নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
বরষার জলে যদি চোখ ভিজে যায়,
ভেবো না, ভিজছে চোখ তোমার বেদনায়।
মেঘে ঢাকা মনটাকে ধুয়ে নিই জলের ছোঁয়ায়,
বরষায় যদিও কাঁদে মন হায়।
তবু ভেবো না, কাঁদছি তোমার বেদনায়।
মেঘের আড়ালে যে রোদ হাসে,
তাকে তো যায় না দেখা অভিমান শেষে।
জানি, বরষায় সবই ম্লান লাগে,
তবু ভেবো না হৃদয় ভেঙেছে,
মেঘের আড়ালে আবার আলো হাসে।
দেখো, একদিন রোদের আলোয়
ভিজে যাওয়া মনও হাসবে নতুন স্বপ্নের ছোঁয়ায়।
আকাশ ভাঙা শ্রাবণের ধারায়
সব অভিমান ধুয়ে যাবে কামনার জলে।
বরষা শেষে তোমার আমার মন মিলবে সেই আলোয়,
যেখানে থাকবে না আর কোনো মেঘের ছায়া।
যেখানেই থাকো, থেকো পরম সুখে,
আমি থাকব মনের কোণে সংগোপনে।
জানবে না কেউ বরষায় ভেজা যাতনা,
চোখের জলে মিশে গেছে নীরবে।
কেটে যাবে মেঘ, ফুটবে আলো,
আবার তুমি হাসবে আপন মনে।
তবু আমি রয়ে যাব তোমারই,
বরষার সুরে, চির অমলিন স্মৃতির ভিড়ে।
খুজে পেতে এসো, বটের তলে,
নদীর জলে, শান বাধান জলের তলে।
এসো শ্যামলিমায়, মেঘ ভেজা কাকেদের দলে,
এসো পুর্নিমায়, এসো শরৎ প্রভাতে, লাজ ভাংগা বধুর আচলে।
অনুরাগে লেপটে যাওয়া চোখের কাজলে।
আমারেই পাবে তুমি তাহাদের ভিড়ে।
২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫০
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ!!
২| ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর কবিতা
২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ।
৩| ২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:২৬
মরুভূমির জলদস্যু বলেছেন:
- কবিতা ভালো হয়েছে। প্রথম ৪টি লাইন অসাধারণ হয়েছে।
২০ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১:২৫
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৪| ২০ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০১
আজব লিংকন বলেছেন: একদিন রোদের আলোয়
ভিজে যাওয়া মনও হাসবে নতুন স্বপ্নের ছোঁয়ায়।
সুন্দর ।
২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫১
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
৫| ২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৭
জুল ভার্ন বলেছেন: চমৎকার কবিতা!
২০ শে অক্টোবর, ২০২৪ রাত ৯:৫২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ২০ শে অক্টোবর, ২০২৪ সকাল ৯:৫৬
এম ডি মুসা বলেছেন: Excellent