নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
কত যে বাহানা
এই নাহলে চলবে না
তা নাহলে মন ভরবে না
মানুষ ভুলেও ভাবলা না
একবার ঘুমায় গেলে
আর জাগবা না
ভবে
একবার ঘুমায় গেলে আর জাগবা না।
চাওয়া পাওয়ার হিসেব বড় কড়া
রঙিন পণ্যে বাজার অনেক চড়া
থেকে যায় হাজার বাহানা
হঠাৎ করেই সূর্য ডুবে যায়,জীবনের
মরণ দেয় হানা
মানুষ ভুলেও ভাবলা না
একবার মইরা গেলে
আর আসবা না
ভবে
একবার মইরা গেলে আর আসবা না।
সোনার জীবন ক্ষয় করিলা
করিয়া
ধান্দার কারবার
ভুলেও ভাবলা না
একবার ঘুমায় গেলে
জাগিবানা আর ।
মানুষ ভুলেও ভাবলানা
একবার মইরা গেলে
আর ফিরবা না।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩০
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: হেপি আপু, আগের কবিতাটা ডিলিট মারুন।
আর কমেন্টের উত্তর কীভাবে দিতে হয়, তা ভুলে গেছেন নি? আমার কমেন্টের ডানপাশে গ্রিন অ্যারোতে ক্লিক করে যে বক্স পাবেন, তাতে কমেন্ট লেখেন
যাই হোক, ইম্পর্টেন্ট কাজের পর ভালো কবিতাই লিখলেন।
৩| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩৭
ইমন তোফাজ্জল বলেছেন: কিছুই নাই। মোবাইল থেকে লিখছি। আগেরটাতে জবাব দিছি হয়ে যাচ্ছে মন্তব্য।
৪| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:১৫
বাকপ্রবাস বলেছেন: মোবাইল থেইকা কমেন্ট এউ উত্তর দিলে এমনটা হয়, নতুন কমেন্ট হইয়া যায়। মানুষ মইরা গেলে কেন আহেনা বুঝিনা, আবার আইলে আর নরকে যাইতে হইতনা, বিচার থেইকা বাঁচা যাইত
৫| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ সকাল ১০:২০
বিজন রয় বলেছেন: আপনাকে মাঝে মাঝে পাওয়া যায়, একবারে হারিয়ে যাননি।
চিরন্তন সত্য.......... মানুষ মরে গেলে আর ফেরে না।
ভালো লেগেছে।
পোস্টি দুবার এসেছে, আগেরটি ডিলিট করুন।
শুভকামনা সোমহেপি।
৬| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৩
রাজীব নুর বলেছেন: ভালো।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:০৭
মরুভূমির জলদস্যু বলেছেন: একই পোস্ট দুইবার হয়েছে।