নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ নিষিদ্ধ হলো, রগকাটাদের ষ্টেটাস কি এখন?

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:১৭



ছাত্রলীগকে ব্যান করার দরকার ছিলো শেখ সাহেবের; ১৯৭২ সালে শেখ সাহেব যদি ছাত্রলীগকে ব্যান করতেন, উনাকে জিয়ার নেতৃত্বে মিলিটারী এভাবে হত্যা করতে পারতো না, আজকে পড়ালেখায় আমরা কমপক্ষে ভারতের কাছাকাছি থাকতাম। মুক্তিযুদ্ধের পর, ছাত্রলীগ আমাদের বিশ্ববিদ্যালয়গুলো থেকে পড়ালেখাকে বিদায় করে দিয়ে, এগুলোকে তরুণ-তরুণীদের আড্ডার ক্লাবে পরিণত করেছিলো; এখন সেগুলো হচ্ছে "ফেইসবুক বিশ্ববিদ্যালয়"; নুরা আমাদের সবচেয়ে ভালো ইউনিভার্সিটির ছাত্র; আমাদের ব্লগার ঢাবিয়ানও আমাদের আমাদের সবচেয়ে ভালো ইউনিভার্সিটির ছাত্র (অনুমান )।

ছাত্রলীগকে আমি মনে রেখেছি "মুক্তিযোদ্ধা" হিসেবে; যেডফোর্সে ইপিআর, বেংগল ও আনসারের সাথে ১'টা ষ্টুডেন্ট প্লাটুন ছিলো; সেই প্লাটুনে ২২ জনেই ছিলো ছাত্রলীগের ছেলে, সবাই কলেজের ছাত্র: নিজামপুর কলেজ, সিটি কলেজ, নাজিরহাট কলেজ, চিটাগং কলেজের ছাত্র; সবাই গ্রামের সাধারণ পরিবারের ছেলে।

যুদ্ধে এই প্লাটুন থেকে ৫ জন শীদ হয়েছিলেন, তার মাঝে ৩ জনেই ছিলেন ছাত্রলীগের ছেলে।

ছাত্রলীগ ছিলো বাংগালী জাতীয়তাবাদের সিম্বল; ছাত্র ইউনিয়নও ছিলো বাংগালী জাতীয়তাবাদের সিম্বল। তখন ছাত্রদের আরেকটি দল ছিলো ইসলামী ছাত্র সংঘ। ইসলামী ছাত্র সংঘও ( আজকের শিবির ), আমাদের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে পাকিস্তানের মিলিশিয়া বাহিনীর অংশ হিসেবে (রাজাকার ও আলবদর )।

ছাত্রলীগ ব্যান খেয়েছে, ভালো হয়েছে; কিন্তু রগকাটারা কেমন আছে?


মন্তব্য ৫৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের গত ১৬ বছরের ভূমিকা সম্পর্কে একটু বয়ান করেন দয়া করে। ছাত্রলীগ কিন্তু ৭১ এ তার ভূমিকার জন্য নিষিদ্ধ হয় নাই।
মনে রাখবেন, ইবলিশ শয়তানও কিন্তু তার ইবাদতের জন্য জ্বীন হয়েও ফেরেশতাদের সর্দার হয়েছিল!

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৬

সোনাগাজী বলেছেন:




আমার চিন্তায় ইবলিশ বলে কিছু নেই।

ছাত্রলীগ গত ১৬ বছরে কমপক্ষে ২ কোটি ছাত্রছাত্রীকে উত্যক্ত, বিরক্ত করেছে; তারা আমাদের ইউনিভার্সিটিগুলোকে আনন্দের ক্লাবে পরিনত করেছে; তাদেরকে ব্যান করা সঠিক।

কিন্তু ব্যান করার ক্ষমতা কার আছে?

২| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৪

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:

Jamat shibir

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৭

সোনাগাজী বলেছেন:



জামাত-শিরির বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করেছে; ওরা এই দেশে থাকার অধিকার হারায়েছে ১৯৭১ সালে।

৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৩

নতুন বলেছেন: ছাত্রলীগ ছিলো বাংগালী জাতীয়তাবাদের সিম্বল; ছাত্র ইউনিয়নও ছিলো বাংগালী জাতীয়তাবাদের সিম্বল। তখন ছাত্রদের আরেকটি দল ছিলো ইসলামী ছাত্র সংঘ। ইসলামী ছাত্র সংঘও ( আজকের শিবির ), আমাদের মুক্তিযুদ্ধের সময় যুদ্ধ করেছে পাকিস্তানের মিলিশিয়া বাহিনীর অংশ হিসেবে (রাজাকার ও আলবদর )।

ছাত্রলীগ ব্যান খেয়েছে, ভালো হয়েছে; কিন্তু রগকাটারা কেমন আছে?


ছাত্রলীগ তার কাজের জন্য ব্যান খেয়েছে, শিবির তার গায়ের দূগন্ধ ঢাকতে চেস্টা করে যাচ্ছে।

ছাত্রলীগ যদি সন্ত্রাসীদের আড্ডা হয় আর শিবিরের ছাত্ররা যদি ভালো ছাত্র হয় তবে জনগনের মন কোন দলের প্রতি সহানুভতি তৈরি হবে?

আয়ামীলীগ চেতনা বিক্রি না করলে অবশ্যই জনগনের চোখে ভালো থাকতো এবং শিবির, জামাতের প্রতি ঘৃন্যা জনগনের হৃদয়ে জাগ্রত থাকতো।

আয়ামীলীগ ব্যার্থ হয়েছে তার দায় নিয়ে তাদের নতুন করে দল গোছাতে হবো।

কিন্তু আয়ামীলীগের নেতা কর্মীতের যেহেতো কোন অনুসুচনা নাই, তাই তারা নতুন করে শুরু করতে পারবেনা।

গাধা পানি একটু ঘোলা করেই খায়।

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৮

সোনাগাজী বলেছেন:




শিবির আমাদের জাতির বিপক্ষে যুদ্ধ করেছিলো; সেটার শাস্তি হওয়ার দরকার আছে?

৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৫

সৈয়দ কুতুব বলেছেন: শিবির যখন ক্রমাগত মাইর খাচ্ছিল তখন তারা চিন্তা করে কিভাবে সাধারণ ছাত্রদের ব্রেইন ওয়াশ করা যায়। এরা ২০০৯ সালের আগে যেসব কাজ কোনোদিন করে নি তাই করে সাধারণ ছাত্রদের মধ্যে মিশে যায়। উদাহরণ : শিবিরের মহিলা সংগঠন ইসলামিক ছাত্রী সংস্থা। যে সব মেয়েরা এই সংগঠন করে তারা অধিকাংশ উচ্চশিক্ষিত এবং পাবলিক ইউনিভার্সিটির ছাত্রী। কিন্তু ধর্মীয় গোড়ামির কারণে এরা অধিকাংশ গ্রাজুয়েট শেষ করে জবে ঢুকে না। এখন বিভিন্ন পাবলিক ভার্সিটির মেয়েরা যারা আইন বিভাগে পড়ালেখা করে এদেরকে দেখি হাত মোজা, পা মোজা এবং আফগানি হিজাব পড়ে। এরা কোনোদিন প্রাকটিস করবে বলে মনে হয় না। ৪/৫ বছর পর মেয়েদের উচ্চশিক্ষা গ্রহণের হার কমে যাবে। আবার মেয়েরা আন্দোলন করে নিজেদের কোটা নিজেরাই বাতিল করেছে। গ্রাম অঞ্চলের মেয়েরা পড়াশোনা করে সরকারি চাকুরিতে প্রবেশের সুযোগ কমে যাবে। শহরের মেয়েরা বেশি সুযোগ পাবে।

২৬ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:৫৯

সোনাগাজী বলেছেন:



গ্রমাের স্কুল কলেজের মেয়েদের বিয়ে হয় আরবে কর্মরত শ্রমিকদের সাথে।

যেসব মেয়েরা শিবির মিবির করে এগুলো মানসিকভাবে পংগু।

৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:১৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



শিবিরের কেউ দলের নির্দেশে রগ কাটে নাই।

যদি রগ কেটে থাকে, তা ব্যক্তিগত কারণে কেটেছে বলে জামায়াতের আমির বলেছেন।

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৪

সোনাগাজী বলেছেন:



রগকাটা তো তাদের ট্রেইড ও জনসেবার অংশ, ইহার জন্য নির্দেশ থাকার কথা ছিলো?

৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৯

নতুন বলেছেন: শিবির আমাদের জাতির বিপক্ষে যুদ্ধ করেছিলো; সেটার শাস্তি হওয়ার দরকার আছে?


বাংলাদেশ যতদিন থাকবে ততদিন তাদের নাম ঘৃনিত হবার কথা।

কিন্তু আয়ামীলীগ চেতনা বেশি বিক্রি করেছে, দূনিতি করেছে, দলীয় নেতারা দেশ বিক্রি করেছে।

ছাত্রলীগকে সন্ত্রাসী বানিয়ে মানুষের মন থেকে সরে গেছে।

সেই সুযোগে শিবির মেধামী ছাত্রদের দলে টেনেছে।

যারা মুক্তিযুদ্ধের ইতিহাস জানে তারা জামাতকে ঘৃনা করবে। কিন্তু নতুন প্রজন্ম দেখবে সন্ত্রাসী কাজ করছে ছাত্রলীগ, ছাত্রদল বার শিবিরের ছেলে মেয়েরা মেধাবী।

সময়ের সাথে সাথে জনগন কাদের ভালো বলবে?

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০৯

সোনাগাজী বলেছেন:




আওয়ামী সরকার অপরাধ করেছে, তারা গদিচ্যুত হয়েছে, তাদের লাঠিয়াল বাহিনী ব্যান খেয়েছে; যারা জাতির বিপক্ষে যুদ্ধ করেছে, তারা ব্যান হয় না কেন?

৭| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:০০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
রগকাটা তো তাদের ট্রেইড ও জনসেবার অংশ, ইহার জন্য নির্দেশ থাকার কথা ছিলো?
--------------------------------

শাসনে থাকার সময়ে ছাত্রদল মিলিত ভাবে আমাদের উপর হামলা করেছিলো।

ছাত্রলীগ এর ব্যতিক্রম ছিলো না।

শিবিরকে আমাদের উপরে সরাসরি কোন আক্রমণ করতে দেখি নাই।

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:১০

সোনাগাজী বলেছেন:



১৯৭১ সালে ওরা পাকী মিলিশিয়ায় যোগ দিয়ে, জাতির বিপক্ষে যুদ্ধ করেছে, সেটা জেনেছেন?

৮| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:২৫

ডার্ক ম্যান বলেছেন: চট্টগ্রামের বিখ্যাত রাজাকার মাওলানা শামসুল ইসলাম তার কর্মীদের বায়েজিদ এলাকায় রগ কাটার ট্রেনিং পাঠাতেন।
মাওলানা ছিলেন আবার সাইদি’র ওয়াজ মাহফিলের সভাপতি।

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭

সোনাগাজী বলেছেন:



রাজকার হওয়া, ওয়াজ করা, রগকাটা, মাদ্রাসা পরিচালনা, মানুষ হত্যা, এগুলোই ওদের ট্রেইড।

৯| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৩১

নতুন বলেছেন: আওয়ামী সরকার অপরাধ করেছে, তারা গদিচ্যুত হয়েছে, তাদের লাঠিয়াল বাহিনী ব্যান খেয়েছে; যারা জাতির বিপক্ষে যুদ্ধ করেছে, তারা ব্যান হয় না কেন?

রাজাকারদের যারা অপরাধের কারনে এ সময় গ্রেপ্তার হয়েছিলো তাদের সাধারন ক্ষমা করেছিলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পাকি সেনাদের ফেরত পাঠিয়েছিলেন ভারতে, পরে পাকিস্তানে।

১৯৭৪ সালে শেখ মুজিবুর রহমান ভুট্টো সাহেবকে লাল লাগিচায় আমন্ত্রন করেছিলেন, সাভারে সৃত্মিসৈধে নিয়ে গিয়েছিলেন।



বঙ্গবন্ধু বেচে থাকলে সম্পর্ক আরো বাড়তো।

রাজনিতিতে ক্ষমতাই সত্য বাকি সব মিথ্যা। আমরা হুদাই জনগনের মাঝে দলাদলি করি।

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৯

সোনাগাজী বলেছেন:



আপনাকে প্রশ্ন করলে, আপনি আরব্য উপন্যাস পড়া শুরু করেন।

১০| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৪০

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



লেখক বলেছেন:
১৯৭১ সালে ওরা পাকী মিলিশিয়ায় যোগ দিয়ে, জাতির বিপক্ষে যুদ্ধ করেছে, সেটা জেনেছেন?
=======================

তাদের নতুন জেনারেশন সেটা ফলো করে না।

'খালেদ মুহিউদ্দিন জানতে চায়' টক শো দেখেছেন? সেটার এক পর্বে জামায়াত নেতা সৈয়দ তাহের এই কথা বলেছেন।

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০

সোনাগাজী বলেছেন:




ওদের নতুন জেনারেশন আগেরটার থেকে আরো ভয়াবহ

১১| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫২

নতুন বলেছেন: আপনাকে প্রশ্ন করলে, আপনি আরব্য উপন্যাস পড়া শুরু করেন।


আপনি ৭১ এ জামাত/শিবিরের পাকিস্তানিদের সাহাজ্যের জন্য কি সাজা দেওয়া উচিত সেটা ২০২৪ এ ভাবছেন।

তাই আমার ১৯৭৪ এ ঐ জামাত/শিবিরের পিতার বাংলাদেশ ভ্রমনের কথা মনে পরলো আর কি।

২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৯

সোনাগাজী বলেছেন:



এবার উটের লজিক শুরু করেছেন, মনে হয়।

১২| ২৬ শে অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৮

নতুন বলেছেন: রাজাকারদের সাধারন ক্ষমতা করলেন।
বঙ্গবন্ধু ১৯৭৪ এ ভুট্টোকে লাল গালিচা দিয়ে বরন করে হাত মেলালেন।
জামাত/শিবিরের নেতাদের মানবতা বিরোধী আইনে ফাসি হলো।

এখন আপনি প্রশ্ন করছেন? ( শিবির আমাদের জাতির বিপক্ষে যুদ্ধ করেছিলো; সেটার শাস্তি হওয়ার দরকার আছে?)

আয়ামীলীগ রাজাকার শব্দটা জুজুর মতন ব্যবহার করেছে বাঙ্গালীদের বুঝ দিতে। সেটার মাসুল ২০২৪ এ দিলো।

২০২৪ এ পুলিশ, ছাত্রলীগ, আয়ামীলীগের নেতারা যে মানুষ মারলো তাদের কি সাজা হউয়া উচিত।

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:০২

সোনাগাজী বলেছেন:




রাজাকারেরা জুজু ছিলো না; ওরা মানুষকে হত্যা করেছে ও ধরে নিয়ে পাকীদের হাতে তুলে দিয়েছিলো; আপনি তখন কোথায় ছিলেন?

১৩| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:১৭

নতুন বলেছেন: রাজাকারেরা জুজু ছিলো না; ওরা মানুষকে হত্যা করেছে ও ধরে নিয়ে পাকীদের হাতে তুলে দিয়েছিলো; আপনি তখন কোথায় ছিলেন?

জাপানের কি আমেরিকার সাথে সম্পর্ক তৌরি করার সিদ্ধান্ত সঠিক ছিলো?

না কি জাপানীদের আমেরিকার প্রতি ঘৃন্যা বাড়ানো উচিত ছিলো?

যেন আমেরিকারদের পেলেই জাপানিরা আবরারের মতন পিটিয়ে মেরে ফেলে এমন নিয়ম তৌরি করা উচিত ছিলো?

২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২২

সোনাগাজী বলেছেন:




নতুন জেনারেশনের জাপানীরা বুঝতে পেরেছিলো যে, ২য় বিশ্বের ধ্বংস থেকে বের হতে হলে আমেরিকা ব্যতিত আর কেহ সাহায্য করতে পারবে না; এবং আমেরিকাকে বিশ্বাস করা যায়।

বনাগলাদেশে হত্যাকান্ডের অবসান হয়েছিলো, দেশে স্বাধীন হয়েছে; কিন্তু জামাত শিবিরের আচরণ বদলায়নি।

১৪| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:২৮

নতুন বলেছেন: রাজাকারেরা জুজু ছিলো না; ওরা মানুষকে হত্যা করেছে ও ধরে নিয়ে পাকীদের হাতে তুলে দিয়েছিলো; আপনি তখন কোথায় ছিলেন?

রাজাকারা অবশ্যই ঘৃন্য। যারা অন্য দেশকে সমর্থন করে তাদের রাজাকার বলেই সবাই গালী দেয়।

কিন্তু ২০০০ সালে জন্ম নেওয়া দের আয়ামীলীগের বিরোধীতা করলেই রাজাকার?

দেশকে সামনের দিকে নিয়ে না গিয়ে ৭১ চেতনা বিক্রি করে জনগনকে বিভক্ত করে দেশেরই ক্ষতি করেছে আয়ামীলীগ।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:



দেশকে সামনে নেয়ার জন্য জ্ঞানী মানুষের দরকার, সেটা নেই।

১৫| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৭

নতুন বলেছেন: বনাগলাদেশে হত্যাকান্ডের অবসান হয়েছিলো, দেশে স্বাধীন হয়েছে; কিন্তু জামাত শিবিরের আচরণ বদলায়নি।


ভারত সরকারের এজেন্ডা বাস্তবায়নেই পাকিস্তানের সাথে সম্পর্ক খারাপ রাখতে/ইমেজ খারাপ রাখতেই আয়ামীলীগ রাজাকার জজু বিক্রি করেছে।

দেশের উন্নতির চিন্তা থাকলে ভবিষ্যতের কথা বলতো, অতীত নিয়ে দেশে বিভক্তি সৃস্টি করতো না।

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪২

সোনাগাজী বলেছেন:



শেখ সাহেব তো রাজাকারদের মাফ করেছিলেন; উনার হত্যায় পাকিস্তান, জামাত ও সিআইএ একসাথে কাজ করেছে।

১৬| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১০:২২

বঙ্গদুলাল বলেছেন:

২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪৪

সোনাগাজী বলেছেন:



এগুলো পাকিস্তান আমলে মুসলিম করতো; ড: ইউনুসের আমলে জামাত করছে।

১৭| ২৬ শে অক্টোবর, ২০২৪ রাত ১১:০১

বিষাদ সময় বলেছেন: যুদ্ধে এই প্লাটুন থেকে ৫ জন শীদ হয়েছিলেন, তার মাঝে ৩ জনেই ছিলেন ছাত্রলীগের ছেলে। -ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ার কারণই এটা - আর ব্যাখ্যা হচ্ছে ১৫ বছরের ঘটনা।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:২৮

সোনাগাজী বলেছেন:


ছাত্রলীগের ১৫ বছরের অত্যাচার শেখ হাসিনার পতনের ১টি বড় কারণ

১৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ১:৪৫

সোনাগাজী বলেছেন:



দেশকে ভালোবাসলে ছাত্রলীগ ব্যান বহাল রাখুন।

১৯| ২৭ শে অক্টোবর, ২০২৪ রাত ৩:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


জামাতে ইসলাম যে ক্ষমতায় আসবে সেটা এখন এক প্রকার নিশ্টিতই বলা যায়।
সংখ্যালঘু ভোট পেতে এখন গঠন করা হয়েছে জামাতে হিন্দু ইসলামী শাখা।
আশা করা যায় হিন্দুরা ও এখন হুরের আশা করতে পারবেন।

২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩০

সোনাগাজী বলেছেন:




হিন্দুরা কাকে ভোট দিবেন, তা ভগবানও জানবেন না।

২০| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৩৯

তানভির জুমার বলেছেন: আওয়ামীলিগ-আর ছাত্রলীগ কে যারা নূন্যতম সিমপ্যাথি দেখাবে তারা ১০০% কুলাঙ্গার। ছাত্র ইউনিয়ন তো নাস্তিক আর ইসলামফোবিকদের একটি সংঘঠন।

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১১

সোনাগাজী বলেছেন:



ছাত্রলীগ মুক্তিযুদ্ধে অংশ নেয়ায়, ওরা আপনার শত্রুতে পরিণত হয়েছিলো।

২১| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৭:৪০

তানভির জুমার বলেছেন: আ. লীগ একটা সন্ত্রাসী গোষ্ঠী, কোনো রাজনৈতিক দল না:

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৩

সোনাগাজী বলেছেন:




আপনি নিকেই রাজনিতিবিদ নন; আোয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন মওলানা; উহাই একমাত্র বৈধ দল।

২২| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৪

বঙ্গদুলাল বলেছেন:

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৫

সোনাগাজী বলেছেন:




এটি অসময়ে, ভুল জায়গায়, ভুল প্রজেেক্ট।

২৩| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ৮:০৯

বঙ্গদুলাল বলেছেন: মনে হচ্ছে, মাফিয়া ভূমিমন্ত্রী জাবেদ বিমানবন্দর থেকে তাড়াতাড়ি বাড়ি আসার জন্য শেখ হাসিনার মাথায় এই বুদ্ধি দিয়েছিলো!

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৬

সোনাগাজী বলেছেন:



জাভেদ এখান থেকে বিশাল বড় অংকের টাকা ডাকাতী করেছে।

২৪| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১০:৫৬

নতুন বলেছেন: শেখ সাহেব তো রাজাকারদের মাফ করেছিলেন; উনার হত্যায় পাকিস্তান, জামাত ও সিআইএ একসাথে কাজ করেছে।


জাপানিরা আমেরিকাকে মাফ করে বুদ্ধিমানের পরিচয় দিয়েছিলেন।

শেখ সাহেব রাজাকারদের মাফ করে দিয়েছিলেন। ভুট্টো সাহেবকে দাওয়াত দিয়ে এনে মেহমানদারী করেছিলেন। বিষয়টা মিটে যাবার কথা। কিন্তু আপনার মতন জ্ঞানী মানুষও কেন আয়ামীলীগের কাজের বিরোধিতা করলে ২০২৪ এ রাজাকারের কথা নিয়ে আসেন?

কারন ভারতের বুদ্ধিতে আয়ামীলীগ ১৯৭১ এর চেতনা বিক্রি করেছে এতো দিন। এটা নিয়ে ধান্দা করছে। দেশের উন্নয়নে তাদের ভাবনা নাই। ভাবনা জনগনের কাছে কি বিক্রি করলে চলবে।

ড: ইউনুস অতীতের চেতনা বিক্রি করবেনা, উনি সভ্য মানুষের সাথে চলাফেরা করেছেন। উনি ভবিষ্যতের ভিষন নিয়ে এগিয়ে যাবার মানুষ।

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৮

সোনাগাজী বলেছেন:




বিষটা মিটে গিয়েছিলো, সিআইএ, পাকিস্তান ও জামাত শেখ;কে হত্যা করে উহাকে ফিরায়ে এনেছে।

২৫| ২৭ শে অক্টোবর, ২০২৪ সকাল ১১:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ছাত্রলীগের ইতিহাস অনেক সমৃদ্ধ।


২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১৯

সোনাগাজী বলেছেন:




ছাত্রলীগ মুক্তিযু্দ্ধ করেছিলো; আপনি যাদের পক্ষে লিখছেন, তারা জাৈর বিপক্ষে যুদ্ধ করেছিলো।

২৬| ২৭ শে অক্টোবর, ২০২৪ দুপুর ১২:৩১

শূন্য সারমর্ম বলেছেন:


ওরা একটুখানি শিক্ষিত হয়ে স্ট্রেটেজিী বদলে অন্য কিছু করতে চাচ্ছে।

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:



কাহাদের কথা বলছেন?

আপনার কমেন্ট কখনো পরিস্কার হয় না।

২৭| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪৭

নূর আলম হিরণ বলেছেন: ওরা পকেটে ব্লেড নিয়ে ঘুরছে।

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২১

সোনাগাজী বলেছেন:



ওরা মানসিকভাবে বিকলাংগ

২৮| ২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৪:২৫

রাজীব নুর বলেছেন: ছাত্রলীগ শিবির আর ছাত্রদল আসলে একই মায়ের পুত।
এরা কেউ কারো চেয়ে কম নয়। আওয়ামীলীগের এই অবস্থার জন্য ছাত্রলীগ অনেকাংশে দায়ী।

২৭ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:২৩

সোনাগাজী বলেছেন:




শিবির ছাত্রলীগের মতো নয়; শিবিরের ইতিহাস হলো, ওরা রাজাকারদের বংশধর।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.