নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি কিছুই না।বুদবুদ।
কত যে বাহানা
এই নাহলে চলবে না
তা নাহলে মন ভরবে না
মানুষ ভুলেও ভাবলা না
একবার ঘুমায় গেলে
আর জাগবা না
ভবে
একবার ঘুমায় গেলে আর জাগবা না।
চাওয়া পাওয়ার হিসেব বড় কড়া
রঙিন পণ্যে বাজার অনেক চড়া
থেকে যায় হাজার বাহানা
হঠাৎ করেই সূর্য ডুবে যায়,জীবনের
মরণ দেয় হানা
মানুষ ভুলেও ভাবলা না
একবার মইরা গেলে
আর আসবা না
ভবে
একবার মইরা গেলে আর আসবা না।
সোনার জীবন ক্ষয় করিলা
করিয়া
ধান্দার কারবার
ভুলেও ভাবলা না
একবার ঘুমায় গেলে
জাগিবানা আর ।
মানুষ ভুলেও ভাবলানা
একবার মইরা গেলে
আর ফিরবা না।
২| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:৩১
সোমহেপি বলেছেন: ধন্যবাদ, ভাই। ভাল আছেন নিশ্চয়ই।
©somewhere in net ltd.
১| ২৬ শে ডিসেম্বর, ২০২৩ রাত ১২:১০
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে সুস্বাগতম।