নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

অাইন অনুযায়ী পুলিশ যে সব পরিস্হিতিতে গুলি করতে পারে

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:১৮




অাইন বিশেষ পরিস্হিতিতে পুলিশ তথা অাইন শৃঙ্খলা বাহীনিকে গুলি করার অনুমিত প্রদান করেছে।তাও বিশেষ পদ্ধতি ও পরিস্হিতির প্রেহ্মাপটে।
অাইন অনুযায়ী যখন পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারে:
▶পুলিশ প্রবিধানের ১৫৩ ধারায় (পি আর বি ১৯৪৩) অনুযায়ী পুলিশ আগ্নেয়াস্রের ব্যবহার করতে পারবে।

▶পুলিশ প্রবিধান ১৫৩ (ক) (i) অনুযায়ী:
➡পুলিশ ব্যক্তিগত আত্মরক্ষা বা সম্পত্তি রক্ষার অধিকার প্রয়োগ করার জন্য আগ্নেয়াস্র ব্যবহার করতে পারবে। (দণ্ডবিধি আইনের ৯৬-১০৬ ধারা)
▶পুলিশ প্রবিধান ১৫৩ (ক) (ii) অনুযায়ী:
➡ পুলিশ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। (ফৌজদারি কার্যবিধির ১২৭-১২৮ ধারা)
▶ পুলিশ প্রবিধান ১৫৩ (ক) (iii) অনুযায়ী:
কোন কোন পরিস্থিতিতে পুলিশ গ্রেফতার কার্যকর করার জন্য আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবে। (ফৌজদারি কার্যবিধির ৪৬ ধারা)
▶পুলিশ প্রবিধান ১৫৩ (খ) অনুযায়ী:
ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার প্রয়োগের জন্য পুলিশ আগ্নেয়াস্ত্রের ব্যবহার করতে পারবে। এ অধিকার দণ্ডবিধি ১৮৬০ এর ৯৬-১০৬ ধারায় সুরক্ষিত আছে।
▶প্রবিধান ১৫৩ (গ) অনুযায়ী:
বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করতে উপায়ন্তর না দেখে জনতার উপর গুলি বর্ষণের আদেশ একজন ম্যাজিস্ট্রেট, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বা উচ্চ মর্যাদার কোন অফিসার দিতে পারবেন। ম্যাজিস্ট্রেট এবং থানার ওসি উপস্থিত না থাকলে পুলিশ দলের অধিনায়ক দাংগাকারিদের বা নাশকতাকারীদের উদ্দেশে অনেকবার সতর্কবাণী প্রদান করেও তারা ছত্রভঙ্গ না হলে পুলিশ গুলি বর্ষণ করতে পারবেন।
প্রবিধান ১৫৩ (ঘ) বা ফৌজদারি কার্যবিধি ৪৬ ধারা অনুযায়ী কোন অপরাধী যদি গ্রেফতার এড়ানোর জন্য বল প্রয়োগ করে তাহলে পুলিশ গুলি বর্ষণসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহন করতে পারবেন

উপরোক্ত বিশ্লেষণ থেকে ব্যাপার টা স্বচ্ছ পুলিশের আগ্নেয়াস্ত্র ব্যবহার একান্তই রাষ্ট্রীয় নিরাপত্তা ও মারাত্মক পরিস্হিতিতে অাত্মরক্ষার প্রয়োজনে শুধুমাত্র অনুমোদিত কিংবা দাগী অাসামী দরার প্রয়োজনে। তাও ক্ষেত্রে ভেদে অনুমতি সাপেক্ষে। এর ব্যতিক্রম হলে কিংবা উক্ত কারণগুলোর যথাযথ ব্যাখ্যা না দিতে পারলে তা আইনের আওতায় আসে।

-এম টি উল্যাহ
০১৭৩৩ ৫৯৪ ২৭০
[email protected]

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:২৬

এস এম মামুন অর রশীদ বলেছেন: এত কম কারণে পুলিশ গুলি করতে পারে! পুলিশদের তো তাহলে গুলিস্বাধীনতা বলে কিছু রইল না। তাত্ত্বিক পোস্টে ধন্যবাদ, অন্তত কিছু নিয়মকানুন জানা হবে সবার।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ।

২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৯

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনি কি আমার মন্তব্যে নোটিফিকেশন পান?

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৩:০২

এম টি উল্লাহ বলেছেন: পাই

৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:০৯

রাজীব নুর বলেছেন: যত জানছি ততই বিচলিত হচ্ছি।

১৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৫

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ বিচলিত হওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.