নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

হঠাৎ পুলিশ এসে অাপনাকে গ্রেপ্তার করল "মামলার" কারণে।কি করণীয় তখন অাপনার???

১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:২৬

▶ধরে নিন, আপনার বিরুদ্ধে থানায় এজাহার হয়েছে। তারপর,পুলিশ হঠাৎ আপনাকে গ্রেপ্তার করল।
▶ গ্রেপ্তারের ২৪ ঘণ্টার মধ্যে আপনাকে আদালতে প্রেরণ করা হবে।
তখন আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করতে হবে।
▶যদি আদালত জামিন দেয় , তাহলে জামিনদারের জিম্মায় আপনার জামিননামা সম্পাদন করতে হবে।
▶যদি জামিন না হয়, তাহলে পর্যায়ক্রমে উচ্চ আদালতে জামিনের আবেদন করতে হবে।

▶যদি থানায় মামলা না হয়ে সিআর মামলা (আদালতে মামলা) হয়, তাহলে আদালত সমন দিতে পারেন
অথবা
গ্রেপ্তারি পরোয়ানাও জারি করতে পারেন।
▶এ ক্ষেত্রে আত্মসমর্পণ করে জামিন চাইতে হবে। ক্ষেত্রবিশেষে হাইকোর্ট বিভাগে আগাম জামিন চাইতে পারেন।
▶যদি জামিন হয়, তাহলে মনে রাখতে হবে, নিয়মিত হাজিরা না দিলে জামিন বাতিল হতে পারে।
▶ তখন অাদালত পত্রিকায় বিজ্ঞপ্তি দিতে পারে। এতে হাজির না হলে মালামাল ক্রোকের আদেশ হতে পারে
এবং
আপনার অনুপস্থিতিতেই বিচার হতে পারে।
▶যদি দেওয়ানি মোকদ্দমা হয়, তাহলে জবাব দাখিলের জন্য আদালত সমন পাঠাবে অাপনাকে । নির্ধারিত তারিখে হাজির হয়ে আইনজীবীর মাধ্যমে জবাব দাখিল করতে হবে। পরবর্তীতে সময়ে মোকদ্দমা ধারাবাহিকভাবে এগোবে।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১

সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৪৯

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য।

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩৭

সৈয়দ ইসলাম বলেছেন:
এই এগুনোটাই বাংলাদেশের সমস্যা।

আমার উকিল আমার জায়গার সমস্যাটা সর্বোচ্চ তিন মাসে শেষ করে দিবে বলে আজ দুই বছর হাটাচ্ছে।

কিছু বললাম না, যান X((

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

এম টি উল্লাহ বলেছেন: দুঃখজনক।

৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩১

মেহেদী হাসান হাসিব বলেছেন: গুরুত্বপূর্ণ পোস্ট

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫০

এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ

৪| ১২ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪

রাজীব নুর বলেছেন: অকারনে পুলিশ গ্রেফতার করলে হাতে কিছু টাকা গুঁজে দিতে হবে। টাকা না দিলে নানান টাল বাহানা করে আমাকে থানায় নিয়ে অযথা ঝামেলা করবে।
তাই হাতে কিছু টাকা গুঁজে দিলে সমস্যার সমাধান। পুলিশ ধরবে আর টাকা নিবে না তা হয় না আমাদের দেশে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১:৫১

এম টি উল্লাহ বলেছেন: ভালো সমাধানের কথা বলেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.