নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah
আইন অঙ্গনের উপাখ্যান নিয়ে রচিত "অসমাপ্ত জবানবন্দী" নামক জাগৃতি প্রকাশনী থেকে প্রকাশিত উপন্যাসটি প্রকাশিত হয় ২০১৮ এর একুশে বই মেলায়। একজন 'ল গ্রাজুয়েটের শিক্ষানবিশ সময়ের বিচিত্র দিক, আইন অঙ্গনের নানা রকম বাস্তবতার চিত্র, নানাবিধ সমস্যা-সংকট ও এক বিচার প্রত্যাশী তরুণীর কাহিনীকে কেন্দ্র করে বয়ে যাওয়া ঘটনাবলির বর্ণনা উপন্যাসটিতে তুলে ধরার চেষ্টা করেছি। কিন্তু স্বল্প সময়ের ব্যবধানে উপন্যাসটি আদালত পাড়ায় বিচরণকারী বিচার প্রার্থী, আইনের শিক্ষার্থী, শিক্ষানবিশ,আইনজীবী এবং আইন-আদালত নিয়ে আগ্রহী মানুষের নজর কাটার পাশাপাশি আমাকে করতে হচ্ছে নানাবিধ প্রশ্নের সম্মুখীন। প্রশ্ন হচ্ছে আমার বইয়ের মাধ্যমে যে ম্যাসেজটি সমাজকে দিতে চেয়েছি তা কি হচ্ছে কিংবা প্রতিক্রিয়া কি পজেটিভ হচ্ছে নাকি নেগেটিভ! কিছু কিছু ক্ষেত্রে নাকি বেশী আক্রমাণত্মক হয়ে গিয়েছে !নাকি সঠিক চিত্রেই ওঠে এসেছে! সবচেয়ে ভাল লাগা এবং ভালবাসার কথা হচ্ছে এই বইটি পড়ে প্রতিক্রিয়া জানান নি এমন কাউকে আমি পাই নি।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৮
এম টি উল্লাহ বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৮
চাঁদগাজী বলেছেন:
কো পরিমাণ পাঠক আপনার বই পেয়েছেন (কিনেছেন, বা ফ্রি পেয়েছেন)?
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০২
ইব্রাহীম আই কে বলেছেন: সাধারণত এই ধরণের পড়া হয়না, তবে চেষ্টা করব সংগ্রহ করে পড়ার জন্য।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ
৪| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:০৫
চাঁদগাজী বলেছেন:
কি পরিমাণ পাঠক আপনার বই পেয়েছেন (কিনেছেন, বা ফ্রি পেয়েছেন)?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৪
এম টি উল্লাহ বলেছেন: যথাযথ হিসাব এখনো পায় নি। তবে , যথেষ্ট সাড়া পড়েছে।
৫| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২০
জুনায়েদ বি রাহমান বলেছেন: মেসেজ সবার কাছে পৌঁছে দিতে চাইলে, প্রকাশনা বাবদ খরচাদি উঠে যাওয়ার পর পিডিএফ সংস্করণ তৈরি করে অনলাইনে দিয়ে দিন। আমার মতো অভাবী'রা পড়বে।
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৫
এম টি উল্লাহ বলেছেন: ধন্যবাদ।
৬| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫০
চাঁদগাজী বলেছেন:
কি পরিমাণ বই চাপানো হয়েছিলো?
০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭
এম টি উল্লাহ বলেছেন: ২০০০ হাজার ( প্রকাশকের তথ্য মতে)
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩
রাজীব নুর বলেছেন: আপনার জন্য অনেক শুভ কামনা।