নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
▶প্রতারণামুলকভাবে আইনানুগ বিবাহের বিশ্বাসে প্ররোচিত করে স্বামী স্ত্রীরূপে সহবাস অাজকাল অহরহ দেখা যাচ্ছে। যার ফলে বিশেষভাবে ভুক্তভুগি হচ্ছে নারীরা। সামাজিক অবস্হা চিন্তা করে অনেকে নেয় না অাইনগত পদক্ষেপ। যার কারণে বরং অপরাধটা মাথাছাড়া দিয়ে বৃদ্ধি পাচ্ছে দিন দিন।অাসুন জেনে নি কি অাছে অাইনে এ ব্যাপারে।
▶১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৩ ধারায় বলা হয়েছে:
➡কোনো ব্যক্তি যদি কোনো নারীকে প্রতারণামূলক আইনসম্মত বিবাহিত বলে বিশ্বাস সৃষ্টি করায়,
কিন্তু আদৌ ওই বিয়ে যদি আইনসম্মতভাবে না হয়ে থাকে
এবং
ওই নারীর সঙ্গে যৌন-
সম্পর্ক স্থাপন করে,
তাহলে অপরাধী ১০ বছর পর্যন্ত যেকোনো মেয়াদের সশ্রম
বা
বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হবে।
▶অভিযোগ প্রতিষ্ঠিত করতে হলে যেসব বিষয় প্রমান করা প্রয়োজন:
▶অভিযুক্ত ব্যক্তি কোন নারীর সাথে যৌন সংগম করেছিলেন ।
▶উক্ত ব্যক্তি তাহার সাথে আইনানুগভাবে বিবাহিত ছিলোনা
▶ উক্ত নারী সহবাসে সম্মতি হয়েছিলেন এই বিশ্বাসে যে ,তিনি উক্ত ব্যক্তির সহিত আইনানুগভাবে বিবাহিতা ।
▶ তাহার উক্ত বিশ্বাস উদ্দীপ্ত হয়েছিলো উক্ত ব্যক্তির প্রতারণায় ।
জামিনযোগ্য কি না:
জামিনযোগ্য নহে ।
আপোষযোগ্য কি না:
বিচারকের অনুমতি সাপেক্ষে আপোষযোগ্য ।
০১৭৩৩ ৫৯৪ ২৭০
[email protected]
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
এম টি উল্লাহ বলেছেন: ভাল বলেছেন।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৫
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: এদের দুজনকেই ঠ্যাঙানো দরকার...
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
এম টি উল্লাহ বলেছেন: সেটাই
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৩
সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৫৭
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:২৫
কানিজ রিনা বলেছেন: একটি ছেলে যখন একটি মেয়ের সাথে
প্রতারনা মুলক প্রেম করে লালায়ে ভুলায়ে
বিয়ের কথা বলে মেয়ের ইজ্জত হরন করে
পরে কেটে পরে তখন ছেলেটা আইনত
দন্ডে অপরাধী। ধন্যবাদ
১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৪৪
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ
৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
উদাসী স্বপ্ন বলেছেন: পোস্টে এই ছবিটা কার? ওনার সাথে পোস্টের কি সম্পর্ক? ভাইজান কি অপরাধী?
৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৫২
কূকরা বলেছেন: ছবি দিয়া উদাসী উল্লুকের কি দরকার?
৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
রাজীব নুর বলেছেন: হুম।
৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৪
প্রশ্নবোধক (?) বলেছেন: ছেলেটি মেয়েটিকে ফুচকা, বাদা, চটপটি খাওয়ায়ে, পটিয়ে পাটিয়ে কোন রকমে প্রেম শুরু করল।
তারপর তারা একদিন ডেটিংয়ে গেল। ছেলেটি মেয়েটিকে অনেক চুমু খেল আদর করল পুরো শরীরে, খুলে ফেলল সব কাপড় । তারপর যখন পানিপথের যুদ্ধ শুরু হবে তখন মেয়েটি বেকে বসে বলল, " না, এমনটা করা যাবেনা ,মনে পড়েছে মায়ের বারণ আছে।"
ছেলেটি বলল," বাহ্ তোমার বুদ্ধি তো প্যারাসুটের মত, না খুললে কাজ করে না।"
১৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২১
এম টি উল্লাহ বলেছেন: ভাল লাগল।
©somewhere in net ltd.
১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:৩৬
অভীক অর্ণব বলেছেন: এই আইন অমানবিক। নারী-পুরুষ উভয়ের সম্মতিতে শারীরিক সম্পর্ক করছে। কিন্তু বিয়ে না করলে পুরুষের শাস্তির বিধান রয়েছে কিন্তু নারীর জন্য নাই। বেশীরভাগ ক্ষেত্রে নারী আগে বিয়ে করে অন্য পুরুষের সাথে সংসার শুরু করে। তখন কেউ প্রতারনার অভিযোগ তুলে না ।