বিধানমতে প্রাপ্ত জারী মামলাটি জেলা জজ তাহার প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন উপযুক্ত ও এখ্‌তিয়ারসম্পন্ন কোন আদালতে নিষ্পত্তির জন্য প্রেরণ করিবেন এবং এইরূপ নিষ্পত্তির ক্ষেত্রে এই আইনের অধীন জারী বিষয়ক বিধানাবলী এমনভাবে প্রযোজ্য হইবে যেন, ঐ আদালতটি এই আইনের অধীনেই প্রতিষ্ঠিত একটি অর্থ ঋণ আদালত৷

অর্থাৎ একাধিক জেলায় জারিকৃত সম্পত্তি থাকিলে প্রথমে ডিক্রি জারীর মামলা করতে হবে প্রথম আদালতে। পরবর্তীতে অপর জেলায় অবস্থিত সম্পত্তি সংক্রান্তে ২৭(২) ধারার বিধান মোতাবেক উদ্ভূত জারী মামলার কার্যক্রম এমন কোন জেলায় প্রয়োগ করা আবশ্যক হয়, যাহা অর্থ ঋণ আদালত যে জেলায় অবস্থিত উক্ত জেলা হইতে ভিন্ন, তাহা হইলে আদালত, যে জেলায় অর্থ ঋণ আদালত অবস্থিত, সেই জেলার জেলা জজের মাধ্যমে, জারী মামলাটি কার্যকর করিবার জন্য উপরি-উল্লিখিত ভিন্ন জেলার জেলা জজের নিকট প্রেরণ করিবে।

-মোহাম্মদ তরিক উল্যাহ
এডভোকেট
০১৭৩৩৫৯৪২৭০

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৪ শে মে, ২০২২ রাত ১২:৩০

রাজীব নুর বলেছেন: আপনার চেম্বার কোথায়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.