নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
আইনি উপন্যাস 'নিরু' প্রকাশিত হতে আর মাত্র কয়েকদিন বাকি। আজ প্রচ্ছদের কাজটাও সুসম্পন্ন হলো।
উপন্যাসটির প্রকাশক Bangladesh Institute of Legal Development (Bild) এর মতামতটি হলো:
'অসমাপ্ত জবানবন্দী' নামে দেশের প্রথম আইনি উপন্যাসের রচয়িতা মোহাম্মদ তরিক উল্যাহ তার দ্বিতীয় আইনি উপন্যাস দিয়ে পাঠক হৃদয়ে স্থান করে নিবে নিঃসন্দেহে। উপন্যাসটির সম্পাদনা ও প্রকাশনা আমার নিজ দায়িত্বে সম্পন্ন হচ্ছে বিধায় আমি উপন্যাসটির বিষয়বস্তুর মান নিয়ে সন্তুষ্ট ও আশাবাদী।
উপন্যাসটির প্রি-অর্ডার চলছে।
কুরিয়ার খরচসহ মোট মূল্য দুইশত টাকা।
বুকিং দিতে পারবেন- ০১৮১৫ ৮১৯২৩৯ নাম্বারে অথবা মেসেঞ্জারে অথবা [email protected] ইমেইলে।
২| ২১ শে মার্চ, ২০২১ রাত ১২:২৩
রাজীব নুর বলেছেন: ্মনে হচ্ছে এই বইটা ভালো হবে। অন্যরকম হবে।
©somewhere in net ltd.
১| ২০ শে মার্চ, ২০২১ রাত ১০:০০
নান্দনিক নন্দিনী বলেছেন: অভিনন্দন! বইটা পড়ার আগ্রহ থাকলো।