নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষাই দরিদ্রদের জন্য সম্পদ।

সোনাগাজী

একমাত্র সোস্যালিষ্ট অর্থনীতি বাংগালী জাতিকে নিজ পায়ে দাঁড়াতে সাহায্য করবে।

সোনাগাজী › বিস্তারিত পোস্টঃ

জাপান, জার্মানী, কোরিয়া, ভিয়েতনাম, চীন দাঁড়ায়েছে আমেরিকার সাহায্য নিয়ে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২১



ভিয়েতনাম আমেরিকার বিপক্ষে ২১ নছর (১৯৫৪-১৯৭৫ ) বছর যুদ্ধ করেছিলো; এখন তাদের প্রধান বাজার হচ্ছে আমেরিকা; ভিয়েতনামে ১ম ইলেকট্রিক্যাল গাড়ীর ১ম আন্তর্জাতিক ষ্টক ছেড়েছে আমেরিকার ষ্টক মার্কেটে। নিউইয়র্ক শহরের রাস্তায় আমেরিকান ও জাপানী গাড়ীর অনুপাত ১:৪। জার্মানীর ১ নং বাজার হচ্ছে আমেরিকা।

১ মাস যদি চীনা মালামাল আমেরিকায় না আসে আমেরিকার খারার থেকে শুরু করে কন্ষট্রাকশান অবধি বন্ধ হয়ে যাবে। ইসরায়েলের কথা বলার দরকার আছে?

সেই দেশ, আমেরিকার নিযুক্ত ড: ইউনুস আমাদের দেশের সরকার প্রধান; আমেরিকা ড: ইউনুসকে বিশ্ব ব্যাংক থেকে ঋণের ব্যবস্হা করে দিয়েছে। দেখা যাক, উনি কতদুর যেতে পারেন।

বাংগালীরা ২টি জাতিকে ঘৃণা করে: ভারত ও আমেরিকাকে। এখন কিন্তু সেই আমেরিকাই আমাদের ত্রাণকর্তা। আমেরিকানরা এখন পাকিস্তানসহ সকল মুসলিম দেশকে ভয় করে চলে। বাংলাদেশ নিয়ে আমেরিকানরা উৎসাহিত; তবে, তারা জানে যে, বাংলাদেশে চরম মৌলবাদীরা ক্রমেই বাড়ছে






মন্তব্য ২৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:২৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: ভারত ও আমেরিকার বন্ধুত্ব দরকার, গোলামী নয়।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:৫৩

সোনাগাজী বলেছেন:



বর্তমানের বিশ্বের অর্থনীতি ও রাজনীতি বুঝতে পারলে, ১ জন মানুষ বুঝতে সক্ষম হবেন, কোনটা বন্ধুত্ব, আর কোনটা গোলামী। ১৯ কোটীর মাঝে কতজনের সেই লেভেলের জ্ঞান আছে?

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:২৮

জ্যাক স্মিথ বলেছেন: কারণ ওসকল দেশে সভ্য জনগণ বসবাস করে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন অলমোস্ট ১৮ কোটি জনগণই উগ্রবাদী।

এত সাহসাই দেশে শান্তি ফিরে আসছে না, অলরেডি উনুস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র শুরু হয়ে গেছে আর এই ষড়যন্ত্র আওয়ামীলীগ করছে না, যারা তাকে ক্ষমতায় বাসাচ্ছে তারাই করছে।

পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার ইত্যাদিরা সহ ইনকিলাবের ডাক সংগঠন এবং বৈষম্যবিরোধী কিছু সমন্বয়কদের সহ 'জনতার ডাক' নামে ঘুব শিঘ্রই আরেকটি আন্দোলন শুরু করবে উনুস সরকারের বিরুদ্ধে।

কিছু হলেই সরকারের পতন এটা ভালো লক্ষণ নয়, এভাবে দেশে বহু রাজনৈতিক দলের শাসনের কবলে চলে যাবে ফিলিস্তিন, লেবানান, ইয়েমেন, সিরিয়ার মত।

উনুস সারকার যদি ভুল করে তাহলে তাকে চাপে রেখে সঠিক কাজ করাতে হবে, কিন্তু তাকে পতনের পরিণতি ভালো হবে না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:৪০

সোনাগাজী বলেছেন:



আমেরিকার উপহার কমলমতিদের জন্য কুইনাইন মাত্র; তারা সুযোগ পেলে ইউনুস সাহেবের উপর চড়াও হবে। তবে, আমাদের মিলিটারী আমেরিকার পকেটে আছে, আমেরিান দুতাবাস ব্যবস্হা নিবে যাতে কোমলমতিরা সুমতিতিতে থাকে; সেই দারু তাদের কাছে থাকার কথা।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৯:১৬

প্রকৌশলী মোঃ সাদ্দাম হোসেন বলেছেন:



জাপান, জার্মানী, কোরিয়া, ভিয়েতনাম, চীন দাঁড়ায়েছে আমেরিকার সাহায্য নিয়ে।
জাপান, জার্মানী, কোরিয়া, ভিয়েতনাম, চীন ছাড়া বিশ্বে আর সবা দেশ শুয়ে আছে, হা হা হা!

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৫

সোনাগাজী বলেছেন:



সব মুসলিম দেশগুলো ও আফ্রিকার দেশগুলো ও কিছু ল্যাটিন আমেরিকার দেশ শুয়ে আছে; আপনার গুরুদের দেশ পাকিস্তান কি নিজ পায়ে দাঁড়াতে পেরেছে?

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:১০

কামাল১৮ বলেছেন: বিশ্ব ব্যংক থেকে যে সর্তে লোননিয়েছে সেটা জনগন কিছু দিনের মধ্যেই টের পাবে।তখন সরকার অনেক বেশি সমস্যায় পড়বে।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:১৭

সোনাগাজী বলেছেন:



উনি যে ঋণ করতে গেছেন, সেই ব্যবস্হা করেছেন, সেটা কি জাতিকে বলেছেন?

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

নতুন বলেছেন: ভারত, চীনের চেয়ে আমেরিকার সাথে সম্পর্ক রাখা ভালো।

জনগনের বিরাট অংশ্যই দূনিতি মুক্ত দেশ চায় না। ধান্দাবাজেরা রাজনিতিক ধান্দাবাজদের ক্ষমতায় চায়।

ভারত যেইভাবে দেশের সব কিছুতেই নাক গলিয়েছে। আমেরিকা এতো বিষয়ে নাক গলাবেনা।

ট্রাম্প আর কামেলার দৌড়ের কি অবস্থা?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৩

সোনাগাজী বলেছেন:



কমলা জরীপে একটু একটু করে এগিয়ে গিয়ে এখন থেকে যাচ্ছে; সবাই ২টি ( অর্থনীতি ও ইমিগ্রেশন ) বিষয়ে উত্তর চায়, সে কিছুতেই এই ২ প্রশ্নের সঠিক উত্তর দিতে পারছে না।

ভারত কিভাবে নাক গলিয়েছে? আপনি ১টি পোষ্ট দিয়েছেন।

আপনার ভাগ্নে কিভাবে পুলিশ ও শিবিরের গুলি থেকে বেঁচে গেলো?

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১০:৪৪

কিরকুট বলেছেন: আমেরিকা নিজ স্বার্থ ছাড়া থুতু ও ফেলে না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৪

সোনাগাজী বলেছেন:



বাংলাদেশে আমেরিকার কি স্বার্থ থাকতে পারে? শিবির ও হেফাজত দিয়ে তারা কি করবে?

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:৫৬

ধুলো মেঘ বলেছেন: আমেরিকাকে ঘৃণা করার যথেষ্ট কারণ আছে। সোনার দেশ ইরাককে তামা তামা বানিয়ে দিয়েছে আমেরিকা দুই দফায় বর্বর হামলা করে। আফগানিস্তানে ব্যর্থ অভিযান করে সে দেশের উন্নতিতে অন্তরায় হয়ে আছে। ল্যাটিন আমেরিকার প্রায় প্রতিটি দেশে নৈরাজ্য কায়েম করার পেছনে আমেরিকার অবদান আছে। মধ্যপ্রাচ্যকে চিরতরে অশান্ত করার পেছনেও সিআইএ কাজ করে যাচ্ছে। কেবল গুটিকয়েক দেশের উন্নতি করে এই আমেরিকাকে মানুষ ভালবাসবে কোন যুক্তিতে?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৬

সোনাগাজী বলেছেন:



আমেরিকা কাউকে উন্নত করেনি, যেসব দেশ উন্নত হওয়ার জন্য আমেরিকা থেকে সুযোগ নিয়েছে, তারা উন্নত হতে পেরেছে; বাংলাদেশ উন্নত হতে চাহেনী; দেশের সবাই দেশের সম্পদ চুরি করতে চেয়ে আসছে।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫১

মোহামমদ কামরুজজামান বলেছেন: বিগত ১৬ বছর সুশীলরা বেড়েছিল বেশুমার। ফলাফল - দুনিয়ার সামনে।


এখন বাংলাদেশে মৌলবাদীরা যদি বাড়েও ফলাফল দেখার জন্য অপেক্ষা করুন কিছুদিন। তার পর রায় দিন ------------

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:২৯

সোনাগাজী বলেছেন:





বাংলাদেশে কোন সুশীল ছিলো না; তবে, ৩/৪ কোটী মানুষ আরব গিয়ে উট হয়ে ফিরে এসেছে।

মৌলবাদীরা গত ১০০ বছর দেখে আসছি পাকিস্তানে, লেবাননে, মিশরে, আফগানিস্তানে, ইয়েমেনে; আপনি কোথায় আছেন?


৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৩৮

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:





















প্রফেসর সাহেব ও দাঁড়িয়ে যাবেন।
সময়ের অপেক্ষা।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৩

সোনাগাজী বলেছেন:



প্রফেসরকে্ ব্যতিত আমেরিকা আর সব বাংগালীদের ভয় পায়।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৪৮

শাহ আজিজ বলেছেন: ভাল লিখেছেন । আমি অহরহ এই রেফারেন্স দিয়ে থাকি ধারে কাছের লোকদের । ইউনুসকে রেখে দেওয়া উচিত চেয়ারে ।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৩:৫৪

সোনাগাজী বলেছেন:



ড: ইউনুস থাকবেন, সমস্যা হচ্ছে উনার বয়স, জামাত-শিবির, বিএনপি, হেফাজত ও আওয়ামী লীগ।

ড: ইউনুসের অন্য সমস্যা হবে ট্রাম্প; ট্রাম্প নির্বাচিত হলে, ডোনাল্ড লু কোনভাবে সাহায্য করতে পারবে কিনা!

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:০৪

পবন সরকার বলেছেন: এখন আওয়ামীলীগ নাই মৌলবাদীরা আর মাথাচারা নাও দিতে পারে কারণ তাদেরকে অত্যাচার করার লোক নাই। ধন্যবাদ সোনাগাজী ভাই চায়ের দাওয়াত থাকল

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:১১

সোনাগাজী বলেছেন:



আপনি আজব ১ ধারণা দিচ্ছেন: মৌলবাদীদের উপর অ্যাচার করা হতো? তাদের উপর অত্যাচার করার ক্ষমতা কার ছিলো? মৌলবাদীদের জন্মই হচ্ছে মানব সভ্যতাকে বিলুপ্ত করার জন্য!

১২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:৫৯

নতুন বলেছেন: ভারত কিভাবে নাক গলিয়েছে? আপনি ১টি পোষ্ট দিয়েছেন।

আপনার ভাগ্নে কিভাবে পুলিশ ও শিবিরের গুলি থেকে বেঁচে গেলো?


ভারত কিভাবে বাংলাদেশের বিষয়গুলিতে নাক গলিয়েছে সেটা আপনি না জেনে থাকলে তো সমস্যা!

ঢাবি তে পুলিশ/ছাত্রলীগ তেমন মানুষ হত্যা করেনাই।

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৫:০৯

সোনাগাজী বলেছেন:




আমি ভারতকে ১টি ভুল কাজ করতে দেখেছি, প্রতি ভোটের পর, তারা আওয়ামী লীগের বিজয়কে স্বাগত জানায়েছে; এর বাহিরে কোন কিছু আমার চোখে পড়েনি।

১৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২

নতুন বলেছেন: আমি ভারতকে ১টি ভুল কাজ করতে দেখেছি, প্রতি ভোটের পর, তারা আওয়ামী লীগের বিজয়কে স্বাগত জানায়েছে; এর বাহিরে কোন কিছু আমার চোখে পড়েনি।

র শেখ হাসিনাকে তাদের এজেন্ট হিসেবে ট্রেনিং দিয়েছিলো। ;) আর কি লাগে?

৩০ শে সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৫৩

সোনাগাজী বলেছেন:



শেখ হাসিনাকে ট্রেনিং দিয়েছিলেন স্বয়ং ইন্দিরা গান্ধী।

"র" যদি শেখ হাসিনাকে ট্রেনিং দেয়, সেটা হতে পারে, বিএনপি-জামাত-শিনির ও হেফাজত থেকে রক্ষা পেতে; উহার দরকার ছিলো। "র" কি এত বেকুবী ট্রেনিং দিয়েছিলো, যাতে দেশের সম্পদ ডাকাতী হয়?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.