নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জ্ঞান যেখানে সীমাবদ্ধ, বুদ্ধি সেখানে আড়ষ্ট, মুক্তি সেখানে অসম্ভব।

এম টি উল্লাহ

উপন্যাস ‘‘অসমাপ্ত জবানবন্দী’’ ও ‘‘নিরু”, মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস ‘‘মায়ের মুখে মুক্তিযুদ্ধ’’ ও ‘‘একাত্তরের অবুঝ বালক’’ এর লেখক। পেশায়-আইনজীবী। কর্মস্থল- হাইকোর্ট।www.facebook.com/mohammad.toriqueullah

এম টি উল্লাহ › বিস্তারিত পোস্টঃ

আর কত এই রকম দুর্ঘটনা দেখতে হবে জাতিকে?

২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৬

Click This Link style='border: 1px solid #ccc;align:center;clear:both' width='120' />









[img|http://ciu.somewherein.net/ciu/image/122208/small/?token_id=d64091f94f1c3d59277cd7cf334f8098



[img|http://ciu.somewherein.net/ciu/image/122195/small/?

token_id=336eaa



মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আল্লাহ পাক সবাইকে রক্ষা করুন

২| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:০৮

সাইবার অভিযত্রী বলেছেন: মর্মান্তিক।

৩| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:১২

রাফি মানিক বলেছেন: যতোদিন ঐরকম ভবন মালিক অথবা গার্মেন্টস মালিকরা শাস্তি না পাবে!

৪| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

কে বা কারা বলেছেন: গতকাল এক যৌথ সাংবাদিক সম্মেলন করে বিজিএমইএ, বিকেএমইএ এবং বিটিএমইএ বলেছে, রাজনৈতিক সহিংসতা আর অনিশ্চয়তা অব্যাহত থাকলে শ্রীলঙ্কার মতো বাংলাদেশও বিশ্ববাজার হারাতে পারে।

আচ্ছা!

এমতাবস্থায় যখন রানা প্লাজা ধ্বসে লাশের মিছিল তৈরি হয় কিংবা তাজরীনে আটকে রেখে শ্রমিকদেরকে পুড়িয়ে মারা হয়, সেটার জন্য কার ফঁসি চান আপনি?

"
প্রসঙ্গত, মঙ্গলবারের ফাটলের পর ভবনটিতে থাকা তিনটি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক-কর্মচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানাগুলোতে ছুটি ঘোষণা করা হলে তাড়াহুড়ো করে নামতে গিয়ে অনেক আহত হন।

তখন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরদার ভবনটি পরিদর্শন শেষে বলেছিলেন, ফাটলের অবস্থা অস্বাভাবিক নয়। একটি দেয়ালের প্লাস্টার খসে গেছে ও আরেকটি পিলারের সামনে ফাটল দেখা দেছে। এ ঘটনায় কোনো ধরনের দুর্ঘটনার শঙ্কা নেই, জানিয়েছিলেন জনাব কবির। একই কথা বলেছিলেন ভবন মালিক ও স্থানীয় সাভার পৌর যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সোহেল রানা।
"

১. নামকাওয়াস্তে একটা বিল্ডিং তৈরি করে শ্রমিকদেরকে একটা প্যান্টের চেয়েও কম [৫০ ডলার] মজুরি দিয়ে ক্রোড়পতি বনে যাওয়া মালিকগুলোর?

২. পুলিশ নামের যেসব সন্ত্রাসী এদেশের পরিস্থিতি জঘন্য করে রেখেছে অথবা টাকার বিনিময়ে সব অনিয়ম চলতে দিচ্ছে তাদের?

৩. [দুই হাজার টাকা বেতনের গার্মেন্ট শ্রমিকসহ] ১৬ কোটি জনগণের ট্যাক্স-ভ্যাটের টাকায় আমলা-মন্ত্রী-এমপি প্রশাসনের যেসব অমানুষ এগুলো ঘটতে দিচ্ছে তাদের?

৫| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩২

সাদামাটা মানুষ ০৭ বলেছেন: একটু লক্ষ্য করলে দেখবেন মৃতদের মধ্যে মহিলারাই বেশী । সামান্য টাকার লোভ দেখিয়ে এদেরকে কাজে লাগানো হয় । অথচ দুর্ঘটনায় তাদেরকেই বেশী বিপদে পরতে হয় ।

৬| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৩৯

খাটাস বলেছেন: আল্লাহ পাক সবাইকে রক্ষা করুন

৭| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:০৬

শরীফ উদ্দীন বলেছেন: যতদিন না আমি আপনি এমন কোন এক দুর্ঘটনায় মারা না যাই (আল্লাহ না করুক) ততদিন পর্যন্ত দেখতে হবে। কারণ এই মগের মুল্লুকে কে কার বিচার করবে?!?!?! তার উপর আবার একটার পর একটা ভারত ঘেষা দেশ বিরোধী চুক্তি করেই যাচ্ছে।..... কবে যে এদেশের রাজনীতিবিদদের মধ্যে জনগণপ্রীতি ও দেশপ্রেমের উদয় হবে....? নাকী কেয়ামতের আগে এমন সম্ভানা নাই....?!!

৮| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:১৭

একাকী বাংলাদেশি বলেছেন: যারা বাংলা ১ম পত্র পরীক্ষা দিচ্ছিলেন তারা এখন কি করছেন? পরীক্ষা কি দিয়েই যাচ্ছেন নাকি জরুরী প্রয়োজনে পরীক্ষা স্থগিত করেছেন?

৯| ২৪ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৪:৩৯

পেন্সিল চোর বলেছেন: আল্লাহ্‌ আমাদের রক্ষা করুন.....

১০| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:২৪

এম হুসাইন বলেছেন: আর কতো লাশ দেখতে হবে আমাদের???????????

এ লজ্জা কোথায় রাখি???

আল্লাহ্‌ পাক এ শোক কাটিয়ে ওঠার শক্তি দিন......

১১| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

দিকভ্রান্ত*পথিক বলেছেন: ইয়া আল্লাহ আমাদেরকে রক্ষা করো। আই ধ্বংস হয়ে যাচ্ছি, মনের ভেতরে মরে যাচ্ছি :(( :(( :((


ওই কবরে জিন্দালাশ বানাতে ওই মেহেনতিদের যারা পাঠাইছে, তাদেরকে খুন করে খুনি হয়ে যেতে ইচ্ছা করে আমার।

হায় মানবতা, হায়.. তুমি কোথায় লুকালে!!

১২| ২৪ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৫৬

মোস্তফা কামাল পলাশ বলেছেন: তাজররিন গার্মেন্টসে আগুন লেগে ২০০+ মরল, স্পেকট্রাম গার্মেন্টস ধসে পড়ে ১০০+ এবার রানা ভবন; কতটি লাশের অপেক্ষা ???? ঐ সকল দূর্ঘটনার জন্য দায়ি কোন মানুষের শাস্তি হয়েছে বলে কি শুনেছেন ???

আমরা কি করতে পারি অশ্রু বিসর্জন ছাড়া???

১৩| ২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ১:২০

আকাবাকা বলেছেন: সাভারে দূর্ঘটনায় পড়া ভাই-বোনদের আল্লহ হেফাজত করুন। আর মৃত মুমিন ও মুমিনাদের শহীদ হিসেবে কবুল করুন। আল্লাহ্‌ না করুন এমন অনাকাংক্ষিত বিপদ আমাদের যে কারও জীবনে এসে পড়তেই পারে। বিপদে পড়লে আল্লহর নিকট দোয়া করার একটি উত্তম পন্থা হচ্ছে নিজের কোন নেক আমলের উসিলা করে আল্লহর নিকট সাহায্য চাওয়া, যেমনটির বর্ননা রয়েছে গুহাতে আটকে পড়া তিন জন ব্যাক্তির ঘটনা থেকে। তারা নিজ নিজ ভালো আমল এর উসিলা দিয়ে আল্লহর নিকট সাহায্য চেয়েছিলো এবং আল্লহ তাদের গুহায় আটকে পড়া বিপদ থেকে উদ্ধার করেছিলেন।

আর একটি উত্তম দোয়া হচ্ছে, "লা ইলাহা ইল্লা আন্তা সোব্‌হানাকা ইন্নি কুন্তু মিনাজ্‌ জোয়ালিমিন" অর্থঃ "কোন মাবুদ নেই আপনি ছাড়া। আপনি পূত ও পবিত্র, অবশ্য আমি আমার আত্নার উপর অত্যাচারকারী"।

আল্লাহ পরীক্ষার জন্য আমাদের জন্য যতটুকু বিপদ রেখেছেন এবং আজাবজনিত সকল বিপদ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। আমীন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.