নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

একটি কর্মক্ষম জাতি গঠন সংক্রান্ত আলোচনা

২৬ শে অক্টোবর, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

বিষয়টি তাদের জন্য যারা পরিবার ও বিবাহ প্রথায় বিশ্বাসী, বিশেষ করে যৌথ পরিবারের প্রতি শ্রদ্ধাশীল।।

শর্তঃ বিষয়টি, সমাজ, পরিবার, রাষ্ট্র ইত্যকার প্রতিষ্ঠানের প্রতি বিবেচ্য প্রস্তাব। কোনটার ই বিরুদ্ধাচারণ নয়।

বিস্তরণঃ প্রতিটি মেয়ের বিয়ের বয়স ১৬ এবং ছেলের বিয়ের বয়স ১৮ আঠার করতে হবে। কর্মক্ষম না হওয়া পর্যন্ত উভয় পরিবার দম্পতির সহায়ক হবে। রাষ্ট্রের প্রতিও একই দাবি। যাতে বউ আর বই এক সাথে চলে না, এহেন কথার কোন কারণ বিদ্যমান থাকতে না পারে। এ ব্যবস্থায় পড়ালেখা, জ্ঞানার্জন, কর্মসংস্থান, সন্তান উৎপাদন সবগুলো বিষয়ই সমান্তরালে চলবে।

কারো এমনতরো মত আছে যে কমবয়সে নারীর সন্তান উৎপাদনে সক্ষম হলেও যথেষ্ট মানষিক বিকাশ ঘটে না। এহেন প্রেক্ষিতে আমার মত মানষিক বিকাশ সামাজিক অনুশীলনের উপর নির্ভর করে।

কর্মক্ষম বা একটা তরুণ জাতি গঠনের একটি সাধারণ হিসাবঃ

ছেলের বয়স যদি ১৮ হয়, আর সে যদি ১৯ বছর বয়সে বাবা হয়, সেই বাবার বয়স ৩৭ হলে সে তার ছেলেকে বিয়ে করাতে পারবে। এবং একই ধারাবাহিকতায় ৩৮ বছর বয়সে সে দাদা হবে। ৫৭ বছর বয়সে সে নাতিও বাবা হবে, ৭৬ বছর বয়সের হিসাবে ৩ টি প্রজন্ম ইয়াং, একজন বৃদ্ধ আর একজন শিশু থাকবে।

এবার হিসাব আপনার।




মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.