নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মায়ামন বড় নিঃসঙ্গ কাটে অনাথ রাত্রীযাপন

কবিতা তুমি বুকে মাংশ গোলাপ নিয়ে শুয়ে থাকো,আমি হাত ভরে পান করি জ্যোৎস্না

সোমহেপি

আমি কিছুই না।বুদবুদ।

সোমহেপি › বিস্তারিত পোস্টঃ

বেগুন ব্যবসায়

১১ ই ডিসেম্বর, ২০২০ রাত ১১:৫১

টকসো

বালটা নির্মূল করতে হবে ।
পারবেন বালটা ছিঁড়তে এমন করে , যাতে আর না গজায় ?

এমনই এক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে টক সো । কিভাবে বাল ফেললে বালের আর গজানোর সম্ভাবনা নেই সে বিষয়ে তর্ক । পক্ষ দুইটা । একজন উপস্থাপক । উপস্থাপক মাঝে মাঝে নিজেকে ক্যামেরার সামনে প্রদর্শন করার জন্য ফোঁড়ন কাটে । একবার এর পক্ষে আরেকবার ওর পক্ষে ।
- ধুর মিয়া এসব কি বলেন বাল কি সমূলে নির্মূল করা যায় , বালকে সবসময় কামিয়ে কিংবা ছেঁটেই ছোট করে রাখতে হয় । নির্মূল করা যায় না ।
- কইছে আপনারে ! একটা হেঁচকা টান দিয়ে তুলে ফেলেন , দেখবেন সেটা আর গজাবে না ।
-হা হা হা ..... ,ধুর মিয়া বাল ফালানো নিয়ে আপনের তো দেখি কোন অভিজ্ঞতা নেই । টান দিয়ে তুলে ফেললেই বাল আর গজায় না ? তাহলে শুনুন বিখ্যাত বাল বিশেষজ্ঞ কি বলেন ! টি এইচ ফন আমেরিকার ডাক্তার যার বালের উপর একাধিক গবেষণা রয়েছে । তিনি তার দি হেয়ার ' গ্রন্থের ১৬৯ পৃষ্টায় বলেছেন যে বাল গজাবেই সেটা হেঁচকা টানে উঠিয়ে ফেলুন আর কাটুন যাই করুন ।

এ অবস্থায় এক পক্ষ কিছুটা নাজুক হয়ে পড়ে । কিন্ত্ত তর্কে তো হেরে যাওয়া যাবে না । সারা জাতি তাদের বাল ফালানোর মত গুরুত্বপূর্ণ আলাপ শুনছে । নাজুক পক্ষের একলোক একটা মওকা পেয়ে যায় । টেবিল চাপড়িয়ে সবার মনোযোগ আকর্ষন করেন ।
- এই যে দেখেন , আমার মাথার বামপাশে একটা দাগ দেখতে পাচ্ছেন ?
- হ্যাঁ , তাইতো দেখা যাচ্ছে ।
- আপনারা নিশ্চয় দেখতে পাচ্ছেন এ দাগের উপর কোন চুল নেই । কিন্ত্ত পুরো মাথার উপর চুল আছে । আপনারা সবাই জানেন বোধ করি চুল আর বাল একই জিনিস । অবস্থানভেদে নাম ভিন্ন । তাই বলছি বালটা ফেলতে হলে বন্দুক দরকার । বালের গোড়ায় নল ঠেকিয়ে গুলি করে দিন দেখবেন সেখানে আর কশ্মিন কালেও বাল গজাবে না ।

এরকম একটা মোক্ষম জবাব প্রমাণসহ ! উপস্থাপক ফেলতে পারেন না । অনেকটা মেনে নিয়ে বলেন , আপনার মাথায় কি তাহলে গুলি লেগেছিলো ? অসাম ! বাল ফেলতে গেলে কত কিছুই না করতে হয় , মৃত্যুর মুখোমুখি দাঁড়াতে হয় ।
-হ্যাঁ , গুলিই লেগেছিলো ।
-কিন্ত্ত কিভাবে একটু ডিটেইলে বলেন , আপনার মত যোদ্ধার কাহিনি জাতি জানুক , অবশ্যই তাদের জন্য শিক্ষনীয় আছে ।
ঘটনা তেমন কিছু না বিগত কয়েকবছর আগে একটা নির্বাচনে ব্যালটপেপার ছিনতাই করতে গিয়ে গুলি খেয়েছিলাম ।
-সাব্বাস !

যাই হোক টকসোর মোটামোটি একটা সিদ্ধান্ত হয়ে যায় যে বাল নির্মূল করতে হলে বালের গোড়ায় বন্দুক চালাতে হবে ।



বেগুন ব্যবসায় ইন্ডিয়ান সিরিয়াল


বেকার ছেলে ব্যবসা পাতি করবে তা না ঘুরে ঘুরে বেড়াবে । আর বাপের অন্ন্ ধ্বংস করবে । বাপ তাই ছেলেকে বকাঝকা করত ।
একদিন হঠাৎ ছেলে বাপের কাছে বলল টেকা দেও , ব্যবসা করুম । বাবা জানতে চাইলেন ব্যবসাটা কিসের । ছেলে জানালো বেগুনের ব্যবসা । বাবা পুঁজি দিল ।



পাটক্ষেতে ছেলে এক মেয়েকে নিয়ে ডুকেছে ।
- আচ্ছা তোমার শরীরটাএকটু দেখাবা ?
- হু , তয় টেকা লাগবো ।
- কত ?
-হাঁটু পর্যন্ত দেখতে চাইলে দুই হাজার ।
- এই নেও ।



-বাবা বেগুনের ব্যবসায় আরো পুঁজি লাগব । টেকা দেও ।
- কেন সেদিন না দিলাম ।
- এই কয় টেকায় আজকাল ব্যবসা চলে !
- আচ্ছা ঠিক আছে দিমু , তয় টেকা লাভ করে ফেরত দিতে অইব ।



ছেলে আবার সেই পাট ক্ষেতে ।

-এই ওইটা একটু দেখুম !
- কোনটা ?
- ওইযে ব্লাউজের ভেতর !
- টেকা লাগবো পাঁচ হাজার ।



বাবা ব্যবসায় আরো পুঁজি লাগবো ।



-হাঁটুর উপরে একটু !
- দশ হাজার ।



বাবা ব্যবসায়ে লস ! আবার পুঁজি দেও !


বাবা চিন্তায় পড়ে গেল । ছেলে তার করছেটা কী ! ছেলেকে একটু চোখে চোখে রাখার সিদ্ধান্ত নিল ।


পাটক্ষেত ফাইনাল

- এই একটু ইয়ে করুম !
- কি ? ওই যে ওইটা !
-পনের হাজার ।

সব কাজ ঠিকঠাক । আসল কাজ করার জন্য মেয়ে তাগাদা দিচ্ছে । উত্তেজনা চরমে ।
- এই করছো না ক্যান ?
- নাহ ! করুম না ।
- এই কি কও ? কর তাড়াতাড়ি ।
- নাহ !
- এই টেকা দিমু ।
-কত ?
- ৫ হাজার
- নাহ !
-১০ হাজার
- আরে নাহ !
-২০ হাজার
-ওহু!
-৪০ হাজার!

এমন সময় বাবার গলা শোনা যায় ।
ও পুত কইরালা বাপ , কইরালা । তোর বাগুনের ব্যবসায় লাভ অইব ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১২ ই ডিসেম্বর, ২০২০ সকাল ৯:৩২

নুরহোসেন নুর বলেছেন: হাস্যরসে শিক্ষানীয়!

১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

২| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ১২:২০

বিজন রয় বলেছেন: হা হা হা হা..... দিয়েছেন ঠিক মতো।

১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

৩| ১২ ই ডিসেম্বর, ২০২০ দুপুর ২:৩৬

রাজীব নুর বলেছেন: ভালো পোষ্ট।

১২ ই ডিসেম্বর, ২০২০ বিকাল ৫:৪৯

সোমহেপি বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.