নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

শিরোনাম

০২ রা আগস্ট, ২০২৪ রাত ১০:৩৬

১.

পুরোনো ইনসমনিয়া আবার ফিরে এসেছে
ইদানিং রাতগুলোতে
পুরোনো প্রেমের মত

রাতভর বৃষ্টি নামে অঝরে
বাহিরে ভেতরে

আমার এংজাইটি ডিপ্রেশন
প্যানিক ডিসঅর্ডার মৃত্যুভয়
এসবে কালক্ষেপন
যেনোবা আমার বিকল্প নেই
যেনোবা আমি কতই না গুরুত্বপূর্ণ

বুলেটে বুক পেতে দেয়া আগুনের ফুলকিরা
আমাকে গুরুত্বহীন কোরে দেয়

এই জলে এবং জেলের দ্যাশে আমার জন্ম
ভূগোল বই বলে পৃথিবীতে আরো দ্যাশ আছে
আমি শুধু কল্পনায় দেখি সেসব দেশ
ওরা কি সিদলের ঝাল ভর্তায় ভাত খায়!

এই জেলে ও জলার দ্যাশ
বিদেশিরা শাষন কোরে
লোকে বলে সে কথা-
বলে এরা ইংরাজ বেনিয়াদের মত
নিজ দেশে ফিরে যাবে একদিন ঠিক
এই জলা আর জেলেদের রেখে

আমার ইনসমনিয়া
এংজাইটি ডিপ্রেশান
প্যানিক ডিসঅর্ডার ওরা কোথায় যাবে!
দমবন্ধ হয়ে আসা - মৃত্যুভয় এসবে কি আসে যায়!
একবার মরে গেলে মানুষ চিরতরে ঘুমিয়ে যায়।

২.

শোন হে
সব বেশ্যারাই এক সময় সতি থাকে
আবার এই বেশ্যাও খোদার পরীক্ষায় পাস করে যায়
আবার সব বেশ্যাদের কপালে
বিড়াল বাঁচানোর সুযোগ আসে না
সব বেশ্যাদের হাতের পানি বিড়ালের ভাগ্যে জুটে না

সময়ের ডাক কেবল ভাগ্যবানরাই শুনতে পায়।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.