নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
দেওয়ানী (Civil) মামলা কোথায় দায়ের করতে হবে?
১৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্য মানের মামলাঃ সহকারী জজ এর আদালতে ৷
২৫ লক্ষ টাকা পর্যন্ত মূল্য মানের মামলাঃ সিনিয়র সহকারী জজ এর আদালতে ৷
এই মূল্য মানের মামলা বর্তমানে অন্য আদালতে চলমান থাকলে জেলা জজ ৯০ দিনের মধ্যে উপরোক্ত এখতিয়ারের আদালতে বদলি করবেন৷
যুগ্ম জেলা জজের পাঁচ কোটি টাকা পর্যন্ত মুল্যমানের মামলার রায়ের বিরুদ্ধে আপীল হবে জেলা জজের আদালতে৷
- এম টি উল্যাহ
আইনজীবী
০১৭৩৩৫৯৪২৭০
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৪৬
রাজীব নুর বলেছেন: অকে।
©somewhere in net ltd.
১| ০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৭
মাসুদুর রহমান (শাওন) বলেছেন: আমাদের নামে কেউ একজন মিথ্যে মামলা করতে গিয়েছিলো কিন্তু তার কথাবার্তার মাঝে অসঙ্গতি পেয়ে ওসি স্যার মামলা না করে আমাদের নামে শুধু জিডি করে রেখেছিলো। আমরা কি তার বিরুদ্ধে মানহানীর মামলা করতে পারবো এখন...?