নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
এই ধরনের সমস্যার সমাধানের জন্য আছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯।
=>>>যেভাবে নেবেন আইনের আশ্রয়:
>ভোক্তা অধিকার রক্ষার জন্য রয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
>>আপনি যেদিন প্রতারণার শিকার হবেন(যে কোন ধরনের) সেদিন থেকে ৩০ দিনের মধ্যে আপনার নাম, পিতা ও মাতার নাম, ঠিকানা, ফোন নম্বর, ফ্যাক্স ও ই-মেইল (যদি থাকে) উল্লেখ করে এ ব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের (ঢাকার কারওয়ান বাজারের টিসিবি ভবনে অবস্থিত) মহাপরিচালক কিংবা অধিদপ্তরের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করতে হবে।
>>৩০ দিনের মধ্যে আবেদন না করলে অভিযোগ গ্রহণযোগ্য হবে না।
তবে এই আইনের অধীনে আদালতে সরাসরি কোনো মামলা করা যায় না।
অভিযোগের তদন্তসাপেক্ষ মামলা শুধু ভোক্তা অধিদপ্তর করতে পারবে।
যেসব জেলায় অধিদপ্তরের শাখা নেই সেসব জেলায় এই আইনে মহাপরিচালককে যে ক্ষমতা দেওয়া হয়েছে তা জেলা ম্যাজিস্ট্রেটের ওপর ন্যস্ত থাকবে।
আপনার ক্ষতি যদি আর্থিক মূল্যে নিরূপণযোগ্য হয়, তবে ক্ষতিপূরণ দাবি করেও যুগ্ম জেলা জজ আদালতে মামলা করতে পারবেন।
আদালত ক্ষতিপূরণ প্রদান ছাড়াও পণ্যের প্রতিস্থাপন বা ফেরত দিয়ে পণ্যের দাম ফেরত দেওয়ার নির্দেশ দিতে পারেন। এ ছাড়া অভিযোগ করার পর তদন্তে অভিযোগটি প্রমাণিত হলে জরিমানা হিসেবে যে টাকা আদায় করা হবে, তার শতকরা ২৫ ভাগ টাকা আপনি পাবেন। এ ছাড়া তথ্য অধিকার আইন ২০০৯ অনুসারে প্রত্যেক ভোক্তার তাঁর সেবা সম্পর্কে জানার অধিকার রয়েছে।
##শাস্তি:
এসব অপরাধের শাস্তি অনূর্ধ্ব তিন বছরের কারাদণ্ড
এবং
অনধিক দুই লাখ টাকা জরিমানা
কিংবা
উভয় দণ্ডের বিধান রয়েছে।
তবে দণ্ডিত ব্যক্তি একই অপরাধের পুনরাবৃত্তি করলে তিনি বর্ণিত দণ্ডের দ্বিগুণ দণ্ডে দণ্ডিত হবেন
১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৯
এম টি উল্লাহ বলেছেন: তাহলেই তো পরিবর্তন আসবে।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৪
কে ত ন বলেছেন: আমি থাকি দিনাজপুরে, ঢাকায় কিভাবে লিখিত অভিযোগ জানাব?
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:১৭
সনেট কবি বলেছেন: ভাল পোষ্ট।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৭
রাজীব নুর বলেছেন: সবাই যদি এই অভিযোগ দিতে শুরু করে তাহলে লাইন লেগে যাবে।