নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধিতে সংসদ সদস্যকে গ্রেফতার সংক্রান্ত বিধান বর্ণিত হয়েছে।
⏩উক্ত বিধির ১৭২ নং বিধান মতে,
যদি কোন সংসদ সদস্য ফৌজদারি অভিযোগে গ্রেফতার হয় কিংবা যদি কোন অাদালত কর্তৃক কারাদণ্ডে দন্ডিত হয়
বা
যদি কোন নির্বাহী অাদেশক্রমে অাটক হয়, তবে ক্ষেত্রমত গ্রেফতারকারী
বা
দন্ডপ্রদানকারী বা অাটককারী কর্তৃপক্ষ কে যথাযথ ফরমে স্পীকার কে অবহিত করতে হবে।
⏩উক্ত বিধির ১৭৩ নং বিধানে বলা হয়েছে,
কোন সংসদ সদস্য যদি জামিনে মুক্তি (যে কোন পর্যায়ে)হন তাও নির্ধারিত ফরমে স্পীকার কে অবহিত করতে হবে।
⏩উক্ত বিধির ১৭৪ নং বিধানে বলা হয়েছে,
স্পীকারের অনুমিত ছাড়া সংসদের সীমার মধ্যে কোন ব্যাক্তি কে গ্রেফতার করা যাবেনা।
▶উক্ত বিধির ১৭৫ নং বিধানে বলা হয়েছে,
স্পীকারের অনুমতি ছাড়া সংসদের সীমার মধ্যে কোনরুপ পরোয়ানা(ওয়ারেন্ট) জারি করা যাবেনা।
২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
রাজীব নুর বলেছেন: জানলাম।
৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
কে ত ন বলেছেন: আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে এসব কিছুরই প্রয়োজন নেই। সাকা চৌধুরীকে গ্রেফতারের সময় স্পীকার দেশে ছিলেন না। আইনত কোন সমস্যা হয়নি। সংসদ অধিবেশন থেকে বের হবার সময় সংসদ চত্ত্বরেই তাকে গ্রেফতার করা হয় আপানার ঐসব ফালতু রীতি নীতিকে কাঁচকলা দেখিয়ে।
৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:৫৬
নজসু বলেছেন: জ্বী, জানলাম।
তথ্যবহুল পোষ্টের জন্য ধন্যবাদ।
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:২২
নূর আলম হিরণ বলেছেন: এটা কি রানিং নাকি রানিং সাবেক সব সংসদ সদস্যদের ক্ষেত্রে।
৬| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:০৪
সাইন বোর্ড বলেছেন: তাকে গ্রেফতার করার জন্য তো অার সংসদ বানানো হয়নি, দেশে বিরোধী দল থাকলে না হয় প্রেফতার করার একটা ব্যাপার থাকতো ।
©somewhere in net ltd.
১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৪২
সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।