নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
অপরাধ সংঘটনের পর বিচারপ্রার্থীর প্রথম কাজ হলো থানায় মামলা দায়ের করা। এর পর মামলা তদন্তের মাধ্যমে শুরু হয় বিচারকাজ।
কিন্তু অনেক সময় দেখা যায়, প্রভাবশালীদের চাপে থানার পুলিশ মামলা নিতে চায় না। মামলার বাদী তুলনামূলক দুর্বল হলে থানার পুলিশ এ ধরনের অসদাআচরণ করে থাকে।
▶কি করবেন তাহল??অাইন কি বলে?
>>>চারটি উপায়ে পুলিশের ফাজলামির বিরুদ্ধে ভিকটিম বা ভিকটিমের পরিবার প্রতিকার পেতে পারেন।
১.◾ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের :
>থানায় পুলিশ মামলা নিতে না চাইলে আইনজীবীর পরামর্শক্রমে নিকটস্থ ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা যেতে পারে।
>এ প্রক্রিয়ায় মামলা করলে আদালতে সংশ্লিষ্ট থানাকে মামলাটি রুজুপূর্বক তদন্তের নির্দেশ দেবে এবং আদালতের এ নির্দেশ মানতে বাধ্য।তুলনামূলক এটি সহজতর প্রন্থা।
২.◾হাইকোর্টের রিট প্রতিকার:
>দ্বিতীয় প্রক্রিয়া হলো থানা পুলিশ মামলা নিতে না চাইলে হাইকোর্টে রিট দায়ের করে প্রতিকার চাওয়া যায়।
> রিট আবেদনে ভিকটিম বা তার পরিবার থানায় মামলা দায়েরের অনুমতি প্রদান ও আসামিদের গ্রেফতারের আদেশ প্রার্থনা করতে পারেন।
> হাইকোর্ট বিভাগ রায় প্রদান করলে পুলিশ রায় মানতে বাধ্য।
৩.◾মানবাধিকার কমিশনে অভিযোগ দাখিল :
পুলিশ মামলা নিতে না চাইলে প্রতিকার চাওয়ার তৃতীয় মাধ্যম হলো জাতীয় মানবাধিকার কমিশন।
৪.◾এ ছাড়া বেসরকারি মানবাধিকার কমিশনের কাছেও এ ধরনের অভিযোগ দিতে পারেন। বিশেষ করে নারী নির্যাতন ও মানবিক মানবাধিকার সংশ্লিষ্ট বিষয়গুলো মানবাধিকার কমিশনের কাছে আবেদন করলে তাঁরা এ বিষয়ে পদক্ষেপ নিয়ে অাপনাকে সহযোগিতা করতে পারে।
⏩মামলার পদ্ধতি :
>নালিশি মামলার ক্ষেত্রে কেউ অভিযোগ দায়ের করে পরবর্তী শুনানির দিন বাদী অাদালতে হাজির হতে হবে।
> যদি সংশ্লিষ্ট বাদী আদালতে হাজির না হয় কিংবা ঘটনা তদন্তের যদি অভিযোগের সত্যতা প্রমাণিত না হয়, তবে ম্যাজিস্টেট মামলাটি খারিজ করে দিতে পারেন। >অভিযোগকারী চাইলে এর বিরুদ্ধে জজ আদালতে বা হাইকোর্টে যেতে পারেন।
▶অাইনের অাশ্রয়ের জন্য করণীয় :
পুলিশ থানায় কখনো মামলা নিতে না চাইলে আইনানুযায়ী যে কেউই এ রকম সরাসরি ম্যাজিস্ট্রেট আদালতে গিয়ে নালিশি মামলা করে আইনের আশ্রয় প্রার্থনা করতে পারেন। তবে বাস্তবতায় অধিকাংশ ক্ষেত্রেই অসহায় ও দরিদ্র বিচারপ্রার্থীরা থানায় আইনের আশ্রয় না পেলে নানাবিধ প্রতিবন্ধকতার দরুন ম্যাজিস্ট্রেট আদালত পর্যন্ত পৌঁছাতে পারেন না। জনগণের ন্যায়বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করতে তাই সরকারের আইনি সহায়তা প্রদান কর্মসূচিও ব্যাপক পরিসরে বাড়ানো সময়ের দাবী।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
এম টি উল্লাহ বলেছেন: হ্যাঁ
২| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: আপনার পোস্টগুলো খুব দরকারী।
তবে আমার মতে, পোস্টগুলো ড্রাফ্টে রেখে, প্রতিদিন দুটো করে পোস্ট করা যায়। এতে আমাদের পড়তে ও বুঝতে সুবিধে হবে।।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৫
এম টি উল্লাহ বলেছেন: অসংখ্য ধন্যবাদ
৩| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৪
অক্পটে বলেছেন: সুন্দর পোস্ট। থানায় মামলা নিতে চায়না এটি খুব সত্য কথা।
০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৫৬
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ
৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:১৪
প্রামানিক বলেছেন: পোষ্টের জন্য ধন্যবাদ
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
এম টি উল্লাহ বলেছেন: স্বাগতম।
৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৪৬
রোজনামচা বলেছেন: অনেক দরকারি টিপস দিলেন আপনাকে অনেক ধন্যবাদ
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ১০:১৪
এম টি উল্লাহ বলেছেন: স্বাগতম আপনাকে।
৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
রাজীব নুর বলেছেন: কানছি আর সচেতন হচ্ছি।
০৭ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৪৬
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৮:০৬
বোববুরগের বলেছেন: I thought we can submit complains to the police online now, and they can't delete the reports
©somewhere in net ltd.
১| ০৬ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১১:৩১
চিটাগং এক্সপ্রেস বলেছেন: আপনি কি ঢাকা জর্জ কোর্টে প্র্যাকটিস করেন??