নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অপরাধীকে আশ্রয় দিলে যে ক্ষেত্রে নিজেও দোষী হবেন

০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:০৪

অপরাধীকে আশ্রয় প্রদানের
দায়ে আপনারও শাস্তি হতে পারে।
২সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯ এর ১৪ নং ধারায় বলা হয়েছে “যদি কোন ব্যক্তি, অন্য কোন
ব্যক্তি এই আইনের অধীন অপরাধ সংঘটন
করিয়াছেন জানিয়াও বা উক্ত ব্যক্তি অপরাধী ইহা
বিশ্বাস করিবার যুক্তিসঙ্গত কারণ থাকা সত্ত্বেও,
শাস্তি হইতে রক্ষা করিবার অভিপ্রায়ে উক্ত
ব্যক্তিকে আশ্রয়দান করেনবা লুকাইয়া রাখেন তাহা
হইলে তিনি যে শাস্তিতে দণ্ডিত হইবেন:-
(ক) উক্ত অপরাধের শাস্তি মৃত্যুদণ্ড হইলে,
অনধিক পাঁচ বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হইবেন,
এবং ইহার অতিরিক্ত অর্থদণ্ডও আরোপ করা
যাইবে; অথবা

(খ) উক্ত অপরাধের শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড
বা যে কোন মেয়াদের কারাদণ্ড হইলে, অনধিক
তিন বৎসরের কারাদণ্ডে দণ্ডিত হইবেন, এবং ইহার
অতিরিক্ত অর্থদণ্ডও আরোপ করা যাইবে।

(২) উপ-ধারা (১) এর অধীন আশ্রয়দান বা লুকাইয়া
রাখিবার অপরাধ স্বামী, স্ত্রী, পুত্র, কন্যা, পিতা বা
মাতা কর্তৃক হইলে, এই ধারার বিধান প্রযোজ্য
হইবে না।
২.(৩) যেক্ষেত্রে কোন সত্তা কর্তৃক
আশ্রয় প্রদানের অপরাধ সংঘটিত হয়,
সেইক্ষেত্রে উহার প্রধান হিসাবে দায়িত্ব
পালনকারী চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান
নির্বাহী বা অন্য কোন নামের পদধারীর প্রতি
উপ-ধারা (১) এর বিধানাবলী প্রযোজ্য হইবে, যদি
না তিনি প্রমাণ করিতে সমর্থ হন যে, উক্তরূপ
অপরাধ তাহার অজ্ঞাতসারে সংঘটিত হইয়াছিল বা উহার
সংঘটন নিবৃত্ত করিবার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা
গ্রহণ করিয়াছিলেন।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:১৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: অপরাধীকে আশ্রয় প্রদানের দায়ে আপনারও শাস্তি হতে পারে।
অনেক সময় কে আইনের চোখে অপরাধী তা বুঝা দায়

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

এম টি উল্লাহ বলেছেন: সেটাই

২| ০৪ ঠা অক্টোবর, ২০১৮ রাত ১১:৫৩

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: প্রতিদিন আইন নিয়ে ভালই জানা হচ্ছে।

এভাবে চলতে থাকলে উকিলের ফি বেঁচে যাবে। আমার কেস আমি তাহলে একলাই লড়বো..:P

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

এম টি উল্লাহ বলেছেন: ভালোই

৩| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:২০

রাজীব নুর বলেছেন: এযুগে সবাই অপরাধী।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

এম টি উল্লাহ বলেছেন: কথা সত্য

৪| ০৫ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৪৬

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

০৫ ই অক্টোবর, ২০১৮ রাত ১১:১২

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.