নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দূরে থাকুন তারা যারা ধর্মকে পুঁজি করে জীবিকা নির্বাহ করেন। দূরে থাকুন তারা যারা ১৯৭১ থেকে অদ্যাবদি বাংলাদেশবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত এবং সকল পাকিস্তানী প্রেমী , রাজাকার ও তাদের ছানাপোনা ।
অনন্ত আকাশ ছুয়ে বলছি ভালো নেই।
ঘন কালো মেঘের প্রতিক্ষায় কাটিয়ে দেয়া ক্ষন গুলো
এখন বড্ড এক ঘেয়ে লাগে। ঘোলাটে মেঘ খেলা করে
আসমানের দূর দিগিন্তে। মেঘ বলছে সে ভালো নেই।
অসহ্য তাপদাহে যে সুর্য রশ্মি কে শাপ শাপন্ত করছি
চর্ম পিষ্ঠ পুড়িয়ে দেবার দায়ে।
আজ তাকেই প্রার্থনা করি প্রতি নিয়ত।
এক মুঠ আলো, এক মুঠ রশ্মির তরে।
সে লুকিয়ে গেছে হলদেটে জন্ডিস আক্রান্ত মেঘের আড়ালে।
ভালো নেই, আমি ভালো নেই।
আমরা ভালো নেই। আমাদের ভালো থাকা হয় না।
ভালো থাকার প্রতিনিয়ত চেষ্টা কেবল ব্যার্থতার
আবর্জনায় জড় হয় আবর্জনাগারে।
শহরের কোনায় কোনায় উপচে পরে আবর্জনা।
০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪২
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !
২| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১১:৩৬
সোনাগাজী বলেছেন:
দেশের কেহই ভালো থাকার কথা নয়।
০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৩
রানার ব্লগ বলেছেন: সম্ভাবত দেশের মানুষ ভালই আছে । নতুন স্বাধীনতার স্বাদ নিচ্ছে ।
৩| ০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:০৪
জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো হয়েছে।
০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৩
রানার ব্লগ বলেছেন: ধন্যবাদ !
৪| ০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৫৭
আজব লিংকন বলেছেন: পৃথিবীর রঙ্গমঞ্চে সবাই যখন উদভ্রান্ত
ভালো থাকার অভিনয়ে তখন আমিও যে বড় ক্লান্ত।
আমার থেকে বাজে অভিনেতা আর একটাও নেই।
যদি সত্যি জানতে চাও তবে বলবো আমিও যে ভালো নেই।
০১ লা অক্টোবর, ২০২৪ দুপুর ১:৪৪
রানার ব্লগ বলেছেন: বাহ ! বেশ লিখেছেন !! ধন্যবাদ !
৫| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৯
মিরোরডডল বলেছেন:
ভালো থাকা দুর্লভ হয়ে গেছে।
০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৪:৪৬
রানার ব্লগ বলেছেন: ভালো থাকার অনেক দাম ! বাজারে আগুন !!
৬| ০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:০৩
মিরোরডডল বলেছেন:
জানি সময় লাগবে, তারপরও দেখতে দেখতে দুই মাস হয়ে গেলো।
এখনো কেনো বাজারে আগুন?
০১ লা অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৪০
রানার ব্লগ বলেছেন: বাজার নিন্ত্রনহীন তাই
©somewhere in net ltd.
১| ০১ লা অক্টোবর, ২০২৪ সকাল ১১:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: খুব সুন্দর। তবে ভালো থাকার চেষ্টা করতে হবে।