নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

ওয়াকফ কি? ওয়াকফ শর্তাবলি কি কি? অমুসলিম ব্যক্তি কি ওয়াকফ করতে পারবে?

২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:১১


▶ওয়াকফ:
➡মালিকানার দাবি না রেখে ধর্মীয় বা দাতব্য কাজের জন্য স্থায়ীভাবে কোন সম্পত্তি উৎসর্গ করাকে ওয়াকফ বলা হয়৷ ওয়াকফ অধ্যাদেশ, ১৯৬২ অনুসারে কোন মুসলমান দ্বারা ধর্মীয় , পবিত্র বা দাতব্য কাজের উদ্দেশ্যে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্থায়ীভাবে উৎসর্গ করা কে ওয়াকফ বলা হয়। যিনি ওয়াকফ করে তাকে ওয়াকিফ বলে।
১৯৬২ সালের ওয়াকফ অধ্যাদেশ এর ২ ধারায় বলা হয়েছে যে:
➡কোনো মুসলমান কর্তৃক ধর্মীয়, পবিত্র বা দাতব্য কাজের উদ্দেশ্যে তার স্থাবর বা অস্থাবর সম্পত্তি স্থায়ী ভাবে উৎসর্গ করাকে বুঝায়।

ওয়াকফ দুই প্রকারঃ-
ওয়াকফ লিল্লাহ (ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে ওয়াকফ করা) এবং ওয়াকফ আল-আওলাদ ( সম্পত্তি ওয়াকফ করে তার আয় হতে নিজের সন্তান সন্ততি বা তার বংশধর বা নিজের ভারণ পোষণের ব্যবস্থা করা। তবে বংশধরদের মৃত্যুর পরে ওয়াকফ সম্পত্তির আয় দাতব্য বা ধর্মীয় কাজে ব্যয়িত হবে।

▶ওয়াকফের শর্তাবলী:

◾ ওয়াকিফকে অবশ্যই সুস্থ মস্তিস্কের অধিকারী ও সাবালক হতে হবে।
◾ওয়াকফের উদ্দেশ্যে যে সম্পত্তি উৎসর্গ করা হবে তা অবশ্যই চিরস্থায়ীভাবে উৎসর্গ করতে হবে।
◾ওয়াকফের উদ্দেশ্যে অবশ্যই মুসলিম আইন অনুযায়ী ধর্মীয় বা দাতব্য প্রকৃতির হতে হবে।
◾স্থাবর অস্থাবর সম্পত্তি উভয়ই বৈধ ওয়াকফের বিষয়বস্তু হতে পারে।
◾ওয়াকিফ যে সম্পত্তি উৎসর্গ করবেন অবশ্যই তা বৈধ মালিকানার হতে হবে।
◾ওয়াকফটি সম্পূর্ণ হওয়ার পর তা হস্তান্তর অযোগ্য হয়ে যায়। তবে কোন কোন ক্ষেত্রে মোতাওয়াল্লী আদালত বা ওয়াকফ প্রশাসকের অনুমতিক্রমে হস্তান্তর করা যেতে পারে।

✳✳অমুসলিম ব্যক্তি কর্তৃক ওয়াকফ:
➡অমুসলিম ব্যক্তিও ওয়াকফ করতে পারবেন। কিন্তু তা ওয়াকফ সৃস্টিকারী ব্যক্তির ধর্ম অনুসারে বৈধ বা আইনসঙ্গত হতে হবে।
➡এক্ষেত্রে উৎসর্গকারীকে অবশ্যই ইসলামের মূলনীতিতে
বিশ্বাস থাকতে হবে।কিন্তু তাকে অবশ্যই মুসলিম হতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই।

অছিয়তের মাধ্যমে ওয়াকফ সৃষ্টি হতে পারে। সেক্ষেত্রে ওয়াকিফ তার মৃত্যুর আগে তা প্রতাহার করতে পারবেন। কিন্তু অন্যান্য ক্ষেত্রে ওয়াকফ প্রত্যাহার করা যাবে না। ওয়াকফ সকল প্রকার শর্ত মুক্ত হবে। মোতয়াল্লি দ্বারা ওয়াকফ পরিচালিত হবে।

মসজিদ, মাদ্রাসা, ঈদ্গাহ, কবরস্থান ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানে জমি দান করতে হলে তা অবশ্যই ওয়াকফ করতে হবে। উল্লেখ্য, ‘‘ওয়াকফ অর্ডিন্যান্স-১৯৬২ সংশোধনে ‘ওয়াকফ (অ্যামেন্ডমেন্ট) বিল-২০১৩’ পাশ হয় ২০১৩ সালে। যার ফলে, সরকার কিংবা ওয়াকফ প্রশাসকের কাছ থেকে অনুমতি না নিয়ে কোনো উপ-নিবন্ধক ওয়াকফ সম্পত্তির হস্তান্তর দলিল নিবন্ধন করতে পারবে না।
-এম টি উল্যাহ
www.facebook.com/mohammad.toriqueullah
০১৭৩৩ ৫৯৪ ২৭০

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৯

প্রশ্নবোধক (?) বলেছেন: আমার এক মামার কোন সন্তান নাই। তিনি তার সমস্ত সম্পত্তি এই মর্মে স্থানীয় একটি মসজিদকে দিতে চান যে, তিনি ও তার স্ত্রী উভয়ের মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি বা তার স্ত্রী সম্পদ ভোগ দখল করবেন। তাদের উভয়ের মৃত্যুর পরেই সমস্ত স্থাবর অস্থাবর সম্পত্তির মালিকানা মসজিদ পা্বে। এক্ষেত্রে দলিল কিভাবে লিখিত হবে। এবং এভাবে দান করা যাবে কি না।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

এম টি উল্লাহ বলেছেন: বিস্তারিত ০১৭৩৩ ৫৯৪ ২৭০

২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫

হাসান কালবৈশাখী বলেছেন:
সরকারি খাস জমি দখলকরে মসজিদ কি বৈধ?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৯

এম টি উল্লাহ বলেছেন: !!

৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯

ইব্‌রাহীম আই কে বলেছেন: কিছুটা ধারণা নিতে পারলাম।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:০৮

এ.এস বাশার বলেছেন: জানলাম.....ধন্যবাদ...

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ আপনাকেও।

৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:২২

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫০

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ আপনাকে।

৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:০৬

রাজীব নুর বলেছেন: মগবাজার মোড়ে ইস্পাহানি কলেজের কাছে ওয়াকফ ভবন আছে। সেখানে গেলে কি সব জানতে পারব?

২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৪৮

এম টি উল্লাহ বলেছেন: হ্যাঁ। অবশ্যই।

৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৪

উদাসী স্বপ্ন বলেছেন: প্রথমে মনে করছিলাম বিবাহ করার জন্য পাত্র চাহিয়া ফটুক দিতেছেন কিন্তু এখন বুঝলাম আপনার রাস্তার দরকার। আমারও একটা কেস আছে। কখন ফ্রি থাকেন? একটু জানান

১৩ ই ডিসেম্বর, ২০২১ সন্ধ্যা ৭:২৭

এম টি উল্লাহ বলেছেন: আপনাকে ধন্যবাদ

৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:১৯

প্রশ্নবোধক (?) বলেছেন: মসজিদ ভেংগে মন্দির করা যাবে কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.