নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

সোস্যালিষ্ট মনের মানুষ মতিয়া চৌধুরী (১৯৪২-২০২৪ )

১৬ ই অক্টোবর, ২০২৪ সন্ধ্যা ৭:৫০



৬০ শতকের ছাত্র রাজনীতিতে মতিয়া চৌধুরী খুবই প্রভাবশালী তরুণী ছিলেন; তখন পুর্ব পাকিস্তানের তরুণ তরুণীতেদের মাঝে সোভিয়েত ইউনিয়নের ও চীনের উন্নয়নটা প্রভাব ফেলেছিলেো; ফলে, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সোস্যালিজম একটা ফ্যাক্টর হয়ে উঠেছিলো। কিন্তু পুর্ব পাকিস্তানের সোস্যালিষ্ট ও তথাকথিত কম্যুনিষ্ট দলগুলো বিশ্বের এই নতুন অর্থনীতিকে সঠিকভাবে বুঝতো না; তাদের এই ব্যাপারে ভাসা ভাসা ধরণা ছিলো মাত্র।

সোস্যালিজম ও কম্যউনিজমের মুলে ছিলো কার্ল মার্ক্সের নতুন অর্থনৈতিক চিন্তাধারা, যা ছিলো ক্যাপিটেলিজমের সংগে সাংঘর্ষিক। আমাদের মতো কমশিক্ষিত সমাজে মানুষের ভাবনা নিজ ও নিজের পরিবারকে নিয়ে আবর্তিত হয়; সমাজের সবার জন্য সুসম উন্নয়ন অবধি ভাবতে পারেন না মানুষ; কিন্তু সোস্যালিজম পুরো সমাজের জন্য ভাবতে শিখায়।

মতিয়া চোধূুরী ছাত্রজীবন শেষ করে বুঝতে পারেন যে, বাংলাদেশের রাজনীতিতে সোস্যালিষ্টরা অবদান রাখার মতো সংগঠিত নয়; তাই তিনি ক্রমেই আওয়ামী রাজনীতির প্রতি আকর্ষিত হন। শেখ হাসিনার সময়ে তিনি আওয়ামী লীগ থেকে এমপি নির্বাচিত হন, মন্ত্রীও হয়েছিলেন।

কিন্তু উনার কোন পদক্ষেপে সোস্যালিজমের চাপ ছিলো না; শুধু একটা বিল এনেছিলেন, তা'আইনেও পরিণত হয়েছিলো, কিন্তু কোনদিন কার্যকরী হয়নি; বিলটা ছিলো খুবই দরকারী বিষয়ে, "চাষের জমিতে বাড়ীঘর/অফিস তৈরি করা যাবে না"।

তিনি মুক্তিযোদ্ধা ও সৎ মানুষ ছিলেন। গতকাল উনার মৃত্যু হয়েছে, উনার জন্য সন্মান রলো।


মন্তব্য ৩৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০১

সৈয়দ কুতুব বলেছেন: বাংলাদেশে সমাজতান্ত্রিক ব্যবস্থা বাস্তবায়ন করা অনেক কঠিন।পুজিবাদি দেশ গুলো থেকে আমরা অনেক লোন পাই। তার উপর নানান ধরণের এফডিএ আছে। আবার বাংলাদেশের মানুষ মনে করে সমাজতন্ত্র মানেই নাস্তিকতা।দেশীয় পুজিপতি রাও সমাজতন্ত্র নিয়ে হাসি তামাশা করে এবং জনগণের টাকা লুট করেন। রক্ষণশীল এবং পুজিপতি সবাই ইহাকে ভয় পায়।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৮

সোনাগাজী বলেছেন:



রাশিয়া সামন্তবাদ থেকে বিশ্বের ২য় মহাশক্তিতে পরিণত হয়েছিলো ( সোভিয়েত ইউনিয়ন ); চীন দুর্ভিক্ষের দেশে থেকে এখন বিশ্বের ২য় বৃতত্তম অর্থনীতি; এগুলো সম্ভব হয়েছিলো সোস্যালিজমের ফলে।

২| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৪

সৈয়দ কুতুব বলেছেন: কোমলমতি দের আসল রুপ ক্রমেই বের হচ্ছে। মাহফুজ, নাহিদ, আসিফ, সারজিস এবং হাসনাত ক্রমেই মানুষের বিরক্তের কারণ হয়ে দাড়াচ্ছে।গতকাল এক জরিপে দেখলাম ২৫% লোক এখন ভোট হলে নাকি আওয়ামী লীগ কেই দিবে। এত তাড়াতাড়ি ফিরে আসলে কি পরিশুদ্ধ আওয়ামী লীগ আমরা পাবো? তবে ফ্যাসিস্ট ট্যাগ আর কখনোই যাবে না।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:০৯

সোনাগাজী বলেছেন:



প্রতারকরা এই দেশ থেকে পালাবে।

৩| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১১

বিউটিফুল ইউ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রজিউন। মরহুমার আত্নার মাগফিরাত কামনা করি।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৫

সোনাগাজী বলেছেন:



উনার সম্পর্কে আপনার কি ধারাণা?

৪| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:১২

সৈয়দ কুতুব বলেছেন: রাশিয়া চীনে রাজনীতিবিদ ছিলো। বাংলাদেশে সব চোরনীতিবিদ!

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৬

সোনাগাজী বলেছেন:



ইহা বিশ্বের জন্য নতুন অর্থনীতি; বুঝতে হলে শিক্ষার দরকার।

৫| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:২০

মরুভূমির জলদস্যু বলেছেন:
- আপনার আগেই সামুতে এই মৃত্য সংবাদ প্রচার করেছেন আমাদের সকলের প্রিয় শাহ্ সাহেব।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৮:৩৮

সোনাগাজী বলেছেন:




আমি সেখানে কমেন্ট করেছি; সেখানে ১ জন ভুয়া মুক্তিযোদ্ধা উনাকে নিয়ে খারাপ কমেন্ট করায়, আমাকে উনার পক্ষে পোষ্ট দি্তে হলো।

৬| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৩

কামাল১৮ বলেছেন: ষাটের দশক থেকেই ছাত্র রাজনীতির সাথে যুক্ত ।তবে মতিয়া গ্রুপের সাথে না মেনন গ্রুপের সাথে ।
মতিয়া চৌধুরির আওয়ামীলীগে যোগদান ভুল সিদ্ধান্ত ছিলো।তার মৃত্যুতে গভীর শোকাহত।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৯

সোনাগাজী বলেছেন:



মতিয়া চৌধুরির আওয়ামীলীগে যোগদান যদি ভুল সিদ্ধান্ত হয়ে থাকে, মেনন কিভাবে মন্ত্রী হয়েছিলো?

৭| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:০৪

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



মরহুমা কৃষি মন্ত্রী থাকার সময়ে বাংলাদেশ একবার খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছিলো বলে শুনেছি। আমি তখন ব্যাচেলর পড়ছি।

তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:১১

সোনাগাজী বলেছেন:



শাহ আজিজের পোষ্টে ভুয়া মুক্তিযোদ্ধা জুক ভার্ণ, এই মুক্তিযোদ্ধাকে নিয়ে খারাপ কমেন্ট করেছে। মতিয়া সীমিত দক্ষতা ও সততা দিয়ে চেষ্টা করে গেছেন জাতির জন্য।

৮| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ৯:৫৭

শিশির খান ১৪ বলেছেন: ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ("আমরা আল্লাহর এবং নিশ্চয়ই আল্লাহর কাছেই ফিরে যাবো";)

সর্বশেষ উনি যেই রাজনৈতিক দলের নেত্রী ছিলেন সেই দল ভিন্ন মতাদর্শের লোকজনের লাশ শহীদ মিনারে নিতে দিতো না। এখন উনার ভাগ্যে কি ঘটবে ? ভালো খারাপ যাই হোক উনি অন্যান্য আওয়ামীলীগ নেতাদের মতো চোর ছিলেন না তাই উনার মৃত্যু সংবাদের নিচে আলহামদুল্লিলাহ থেকে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলা লোকের সংখ্যা বেশি।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০১

সোনাগাজী বলেছেন:


আমিও উনাকে কিছুটা দোষারোপ করে থাকি, প্রেসিডিয়ামের সদস্য পদে থেকে তিনি শেখ হাসিনাকে ব্যুরোক্রেট, আওয়ামী নেতাদের ও ব্যাংকের লোকদের ডাকাতি থামানো জন্য চাপ দেননি ও শেখ হাসিনার ৪৪ বছর আওয়ামী লীগের সভাপতি থাকার বিপক্ষে কথা বলেননি।

৯| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০০

বঙ্গদুলাল বলেছেন: কোটার সংস্কার চাওয়া সবাইকে রাজাকারের বাচ্চা বলা উনার উচিত হয়নি।

আমরা একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভালো বিষয়ে পড়াশোনা করে কাঙ্ক্ষিত সাফল্যে সামান্য হলেও বাধা সৃষ্টি করে এই কোটা।একটি বৃহৎ জনগোষ্ঠীকে অবহেলা, অবজ্ঞা করা নেহায়েত বেকুবি সিদ্ধান্ত ছিল আওয়ামী লীগের।শত অপকর্ম করেও টিকে যেতো এরা, যদি এদেশের তরুণ, যুবাদের মনের দুঃখ বুঝতো।সামান্য একবার পৃথিবীতে আসা এই ক্ষণস্থায়ী জীবনটাকে অনেক মানুষ ইচ্ছে করে সুন্দর, আলোকিত করতে চায় না!

পরপারে ভালো থাকুক উনি।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৫

সোনাগাজী বলেছেন:



শেখ অদক্ষ মানুষ হওয়াতে ১৯৭২ সালে কোটা চালু করেছিলো; উনার দরকার ছিলো চাকুরী সৃষ্টি করা। শেখ হাসিনা বা অন্য কোন বাংগালী জানে না যে, "প্ল্যান করে চাকুরী সৃষ্টি" করতে হয়।

তরুণ, যুবাদের মনে দউ:খ বুঝার চেয়ে বড় বিষয় হচ্ছে, প্রত্যেক নাগরিকের অধিকার আছে আয় করার; সব সরকারকে উহা বুঝার দরকার ছিলো।

১০| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:০৯

বঙ্গদুলাল বলেছেন: ডাক্তার আইজুদ্দিনদের সাথে অমি পিয়ালদের ভালোই সখ্যতা।
ঐদিন দেখলাম ফেসবুক লাইভে যাচ্ছে এরা ক্যামিকেল আলী না কী যেন নাম!ওটা সহ।

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৩

সোনাগাজী বলেছেন:




সবগুলোই ফাউল; অমি আওয়ামী সরকারের টাকা ডাকাতী করে দেশ থেকে চলে গেছে।

১১| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২১

বঙ্গদুলাল বলেছেন: বাংলাদেশের অধিকাংশ বড় চাকুরিগুলোর মূল বেতন দিয়েও একক আয়ে একটি সংসার চালানো কঠিন। হাসবেন্ড, ওয়াইফ দুজনেরই জব করা লাগবে।যারা ছোট চাকুরি করেন, এদের জীবন কোনো জীবনই না বর্তমান বেতন স্কেল দিয়ে। ফলে এরা দূর্নীতি করে, দূর্নীতিবাজ সরকারকে সমর্থন করে।সরকারি চাকুরেদের কাজ হলো দেশের জন্য কাজ করা সরকারেই যে ই থাকুক।না এরা ওটা না করে মিলেমিশে খাওয়ার ফন্দি, ফিকির করে।এই দেশে রাজনৈতিক দলগুলো বড় বড় কাল্ট, ন্যারেটিভ দাঁড় করিয়ে এসবের পুজো করে।দরকার ছিল গোটা দেশ নিয়ে ভাবা। সবারই একটি জীবন থাকা দরকার, ভালো জীবন।

সমাজতান্ত্রিক অর্থনীতির দিকে ঝুঁকলে আমেরিকা ছাড়বে এদেশের কোনো সরকারকে?

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৬

সোনাগাজী বলেছেন:




সরকারের ক্ষমতাধরেরা ( ব্যুরোক্রেট, মন্ত্রী, চেয়ারম্যানরা ) জাতির জন্য আয় করার চেষ্টা করেনি; ওদের মাথায় সেই জ্ঞান না থাকায় সামান্য আয় থেকেই চুরি করে ভালো থাকার চেষ্টা করেছে।

১২| ১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:২৫

বঙ্গদুলাল বলেছেন: অথচ এই সাবেক মন্ত্রী একজন মুক্তিযোদ্ধার সন্তান বলে পরিচিত....

১৬ ই অক্টোবর, ২০২৪ রাত ১০:৪৮

সোনাগাজী বলেছেন:



অনেক মুক্তিযোদ্ধার ছেলে শিবিরও হয়েছে; সম্ভবত, এই লোক ভুয়া মুক্তিযোদ্ধার ছেলে হবে।

১৩| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৩৬

আঁধারের যুবরাজ বলেছেন: উনি দুর্নীতি করেছেন এমনটি আমি শুনিনি ,উনার জন্য আমারও সন্মান রইলো।

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১২:৫২

সোনাগাজী বলেছেন:



ব্লগাে শাহ আজিজ উনাকে নিয়ে ১টি পোষ্ট দিয়েছন আজকে; সেখানে ভুয়া মুক্তিযোাদ্ধা জুল ভার্ণ এই প্রকৃত মুক্তিযোদ্ধাকে মন্দ কথা বলেছে।

১৪| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:০৯

ইলি বলেছেন: ইন্না লিল্লাহি ওয়াইন্নাইলাইহির রজিউন। মরহুমার আত্নার মাগফিরাত কামনা করি।

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৮

সোনাগাজী বলেছেন:



উনি ছিলেন মুক্তিযোদ্ধা ও সৎ রাজনীতিবিদ

১৫| ১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:


বাংলাদেশের একজন নক্ষত্রের পতন।

১৭ ই অক্টোবর, ২০২৪ রাত ১:৪০

সোনাগাজী বলেছেন:




ভুয়া মুক্তিযোদ্ধা জুলভার্ণ উনাকে মন্দ কথা বলেছে (শাহ আজিজের পোষ্টে )।

১৬| ১৭ ই অক্টোবর, ২০২৪ সকাল ১০:০৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মরে বেঁচে গেছে।

১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৩৪

সোনাগাজী বলেছেন:



সৎ ও মুক্তিযোদ্ধাদের পছন্দ করেন না?

১৭| ১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৩:৪১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অবশ্যই সৎ ও মুক্তিযোদ্ধাদের পছন্দ করি। আপনি কথাটার মর্ম বোঝেননি।

১৭ ই অক্টোবর, ২০২৪ বিকাল ৪:০০

সোনাগাজী বলেছেন:



এই মহুর্তে উনি বেঁচে থাকলে বাংগালীদের পক্ষের ১ জন ভালো মানুষ থাকতেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.